সেই জার্মান বউয়ের বিয়েতে ৫ লিটার সয়াবিন তেল উপহার

বরিশালের ছে’লে রাকিব আহসান শুভর সঙ্গে জামা’র্নিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় আলিসার। তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তাই দেশের মাটিতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান।

জার্মান নাগ‌রিক আলিসা ও ব‌রিশা‌লের ছে‌লে রা‌কিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠা‌নে পাঁচ লিটার সয়া‌বিন তেল উপহার দি‌য়ে‌ছেন এক অ‌তি‌থি।

শুক্রবার এ অনুষ্ঠা‌নে তিন হাজার নিম‌ন্ত্রিত অ’তিথির ম‌ধ্যে পার‌ভেজ রা‌সেল নামে এক ব্যক্তির ব‌্যতিক্রমী এ উপহার নি‌য়ে সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে আলোচনার।

বরিশাল সদর উপ‌জে’লার চরবা‌ড়িয়ার উলাল বাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইস’লামের বাড়িতে বৌভাত অনুষ্ঠান হয়।

উপহারের বিষয়ে অ’তিথি পার‌ভেজ রা‌সেল ব‌লেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে আ’লোচিত ঘটনা সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি কিংবা তেল সংকট। এসব কারণসহ বিদেশি মেয়ের সঙ্গে দেশি ছে’লের বিয়েতে বাড়তি আনন্দ দিতেই এ ধরনের উপহার দেওয়া।

About admin

Check Also

২০০ একর জমির মালিকানা বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা …