জন্মঃ জয়া আহসান (বা জয়া মাসউদ) , (জন্মঃ ১লা জুলাই, ১৯৮৩) এক জন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী । মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। তিনি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
তার অভিনীত প্রথম চলচ্চিত্র ব্যাচেলর (২০০৪)। তিনি নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে এবং রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী (২০১৫) ও অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
জয়া আহসান প্রাথমিক জীবন: জয়া আহসান জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায়। তার বাবা মুক্তিযোদ্ধা এ এস মাসউদ এবং মা রেহানা মাসউদ ছিলেন একজন শিক্ষিকা। তারা দুই বোন এক ভাই। অভিনয় শুরুর আগে জয়া নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি তিনি ছবি আঁকা শিখেছিলেন। তিনি একটি সংগীত স্কুলও পরিচালনা করেন। তিনি বাংলাদেশের মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সহধর্মিনী ছিলেন। ১৪ মে ১৯৯৮ সালে তাঁরা বিয়ে করেন। তবে ২০১১ সালে ফয়সালের সঙ্গে জয়া বিবাহ-বিচ্ছেদ হয়। অভিনয়ের পাশাপাশি, বাংলাদেশে জয়ার একটি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে, নাম ‘C-তে সিনেমা’। ২০১৮ সালে জয়ার প্রযোজনা সংস্থার তরফে প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পায়।
বয়স কত হলো জয়া আহসানের?: জয়া আহসান, প্রথম বাংলাদেশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর আজ জন্মদিন। অনেকের মনে এখন প্রশ্ন জয়া আহসানের বয়স কত? জয়ার জন্ম ১৯৭২ সালের এই দিনে। এখন হয়তো অনেকেই বয়সের উত্তরটা পেয়ে যাবেন, জয়ার বয়স কত?
জয়ার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে। দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না। ৪৭ বছরে পা রাখতে যাওয়া এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয়দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়।
এদিকে জন্মদিনেও শিডিউল ফাঁকা নেই তার। কলকাতায় রয়েছেন একটি ছবির শুটিংয়ে। বিশেষ দিনটি নিয়ে তেমন কোন আয়োজন নেই বলে জানালেন জয়া। তবে আয়োজন না থাকলেও দুই বাংলা জনপ্রিয় এ অভিনেত্রীর বিশেষ দিনটিতে একেবারেই সাদামাটা যাবে না সেটা নিশ্চিত।
তবে জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন জয়া আহসান। ‘শুটিং থাকায় কলকাতায় আসতে হয়েছে। তাই বিগত বছরের মতো এবারও কলকাতাতেই জন্মদিন পালন করতে হচ্ছে। তবে সবার কাছে দোয়া চাই যেনো সুস্থ থেকে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি।’ বলেন ‘গেরিলা’র এ অভিনেত্রী। ২০১১ সালে জয়া নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’য় অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর রেদওয়ান রনির ‘চোরাবালি’ ও অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’ সিনেমাতে অভিনয়ের জন্য একই সম্মাননায় ভূষিত হন।