ADVERTISING

নতুন প্রেমিকের সঙ্গে দুবাই সফরে শ্রাবন্তী

ADVERTISING

ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার প্রেমিককে সঙ্গে নিয়ে দুবাই গেছেন। জানা যায়, তার নতুন প্রেমিক অভিরূপ নাগচৌধুরী। সোশ্যাল মিডিয়া জুড়েই শুধুই তার দুবাই সফরের ছবি। তবে সেখানে কেন গেছেন তা জানা যায়নি। শ্রাবন্তীর সঙ্গে যে তার প্রেমিক অভিরূপ নাগ দুবাইয়ে রয়েছেন- এটা নিশ্চিত করেছেন বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম।

ADVERTISING

গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। বাইপাসের ধারের একই বহুতল আবাসনে থাকেন তারা। শুধু শ্রাবন্তী-অভিরূপই নন, দু’জনের পরিবারের সদস্যরাও কাছাকাছি এসেছেন। সম্প্রতি অভিরূপের পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে, তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদের মামলা এখনও চলছে। অভিনেত্রী খোরপোশ দাবি করেছেন রোশনের কাছ থেকে। এদিকে রোশনের বক্তব্য, তিনি বিবাহবিচ্ছেদ চান না শ্রাবন্তীর সঙ্গে। এই বিচ্ছেদপর্বের সময়েই অভিরূপ-শ্রাবন্তী কাছাকাছি আসেন।

ADVERTISING

About admin

Check Also

আর দেখা যাবে না ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

ADVERTISING দেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এটির নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির জনপ্রিয়তা এতটাই …