অল্প সময়ে ভোকাবুলারি শেখার সহজ উপায় আপনি কি ইংরেজি ভোকাবুলারিতে দক্ষতা অর্জন করতে চান? স্বল্প সময়ে অধিক ভোকাবুলারি রপ্ত করতে ইচ্ছুক? তাহলে ঘুড়ি লার্নিং এর এই ব্লগ আপনাকে সহজ পদ্ধতিতে ভোকাবুলারি রপ্ত করতে সহায়তা করবে এবং IELTS ভোকাবুলারি কীভাবে অল্প সময়ে আয়ত্ত করবেন সেই বিষয়েও থাকবে দারুণ সব পরীক্ষিত টিপস। বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক বাজারে দক্ষতা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত ইংরেজি। ইংরেজি শুধুমাত্র একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে সমাদৃত তা কিন্তু নয়।
বরং একটি সুন্দর এবং সফলতম ক্যারিয়ার গঠনের অন্যতম মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় ইংরেজিকে। আর ইংরেজি বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে মাধ্যমটি প্রয়োজন তা হল ভোকাবুলারি। তাই সবচেয়ে কম সময়ে বেশি ভোকাবুলারি শেখার উপায় সম্পর্কে জানতে হলে চোখ রাখুন আজকের আর্টিকেলে। সেই সাথে ঘুড়ি লার্নিং এর এই কোর্সগুলো দেখতে পারেন।
অল্প সময়ে ভোকাবুলারি শেখার সহজ উপায়
ইংরেজি ভোকাবুলারি শেখার কিছু গুরুত্বপূর্ণ উপায়–
আপনি গ্রামারে যতটাই দক্ষ হউন না কেন আপনার যদি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ না থাকে আপনি কখনোই কোন ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন না। একটি ভাষা চর্চার ক্ষেত্রে এবং ভাব বিনিময়ের ক্ষেত্রে ভোকাবুলারি হল সেই মাধ্যম যার মাধ্যমে আপনি ভাষার উন্মুক্ত দুয়ার খুলে দিতে পারবেন। তাই কোন ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হলে ভোকাবুলারি শেখার বিকল্প নেই।
আপনি ঠিক যত বেশি পরিমাণ ভোকাবুলারি রপ্ত করতে পারবেন আপনার ভাষায় স্কিল ঠিক ততটাই সমৃদ্ধ হবে। তাই আপনি যদি অল্প সময়ে অধিক পরিমাণে ভোকাবুলারি শিখতে চান তাহলে মেনে চলুন নিম্নোক্ত বিষয়সমূহ-
১. মেমোরি টেকনিক প্রয়োগ করুন
কোন ভোকাবুলারিকে মনে রাখার একটি প্রধান উপায় হল স্মৃতিবিদ্যা— যার মাধ্যমে আপনি জটিল থেকে জটিলতর যেকোন শব্দ খুব সহজে মনে রাখতে পারবেন আপনার মেমোরিতে। যেমন, আপনি যদি কোন ধরণের শব্দ শেখার পর মনে রাখতে না পারেন তাহলে আপনি তাদের মধ্যে কোন সংযোগপূর্ণ ঘটনা স্মরণ রাখুন। তাহলে পুনরায় সে শব্দটির প্রয়োজন হলে আপনি সে ঘটনা স্মরণ করে আপনি শব্দটিকে মনে রাখতে পারবেন।
অর্থা’ যখন একজন ব্যক্তি একটি নতুন শব্দ শিখতে যাবে তখন সে ব্যক্তিকে সে শব্দের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করতে হবে। সংযোগটি হতে পারে আপনার জীবনের কোন স্মরণীয় ঘটনা, কোন স্থান, কোন প্রিয় জিনিসকে কেন্দ্র করে। আপনি যখন নতুন শব্দের সাথে সংযোগ করতে পারবেন তখন আপনি খুব সহজে সে শব্দটিকে স্মরণ রাখতে পারবেন।
২. শেখার ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ তৈরি করুন
আপনি যদি বিদেশে পড়তে যান তাহলে ভাষাটিকে বেশি বেশি শোনা এবং পড়ার মাধ্যমে খুব সহজে সেই ভাষাটিকে রপ্ত করতে পারবেন। কিন্তু ভোকাবুলারি কিংবা শব্দ শেখার জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই বরং আপনি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে চাইলে তা শেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করুন। ভোকাবুলারিকে রপ্ত করতে চাইলে বই পড়ুন, মুভি দেখুন, লোকাল খাবারগুলো সম্পর্কে জানুন। তাহলেই আপনি খুব সহজে ভাষা রপ্ত করতে পারবেন।
৩. কোন শব্দকে কোন একটি প্রসঙ্গের সাথে যুক্ত করুন
কোন একটি শব্দকে শেখার সর্বোত্তম উপায় হল সে শব্দকে একটি প্রসঙ্গের উপর ভিত্তি করে মনে রাখা। কিংবা কোন বাক্যের মধ্যে সে শব্দকে যুক্ত করে তার স্মরণ রাখার কৌশল আয়ত্ত করা। আপনি যখন বাস্তব কোন ঘটনা কিংবা অভিজ্ঞতার সাথে শব্দটিকে যুক্ত করবেন তাখন আপনি বহুদিন সেই শব্দটিকে মনে রাখতে পারবেন। এই উপায়টির মাধ্যমে আপনি অধিক পরিমাণ শব্দ একই সাথে আয়ত্ত করতে পারবেন।
৪. বাস্তব জীবনের পরিস্থিতি থেকে শিখুন
আপনি যদি ভোকাবুলারি স্কিল রপ্ত করতে চান তাহলে আপনি অধিক পরিমাণে সে ভাষার টিভি সিরিয়াল, মুভি, বই, পডকাস্ট শোনার অভ্যাস গড়ে তুলন। এর মাধ্যমে আপনি একই সাথে জানা-অজানা অনেক ধরণের শব্দ আয়ত্ত করতে পারবেন। সেই সাথে আপনি স্বল্প সময়ে শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হবেন।
৫. ফোকাস করুন পরিবর্তী স্তরের দিকে
আপনি যদি আপনার শেখার দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান তাহলে আপনাকে সেই ভাষায় শব্দের পাশাপাশি প্রতিশব্দ, সমার্থক শব্দ, বিপরীত-শব্দ শেখার উপর জোর দিতে হবে। যখন কোন নতুন শব্দ পাবেন তখন কখনোই তা নিজের ভাষায় তা ব্যাখ্যা করার চেষ্টা করবেন না বরং যে ভাষা আপনি শিখতে চাচ্ছেন সেই ভাষায় তা পরিবর্তন করার চেষ্টা করুন। এভাবেই আপনি কম সময়ে নতুন শব্দ অধিক পরিমাণে রপ্ত করতে পারবেন।
৬. উপযুক্ত টুলস খুঁজে বের করার চেষ্টা করুন
প্রত্যেক ব্যক্তির শেখার পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। তাই আপনি জানেন না ঠিক কোন পদ্ধতি আপনার জন্য সঠিক হবে। তাই আপনি নানান উপায়ে রপ্ত করার চেষ্টা করুন। শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করার ক্ষেত্র ফ্ল্যাশ-কার্ড, এ্যাপস, গেইম, পোস্ট অথবা পোস্ট লিস্ট বেশ কার্যকরী একটি মাধ্যম। তাই এক মাধ্যম নিয়ে বসে না থেকে শেখার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমগুলো যাচাই করুন। বিভিন্ন মাধ্যম অবলম্বন এর মাধ্যমে আপনি আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সক্ষম হবেন।
কীভাবে অল্প সময়ে বেশি ভোকাবুলারি রপ্ত করবেন
৭. শেখার আগ্রহ বৃদ্ধি করুন
আপনি যখন কোন টুলস ব্যবহার করবেন তা শুধু নতুন শব্দ শেখার জন্য ব্যবহার করবেন তা কিন্তু নয়। বরং শেখার পাশাপাশি আপনি তার উচ্চারণ শেখার প্রতিও নজর দিন। কারণ আপনি যখন জোর করে কোন কিছু শেখার চেষ্টা করবেন তা কখনো আপনি রপ্ত করতে পারবেন না। তাই কোন শব্দ রপ্ত করার সাথে সাথে তার সাথে আপনি বাক্য যুক্ত করে দিন। বাক্যের পর অনুচ্ছেদ তৈরি করুন। এভাবে আপনি শেখার আগ্রহ বৃদ্ধি করে নতুন নতুন শব্দ রপ্ত করুন।
৮. প্রয়োজনীয় শব্দের দিকে গুরুত্ব দিন
আপনি যদি আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে চান এবং বিদেশে একটি ফার্মে নিজের ক্যারিয়ার গড়তে চান আপনি অবশ্যই শেক্সপিয়ারের বই থেকে ইংরেজি শিখবেন না। বরং আপনার পেশা, আগ্রহ এবং কর্মের উপর ভিত্তি করে আপনি অধিক পরিমাণে শব্দ আয়ত্ত করার চেষ্টা করুন। এতে আপনি আপনার ভোকাবুলারি স্কিল খুব ভালোভাবেই বৃদ্ধি করতে পারবেন।
৯. শেখার পাশাপাশি মনোযোগ দিন চর্চার দিকে
আপনি নতুন যে শব্দগুলো শিখবেন শুধুমাত্র সে শব্দগুলো চর্চা করবেন না। বরং আপনি পুরনো সে শব্দগুলো শিখেছেন সেগুলো চর্চার দিকেও পরিপূর্ণ নজর দিতে হবে। কারণ শুধুমাত্র চর্চার অভাবেই আপনি ভুলে যেতে পারেন পূর্বের শেখা শব্দগুলোও। তাই যে শব্দই শিখবেন না কেন নিয়মিত চর্চার অভ্যাস গড়ে তুলন।
১০. যখনি সময় পান নিজের সাথে কথা বলুন
যখন আপনি নতুন কোন ভাষা শিখবেন তখন আপনাকে নতুন নতুন শব্দ আয়ত্ত করতে হবে। আর নতুন শব্দ আয়ত্ত করার জন্য আপনাকে সেই ভাষায় সবার আগে নিজের সাথে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এর মাধ্যমে আপনি আপনার সমস্যা বুঝতে পারবেন এবং তা থেকে উত্তরণের জন্য নতুন শব্দগুলো জানার চেষ্টা করুন।
১১. আপনি যে সমস্ত পয়েন্ট মনে রাখবেন তা নোট করুন
আপনার যে শব্দগুলো মনে রাখতে হবে তা নোট করে রাখুন। গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে জানুন এবং তা নোট করার অভ্যাস করুন। এভাবে আপনি প্রতিদিন সে শব্দগুলো অনুশীলনের মাধ্যমে কম সময়ে শেখার দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
১২. নতুন শব্দসমূহ খুঁজে বের করার চেষ্টা করুন
শব্দভাণ্ডারকে শক্তিশালী করতে হলে আপনাকে সবসময় নতুন শব্দ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে ইন্টারনেটে আপনি পেয়ে যাবেন অনলাইন ডিকশনারির সম্ভার। এর মাধ্যমে আপনি খুব সহজে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারবেন এবং সেই সাথে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবেন।
১৩. পড়ার অভ্যাস গড়ে তুলন
কোন ব্যক্তি যখন নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলে তখন সে খুব সহজে প্রতিদিন নতুন নতুন শব্দ রপ্ত করতে পারে। সব সময় নতুন যে শব্দগুলো আপনি শিখবেন সে শব্দগুলো আপনি নোট করে রাখবেন। শব্দগুলোর অর্থ সম্পর্কে জানার মাধ্যমে আপনি নতুন শব্দ রপ্ত করতে পারবেন।
পড়া পড়া পড়া: পড়ার কোন বিকল্প নেই। যে যত বেশি পড়বে সে তত বেশি শিখবে এটাই স্বাভাবিক। কাজেই English Vocabulary বাড়াতে পড়ার কোন বিকল্প নেই। সময় পেলেই পড়তে বসে যান। আসলে এটাই ইংরেজি শেখার সহজ উপায়! বড়জোড় পড়ার মাঝে কিছু নিয়ম ফলো করতে পারেন।
কন্টেন্ট: আসলে আপনি সারাদিন Vocabulary Builder নিয়ে বসে থেকে (পড়ে) যে পরিমাণ শব্দভান্ডার বাড়াতে পারবেন, তার চেয়ে অনেক বেশি শব্দার্থ শিখতে পারবেন যদি আপনি কোন গল্প কিংবা উপন্যাস পড়েন। এত ধৈর্য্য না থাকলে টেক্সট বইয়ের গল্পগুলো পড়তে শুরু করে দিন। ছোট ছোট আছে, আবার আপনার পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে। সেখানে যে সকল নতুন শব্দ দেখবেন তা ভালকরে লক্ষ্য করুন। এবার পুরো বাক্যটা আবার পড়ুন। আপনাকে খুব বেশি কাঠ-খোর পোড়াতে হবে না দ্রুতই ইংরেজি ভোকাবুলারি বাড়াতে পারবেন।
অনুশীলন: বাহ! বেশতো ইংরেজি শব্দ শিখলেন। এবার কি করবেন? অবশ্যই ভুলে যাবেন! উপায়? আছে। ইংরেজি শব্দ যেমন শিখেছেন তেমন ব্যবহার করতে হবে। তাছাড়া সেই আগের অবস্থায় ফিরে যাবেন। তাই বাস্তব ক্ষেত্রে কাজে-কর্মে ব্যবহার করুন আপনার জানা শব্দগুলো। English Vocabulary বাড়বেই।
অল্প সময়ে ভোকাবুলারি শেখার সহজ উপায়
পথ তৈরী করুন: অবাক হবেন নাহ, আমি আপনাকে গাড়ি চলাচলের রাস্তা তৈরী করতে বলছি নাহ! তবে শব্দ চলাচলের রাস্তা তৈরী করুন। একটা ইংরেজি শব্দ শেখার পর ঐ শব্দের উদাহরণ দেখুন। এবার নিজেই কিছু উদাহরণ তৈরী করুন। এর চেয়ে ভাল উপায় আর কি হতে পারে ! একটা শব্দের কাছাকাছি আর কোন শব্দ জানা থাকলে সেটাকে মাথায় একই সাথে রেখে দিন। কাজে লাগবে ।
মনে রাখার কৌশল: শব্দ শেখাতো ভালই লাগে, তাই না? আসলে শব্দ মনে রাখাই কঠিন। তারচেয়ে কঠিন কথা হল, আপনাকে কেউ শব্দ মনে রাখার কৌশল শেখাতে পারবে না। একেকজনের কৌশল একেক রকম। কাজেই বুঝতেই পারছেন আপনার কৌশল আপনাকেই খুঁজে বের করতে হবে। যেমন-আমি একটা খাতা বানিয়েছি, যেখানে আমার শেখা নতুন শব্দগুলো আছে। আবার সেগুলো মনে রাখার জন্য নিজেই কিছু লিখে রেখেছি যেমন-Abate মানে কমানো আমি ওখানে লিখে রেখেছি বেঁটে শব্দের সাথে মিল রেখেছি আবার উচ্চারণের সাথেও ।
অল্প সময়ে ভোকাবুলারি শেখার সহজ উপায় ভিডিও দেখুন…
ফ্ল্যাশ কার্ড: ইংরেজি শিখবেন, আর একটু কষ্ট করবেন না-তাতো হতে পারে নাহ :p। প্রতিদিনের শেখা নতুন শব্দগুলো একটা কাগজে লিখে রাখুন। একপিঠে শব্দ অন্য পিঠে তার অর্থ। এবার এটা মানি – ব্যাগে কিংবা পকেটে রেখে দিন। অবসর পেলেই এক ঝলক দেখে নিন।
ডিকশনারি: ভয় নেই ভয় নেই! ডিকশনারি অনেকেই পড়তে কিংবা মুখস্ত করতে বলে আমি বলব না। জাস্ট যে শব্দ গুলোর মুখোমুখি হচ্ছেন ঐ শব্দগুলো দেখে নিন আলসেমি না করে। আস্তে আস্তে কিন্তু সত্যি আপনার ইংরেজিতে দক্ষতা বাড়তে বাধ্য ।
শব্দ নিয়ে খেলুন: ঐ যে অনেকে খেলে গান নিয়ে! গানের যেখানে শেষ হবে সেখানের শেষ বর্ণ দিয়ে একটা গান বলা লাগবে । আপনি খেলুন এরকম তবে শব্দ নিয়ে যেমন- একটা শব্দ যা দিয়ে শেষ হবে পরের শব্দ তাই দিয়ে শুরু হবে Take থেকে Eat থেকে Turn থেকে Night থেকে…. চলতে থাকুক।
ইংলিশ-ই: ইংলিশ যখন শিখতেই চাচ্ছেন, ভাল করেই শিখুন। কাজেই খবর দেখুন ইংরেজিতে, খবর পড়ুন ইংরেজিতে কর্মক্ষেত্রে ইংলিশ ব্যবহার করুন।
লজ্জ্বা: আহ! এতক্ষনে বুঝি কাজের কথা এল! ‘লজ্জ্বা করে’ এই কথা কত জনই না আমাকে বলল। এই যে এত কিছু করতে আপনার লজ্জ্বা করে। এর চেয়ে কিন্তু লজ্জ্বার ব্যপার ঐ টা, কারো সাথে ইংরেজিতে কথা বলতে না পারা কিংবা ইংরেজি একটা বাক্য গঠন করতে গিয়ে আটকে পরা। তাই লেগে থাকুন। বিজয় আসবেই।