‘ওদের দেখিয়ে দে, আমরাও পারি’

ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই সবসমই রোমাঞ্চকর। ভারতের বিপক্ষে বাংলাদেশ সিনিয়র জাতীয় ফুটবল দলের জয় নেই অনেক বছর ধরে। তবে সে রেকর্ড ভেঙ্গে দিলো অ-২০ সাফে বাংলাদেশের যুবারা্। এই জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভা, যার দুই গোলে ভর করেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের মাটিতে জোড়া গোলে করে ২-১ গোলে হাড়ায় তাদের।

ভারতের বিপক্ষে জোড়া গোলের পর এই গোলদাতা বলেন, ‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। গত ম্যাচে গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে ভালো লাগছে অনেক। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। পরবর্তী ম্যাচে চেষ্টা করব আরও ভালো করার।’

ভারতের সাথে জেতার জন্য সবসমই মুখিয়ে থাকে বাংলাদেশ। পিয়াসের মধ্যেও ছিল সেই তাড়না,’আমার ভাই সবসময়ই বলেন ভারত অনেক বড় রাষ্ট্র, একটা প্রদেশ আমাদের দেশের সমান। ওদের দেখিয়ে দে যে আমরাও পারি। এই কথা সারারাত আমার মাথায় ঘুরেছে। সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমি দেখাব।’

নোভার জোড়া গোলে ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালের দ্বারপ্রান্তে। আগামী শুক্রবার তৃতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে টুর্নামেন্টে শুভসূচনা করে লাল-সবুজের প্রতিনিধিরা।

About admin

Check Also

বিসিবির প্রস্তাব প্রত্যাখান করেন মাহমুদউল্লাহ রিয়াদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির এমন সিদ্ধান্তে কার্যত বিশ ওভারের ক্যারিয়ার …