তাকিয়ে থাকলেই ঘুরবে মাথা! বলুন তো ছবিতে আসল চোখ-কান-ঠোঁট কোনগুলো?

অপটিক্যাল ইলিউশন নিয়ে নানান খেলা সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং। মানুষ এই ধরনের ছবি দেখে শুধু আনন্দই পান না, এই জাতীয় ছবি মানুষের ভেতরে লুকিয়ে থাকা নানা দিককে সহজে চিনতে সাহায্য করে। অপটিক্যাল ইলিউশন দিয়ে যখন কোনো শিল্প গড়ে ওঠে তখন তার ফলাফল দাঁড়ায় অসাধারণ। শিল্প এবং অপটিক্যাল ইলিউশনের এমনই একটি মিশ্রণ ইন্টারনেটে ঝড় তুলেছে।

ভ্যাঙ্কুভারের মেকআপ শিল্পী, মিমি চোই নিজের মুখে এক উদ্ভট অপটিক্যাল ইলিউশন তৈরি করেছেন, যা দেখে হতবাক নেটিজেনরা। শিল্পী হিসেবে নিজের মুখকে ক্যানভাস রূপে ব্যবহার করার জন্য সুপরিচিত মিমি। তবে তার মেকআপের এই সৃজনশীল বিভ্রম সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

এই অপটিক্যাল ইলিউশনে তার মুখে আঁকা একাধিক চোখ, ঠোঁট, কান এবং নাক। বলুন দেখি, সত্যিকারের চোখ, নাক এবং ঠোঁট আসলে কোনগুলি? বলতে পারছেন না? চিন্তার কিছু নাই, ছবিটি হাজার হাজার মানুষকে এমনই স্তম্ভিত করেছে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে মিমি চোই লিখেছেন, এটা মেকআপ। বিশ্বাস করুন আমারই মাথা ঘুরে গেছে। ২০১৫-২০১৬ সালে আমার করা পুরনো অপটিক্যাল ইলিউশনগুলো আবার তৈরি করতে চেয়েছিলাম এটা দেখতে যে, আমার কাজের কতটা বিবর্তন হয়েছে।

আরেকটি মিমির ইনস্টাগ্রাম পোস্ট দেখে মনে হবে ঠোঁটের ওপর লিপস্টিক লাগাচ্ছেন মিমি। আসলে ঠোঁট নয়, মিমির বন্ধ চোখের পাতা। মিমি চোইয়ের বেশিরভাগ মাস্টারপিসই রাতের ঘুম কেড়ে নেবে। অপটিক্যাল ইলিউশনকে শিল্পে রূপান্তর করতে তার স্বতন্ত্র শৈল্পিক দক্ষতা ব্যবহার করেন মিমি।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …