নেমেছে পানি, ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়ে সিলেট রেল স্টেশন থেকে পানি নামায় ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ফলে এখন থেকে ট্রেন চলবে সিলেট রেলওয়ে স্টেশন পর্যন্ত। রোববার (১৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। আজ রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সিলেট রেলওয়ে স্টেশনে পানি উঠে যায়। যার ফলে সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার সকাল সোয়া সাতটায় কালনী ও বেলা সোয়া ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সিলেট স্টেশন থেকে। এরপর থেকে আর কোনো ট্রেন চলাচল হয়নি।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট। জেলা প্রশাসনের হিসাবে জেলার এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। পানি ঢুকে পড়েছে সবগুলো উপজেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা কমপ্লেক্সও।

About admin

Check Also

দুই মাসেই দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ : বাহাউদ্দিন নাছিম

বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম …