দীর্ঘদিন পর ইলিয়াস কাঞ্চনের মেয়ের বিয়েতে একসঙ্গে অঞ্জনা, রোজিনা ও চম্পা

আশি ও নব্বই দশকে দেশীয় চলচ্চিত্র অঙ্গনকে রানীর মত শাসন করেছেন অঞ্জনা, রোজিনা ও চম্পা। তাদের বিপরীতে বেশিরভাগ ছবিতেই নায়কের ভূমিকায় ছিলেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন এবার তাদের সকলকে পাওয়া গেলো এক ছাদের নিচে। কাঞ্চনের মেয়ে অনির বিয়েতে উপস্থিত ছিলেন তার এই তিন নায়িকা। গত ৪ আগস্ট ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, কাঞ্চনসহ তিন অভিনেত্রীর মধ্যে মাঝে মধ্যে যোগাযোগ হয়। তবে সবাই মিলে এমন একটি অনুষ্ঠান উপভোগ করেছেন অনেকদিন পর।

এ প্রসঙ্গে অভিনেত্রী অঞ্জনা সাংবাদিকদের বলেন, ‘দেখতে দেখতে সময় কি করে চলে যায়! অনেকদিন পর আমরা একসঙ্গে আড্ডা দিলাম। আগে যেমন ছবির শুটিংয়ে খুনসুটি করে মজা করতাম, কালও এমন হলো। পুরনো অনেক স্মৃতি হাতড়ে গল্প করেছি সবাই।’

বিয়ের অনুষ্ঠানটি অায়োজন করা হয় দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠদের জন্য। এখানে তিন অভিনেত্রী ছাড়া বিনোদন অঙ্গনের তেমন কেউ ছিলো না। ঘটনাটি যদিও ২০১৬ সালের।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …