যে ১৩ টি কথা সবার জানা জরুরী! সবার জন্য খুবই জ’রুরী এই পোস্টটা

এই ১৩ টি কথা সবার জানা জরুরী – ১. আপনার শিশুকে কারো কো’লে বসতে দিবেন না। এমনকি তার চাচা,মামা,খালু,ফুফার কো’লেও না। ২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্যকরে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালা’উ করবেন না। ৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে,

কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি ব’য়সি বাচ্চাদের মধ্যে অ্যা’বিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে। ৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে
কোথাও যেতে আপনার শিশুকে জোরা’জুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত ব’য়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা। ৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নি’র্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ।

তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুন। ৭. ব’য়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌ’মূ’ল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে। ৮. কো
ন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন। ৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যা’রেন্টাল ক’ন্ট্রোল অপ’শন অ্যা’ক্টিভেট করে রেখেছেন

কে’বল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়’শই ভিজিট করে। ১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গো’পন স্থা’নসমূহ
কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান।

সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্প’র্শ করতে না পারে- নিষি’দ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বি’গিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)। ১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা

ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যারা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে। ১২. আপনার শিশুকে ভি’ড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূ’ল্যবোধ শেখান। ১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভি’যোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না। মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দু’দিন বাদে, যে কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়…আপনার সচেতনতা আপনার পরিবারের নিরা’পত্তা।

About admin

Check Also

২০০ একর জমির মালিকানা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা …