নামাজে মা, ছেলের দায়ের কোপে আলাদা হয়ে গেল মাথা

ময়মনসিংহে নামাজরত অবস্থায় ছেলের দায়ের কোপে মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দায়ের কোপে তার মাথা আলাদা হয়ে যায়। এ ঘটনায় তার ছেলে ঘাতক জাকির হোসেনকে (২৯) গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্যবাড়েরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে। নামাজ পড়ার কারণে তার মা সাড়া দিতে পারেননি।

এতে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে ওই অবস্থাতেই তার মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয় জাকির। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনা।

তিনি জানান, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযুক্ত ছেলে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদলের দায়ের করা মামলায় জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

About admin

Check Also

ঢাকা কলেজের সামনে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

ঢাকা কলেজের সামনে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

ঢাকা কলেজের সামনে থেকে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। …