চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেওয়া ওই নারী বেঁচে আছেন

কুমিল্লায় আত্মহত্যার জন্য দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পরা ওই নারী বেঁচে আছেন। তবে ট্রেনের ধাক্কায় তার বাম পা থেঁতলে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, স্টেশন থেকে একটি ট্রেন যখন চট্টগ্রাম অভিমুখে গতি তোলে, ঠিক তখন বোরকা পরা এক নারী লাইনে দাঁড়িয়ে থাকেন। ট্রেনটি তাকে চাপা দিয়ে চলে যায়।

ভিডিও দেখে অনেকেই ধারণা করেন- ট্রেনে কাটা পড়ে হয়তো ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের নিচে চাপা পড়ার পর ওই নারীর পা থেঁতলে গেছে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, আহত ওই নারীর নাম বেবি বেগম। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, আমরা আহত অবস্থায় ওই নারীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। এখন তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় তার বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত জানা যাবে না।

About admin

Check Also

সজিবকে তালাক দিয়ে মামুনকে বিয়ে করবো, বললেন গৃহবধূ

স্বামীর ফুপাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে বিয়ের দাবিতে প্রেমিকের বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন এক …