জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(NCCRFHD Job Circular 2024): জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার ০৩ মার্চ ২০২৪খ্রিঃ তারিখের স্মারক নং-স্বাপকম/প্রশা-১/এডি/১ সি-০৭/২০১১-৫২৫ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক “জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র” শেরে বাংলা নগর, ঢাকা এর নিম্নলিখিত রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) ভূক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র |
ওয়েবসাইট | http://www.nccrfhd.org/ |
পদ সংখ্যা | ০২ টি |
খালি পদ | ০৩ টি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচ.এস.সি/স্নাতক |
আবেদনের প্রক্রিয়া | nccrfhd.teletalk.com.bd |
আবেদনের শুরু তারিখ | ১০ জুন, ২০২৪ |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন, ২০২৪ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ ২০২৪
জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ ২০২৪ঃ জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদ পূরণের লক্ষ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে। আজ আবার নতুন জব সার্কুলার প্রকাশ করেছে। জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র ০২টি পদে মোট ০৩ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
- আবেদন শুরুর তারিখ: ১০ জুন, ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ সময়: ৩০ জুন, ২০২৪ বিকাল ০৫:০০ টা।
আবেদনের নিয়ম: অনলাইন (online) http://nccrfhd.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….
আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ–
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
আগ্রহী প্রার্থীগণ http://neorfhd.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online-এ আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্যক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালন হবে। আবেদনকারীর বয়স ০১/০৬/২০২৪খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪)-এর ক্ষেত্রে ও সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর এবং ড্রাইভার (গ্রেড-১৫)-এর ক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ বৎসর হতে হবে।
NCCRFHD Job Circular 2024
তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্র (NOC)-এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক জ্বলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগা বিবেচিত হবেন না।
জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি
এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য পরিচালক, “জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র” শেরে বাংলা নগর, ঢাকা এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে (http://nccrfhd.org.gov.bd) জানা যাবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উর্ত্তীণ হতে হবে।
কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীল মোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নেবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।