বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করেছে। এতে প্রায় ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকেলে এ ফল প্রকাশ করে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএ চেয়াম্যান মো. সাইফুল্লাহিল আজম বলেন, কিছুক্ষণের মধ্যেই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো শুরু হবে। পর্যায়ক্রমে সবাই এসএমএস পাবেন বলে তিনি জানান।
এ ছাড়া প্রার্থীরা চাইলে এই লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।