জীববিজ্ঞান সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে?
উত্তরঃ– প্যাথজেনিক।
প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তরঃ– স্নায়ুতন্ত্রের।
প্রশ্ন: ইনফেকশন কী?
উত্তরঃ– সংক্রমন।
প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তর: একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা প্রায় 6 লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি পর্যন্ত হতে পারে।
প্রশ্ন: অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কি কি?
উত্তর: দুই প্রকার, দেহ কোষ এবং জনন কোষ।
প্রশ্ন: জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্নি কোনটি?
উত্তরঃ– গামা রশ্মি।
প্রশ্ন: শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে দরকার কী কী?
উত্তরঃ- স্বীকৃতি, স্নেহ এবং সাফল্য।
প্রশ্ন: কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তরঃ– ট্রিপসিন।
প্রশ্ন: শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে?
উত্তরঃ– টায়ালিন।
প্রশ্ন: কিসের কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়?
উত্তর: ক্রোমোপ্লাস্ট এর কারণে উদ্ভিদের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়।
প্রশ্ন: জীববিজ্ঞান মানে কি?
উত্তরঃ– জীববিজ্ঞান (Biology) বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাসবিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত।
প্রশ্ন: জীববিজ্ঞান এর জনক কে?
উত্তরঃ– এরিস্টটল।
প্রশ্ন: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে কে?
উত্তর: উদ্ভিদের মাটির নিচের কান্ডে খাদ্য সঞ্চয় করে লিউকোপ্লাস্ট।
প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে?
উত্তরঃ– প্লীহাতে।
জীববিজ্ঞান সাধারণ জ্ঞান
প্রশ্ন: অগ্নাশয় নিঃসৃত রসকে কী বলে?
উত্তরঃ– ট্রিপসিন।
প্রশ্ন: নিউমোনিয়া কি জনিত রোগ?
উত্তরঃ– ব্যকটেরিয়া
প্রশ্ন: স্নায়ুতন্ত্রের একক কী?
উত্তরঃ– নিউরন।
প্রশ্ন: ভাইরাস জনিত রোগ কোনটি?
উত্তরঃ– জন্ডিস, এইডস ও চোখ ওঠা ইত্যাদি।
প্রশ্ন: কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়?
উত্তরঃ– এডিস এজিপটাই।
প্রশ্ন: প্রাণি জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তরঃ– জেনেটিক/ বংশগতি বিদ্যা/ জীনতত্ত্ব।
প্রশ্ন: একটি মাত্র কোষ দিয়ে জীবের জীবন শুরু হয় কেন?
উত্তরঃ– সকল জীবের আদিপুরুষ এককোষী ছিল বলে।
প্রশ্ন: প্রাণিজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তর : ইভোলিউশন।
প্রশ্ন: প্রশ্ন : জেনেটিক্স বা বংশগতির জনক কে?
উত্তর : মেন্ডেল।
প্রশ্ন: টিউমার বা ক্যান্সারের কোষগুলো কী রকম?
উত্তরঃ– অস্বাভাবিক।
প্রশ্ন: ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
উত্তরঃ– ওয়াটসন ও ক্রিক।
প্রশ্ন: ডিএনএ কী?
উত্তরঃ– একটি নিউক্লিক এসিড।
প্রশ্ন: ডিএনএ প্রথম উপস্থাপন করেন কে?
উত্তরঃ– ফ্রেডরিক মাসচার।
প্রশ্ন: ক্লোরোফিল কাকে বলে?
উত্তর: উদ্ভিদের ক্লোরোপ্লাস্টিডে অবস্থিত সবুজ রঙের রঞ্জক পদার্থ হলো ক্লোরোফিল।
প্রশ্ন: ক্লোরোফিল তৈরীর জন্য প্রয়োজনীয় উপাদান কি কি?
উত্তর: ম্যাগনেসিয়াম এবং লৌহ।
প্রশ্ন: সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন?
উত্তর: ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে।
প্রশ্ন: হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?
উত্তরঃ– আমিষ।
প্রশ্ন: আবরণী টিস্যু কত প্রকারের?
উত্তরঃ– ৩ প্রকারের।
প্রশ্ন: হৃদপিন্ডে কোন ধরণের পেশি দ্বারা গঠিত?
উত্তরঃ– বিশেষ ধরণের অনৈচ্ছিক টিস্যু দ্বারা।
প্রশ্ন: ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরনের উৎস কোনটি?
উত্তরঃ– আইসোটোপ।
প্রশ্ন: Photosynthesis অর্থ কী?
উত্তরঃ– সালোক সংশ্লেষণ।
জীববিজ্ঞান সাধারণ
প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমের গঠন একই রকম এর ধারনা কে দেন?
উত্তর: ফন্টনা।
প্রশ্ন: ‘ক্রোমোজোম নৃত্য’ কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়?
উত্তরঃ– অ্যানাফেজ।
প্রশ্ন: নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
উত্তরঃ– মিয়োসিস।
প্রশ্ন: যেসব ফুল পতঙ্গপরাগী এবং রাতে ফোটে; সেসব ফুলে কোনটি থাকে?
উত্তর : তীব্র গন্ধ এবং সাদা পাপড়ি।
প্রশ্ন: নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
উত্তরঃ– অ্যামাইটোসিস।
প্রশ্ন: সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে কোন বিভাজন ঘটে?
উত্তরঃ– মিয়োসিস।
প্রশ্ন: ক্ষত স্থান পূরণ হয় কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে?
উত্তরঃ– মিয়োসিস।
প্রশ্ন: কোন অঙ্গাণুটির সংখ্যা দ্বিগুণ হতে থাকলে বংশধরদের মধ্যে আমূল পরিবর্তন ঘটবে?
উত্তরঃ– ক্রোমোজোম।
প্রশ্ন: সবুজ ফল পাকলে রঙিন হয় কেন?
উত্তর: জ্যান্থোফিল এর কারণে।
প্রশ্ন: ফলের রং হলুদ হয় কি বেশি হলে?
উত্তর: জ্যান্থোফিল বেশি হলে।
প্রশ্ন: ফুলের পাপড়িতে বিভিন্ন বর্ণের জন্য কে দায়ী?
উত্তর: ক্লোরোপ্লাস্ট।
সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
উত্তরঃ– অ্যামাইটোসিস।
প্রশ্ন: বটগাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়?
উত্তরঃ– ফুলের গর্ভাশয়ে।
প্রশ্ন: যখন দুটি কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?
উত্তরঃ– ডিপ্লয়েড।
প্রশ্ন: অস্টিওলজি অর্থ কী?
উত্তর : হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
প্রশ্ন: অনিয়ন্ত্রিত মাইটোসিস কী সৃষ্টি করে?
উত্তরঃ– ক্যান্সার।
প্রশ্ন: জনন কোষের বিভাজনের ফলে কী উৎপন্ন হয়?
উত্তরঃ– গ্যামেট।
প্রশ্ন: হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উত্তর : এস সি এফ হ্যানিমেন।
প্রশ্ন: আলেকজান্ডার ফ্লেমিং কে ছিলেন?
উত্তর : বিজ্ঞানী।
প্রশ্ন: ডুমুরের পুংরেণুর সাথে স্ত্রীরেণুর সংযোগ স্থাপনের মাধ্যমে কী হয়?
উত্তর : কাল পিঁপড়া।
প্রশ্ন: আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর : সিগমন্ড ফ্রয়েড।
প্রশ্ন: ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে?
উত্তর : লিউয়েন হুক।
প্রশ্ন: পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন: কোনটির টিউমার বা ক্যান্সার নির্ণয়ের জন্য বায়োপসি করা হয়?
উত্তরঃ– কোষের বাহ্যিক গঠনের।
প্রশ্ন: কোনটি বহুকোষী জীব?
উত্তরঃ– বটগাছ।