পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রত্যেকেরই রাখা উচিত। বিশেষ করে– যারা বর্তমানে বিসিএস পরীক্ষা দেবেন বা অন্যান্য চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন। কেননা পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান মূলক প্রশ্ন হরহামেশাই করা হয়ে থাকে ভাইভাতে। আবার কখনো কখনো লিখিত পরীক্ষাতেও পদ্মা সেতু  সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন এসে থাকে। তাই আপনি সরকারি বেসরকারি যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবার পূর্বে অবশ্যই পদ্মা সেতু অর্থাৎ পদ্মা ব্রিজ সম্পর্কিত সকল প্রশ্ন ও তার উত্তর জেনে রাখুন।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

আর সেটা জানতে পড়ে ফেলুন আমাদের আজকের এই নিবন্ধনটি। কেননা আজকের আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে– পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর জানাবো। এক কথায়, পদ্মা সেতু সম্পর্কে এ টু জেড তুলে ধরব আজকের এই আর্টিকেলে। তো বন্ধুরা, তাহলে আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বিস্তারিত।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান যদি আপনি রাখতে চান তাহলে পদ্মা সেতু নির্মাণ পরিকল্পনা থেকে শুরু করে তা উদ্বোধন করার পর্যন্ত সকল বিষয়ে অবগত হতে হবে। কেননা সাধারণত ভাইভা পরীক্ষায় পদ্মা সেতু নিয়ে আপনাকে প্রশ্ন করলে এমন ছোটখাটো প্রশ্নই করবে যেগুলো পদ্মা সেতুর সাথে জড়িত। সে প্রশ্ন এমন হতে পারে,

যেমন:-

  1. পদ্মা সেতু প্রকল্পটি কবে কত তারিখে শুরু হয়?
  2. পদ্মা সেতু কে উদ্বোধন করে?
  3. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত এবং এটি কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
  4. পদ্মা সেতু নির্মাণে কত পরিমাণ টাকা খরচ হয়েছে?
  5. স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের কততম সেতু? ইত্যাদি ইত্যাদ।

আর আমরা আর্টিকেলের এ পর্যায়ে মূলত পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক সেই সকল প্রশ্ন ও তার উত্তর তুলে ধরব। তাই এ সম্পর্কে সকল বিষয় জানতে এবং চাকরির ভাইভা অথবা লিখিত পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তর দিতে নিচের চার্টটি মনোযোগ সহকারে পড়ুন।

আশা করি এক নজরে পদ্মা সেতুর এ টু জেড জানতে পারবেন আপনি।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ১০০টি

    পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নপদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান
১. পদ্মা সেতুর পুরো নাম কি?পদ্মা সেতুর পুরো নাম পদ্মা বহুমুখী সেতু।
২. পদ্মা সেতুর উদ্বোধন তারিখ কত?পদ্মা সেতুর উদ্বোধন তারিখ ২৫-শে জুন ২০২২
৩. পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠাতা কে?.পদ্মা সেতুর নির্মাণ ভিত্তিক প্রস্তর স্থাপনা প্রতিষ্ঠাতা শেখ হাসিনা।
৪. পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠানের নাম কি?পদ্মা সেতুর নির্মাণ প্রতিষ্ঠানের নাম চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
৫. পদ্মা সেতুর উদ্বোধন করেন কে?পদ্মা সেতুর উদ্বোধন করেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৬. কত সালে পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়?২০০১ সালের ৪ঠা জুলাই পদ্মা সেতুর নির্মাণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। আর এই স্থাপনাটি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
৭. পদ্মা সেতুর নকশা প্রণয়নকারী কে?পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকান মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম।
৮. পদ্মা সেতুর নির্মাণ খরচ কত?পদ্মা সেতুর নির্মাণ খরচ ৩০ হাজার কোটি টাকা
৯. পদ্মা সেতু কতটুকু জমি অধিগ্রহণ করেছে?প্রায় ৯১৮ হেক্টর জমি
১০. পদ্মা সেতুর মোট কতটি পিলার রয়েছে?পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২ টি
১১. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?৬.১৫ কিলোমিটার (২০,১৮০ ফুট)
১২. পদ্মা সেতুর প্রস্থ কত?১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)।
১৩. পদ্মা সেতুর মেয়াদ কত বছর?স্বপ্নের পদ্মা সেতুর মেয়াদ প্রায় ১০০ বছর
১৪. পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা কত?পদ্মা সেতুর ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ (রিখটার স্কেলে)
১৫. পদ্মা সেতুর দেখাশোনার দায়িত্ব পালন করছে কে?পদ্মা সেতুর দেখাশোনার দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী.
১৬. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করছে কোন কর্তৃপক্ষ?.স্বপ্নের পদ্মা সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ.
১৭. পদ্মা সেতুর সংযোগ সড়কের দূরত্ব কত কিলোমিটার?সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার
১৮. পদ্মা সেতুর সংযোগ সড়ক কোনটি ও কি কি?পদ্মা সেতুর সংযোগ সড়ক দুটি যথা জাজিরা ও মাওয়া প্রান্ত
১৯. পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়?পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ শে নভেম্বর.
২০. পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শেষ হয়?পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালের ২৩ শে জুন.
২১. পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা কত?পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা ৪২ টি.
২২. পদ্মা সেতুর মোট স্প্যান  সংখ্যা কতপদ্মা সেতুর মোট স্প্যান সংখ্যা হচ্ছে ৪১.
২৩. পদ্মা সেতুর ভায়াডাক্ত পিলার সংখ্যা কত?পদ্মা সেতুর ভায়াডাকট পিলার সংখ্যা মোট ৮১ টি.
২৪. পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে কত যানবাহন চলাচল করতে পারে?প্রত্যেকদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করতে পারে পদ্মা সেতুতে
২৫. পদ্মা সেতুর নিকটতম সেনানিবাস কোনটি?পদ্মা সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস.
২৬. দক্ষিণ পশ্চিমাঞ্চলের কতটি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত করে পদ্মা সেতু?প্রায় ২৯ টি জেলার সঙ্গে পদ্মা সেতু সংযোগ ত্বরান্বিত করে.
২৭. পদ্মা সেতুর প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ওজন কত?.প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
২৮. পদ্মা সেতুর স্থানাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
২৯. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ও গভীরতা কত ফুট?পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
৩০. পদ্মা সেতুর ওপরে এবং নিচে কি রয়েছে?.পদ্মা সেতুর ওপরের চারতলায় রয়েছে লেনের সড়ক এবং নিচতলায় রয়েছে রেল লাইন.
৩১. পদ্মা সেতুর দুই পাড়ে নদীর শাসন কত কিলোমিটার?দুই পাড়ে নদীর শাসন মোট ১২ কিলোমিটার
৩২. পদ্মা সেতুর ফলে কোন কোন জেলার সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে পদ্মা সেতু নির্মাণের ফলে মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে।
৩৩. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা হল ২৬৪টি।
৩৪.  পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?প্রতি পিলারের জন্য পাইলিং রয়েছে ৬ টি করে। তবে ১২ টি পিলারের জন্য ৭ টি করে রয়েছে।
৩৫. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?পদ্মা সেতুর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট
৩৬. মাটির কত মিটার গভীর গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে?মাটির ১২০-১২৭ মিটার গভীর গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে।
৩৭. পদ্মা সেতুর অবস্থান কোথায়?পদ্মা সেতুর অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে. 
৩৮. পদ্মা সেতু প্রকল্পের নাম কী?পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩৯. পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট?পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট।
৪০. পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম কি?পদ্মা সেতুতে কর্মরত একমাত্র বাঙ্গালী নারী প্রকৌশলীর নাম ‘ইশরাত জাহান ইশি’।
৪১. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায়?পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।
৪২. পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৪৩. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
৪৪. পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?প্রায় ৪ হাজার।
৪৫. স্বপ্নের পদ্মা সেতু ইংরেজিতে অনুবাদ করলে কী হবে?A dream named Padma bridge.Padma bridge of our dream.Padma bridge, a dream come true.A dream transforms into reality– Padma bridge.
৪৬. পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন?পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দেন এবং তার বহরে থাকা অন্যান্য গাড়ির জন্য মোট ১৬,৪০০ টাকা টোল দেন।
৪৭. পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার কে?পদ্মা সেতু পার হওয়া প্রথম নারী বাইকার হলেন ‘রুবায়াত রুবা’।
৪৮. পদ্মা সেতুতে প্রথম টোল দেয় কে?পদ্মা সেতুতে প্রথম টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪৯. পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হয় কবে?পদ্মা সেতুতে রেল চলাচল শুরু হয় ২০২৩ সালের জুন মাসে. 
৫০. পদ্মা সেতুর নকশা করে কোন প্রতিষ্ঠান?পদ্মা সেতুর নকশা করে ‘এইসিওএম’।
৫১. পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে?পদ্মা সেতু  ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।
৫২. পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয়?পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।
৫৩. পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়?পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।
৫৪.পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে?পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
৫৫. পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে?পদ্মা সেতু  ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।
৫৬. পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায়?পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।
৫৭. পদ্মা সেতুতে কত সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে?পদ্মা সেতুতে ভূমিকম্প সহনীয় বিশেষ ধরনের ৯৬ সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে, এর নাম ডাবল কারভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং’।
৫৮. পদ্মা সেতু নির্মাণ করতে কত টন স্টিল ব্যবহার করা হয়েছে?পদ্মা সেতু নির্মাণ করতে প্রায় ২ লক্ষ ৮৯ হাজার টন স্টিলের প্লট ব্যবহার করা হয়েছে।
৫৯. পদ্মা সেতু প্রকল্পে কত টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে?পদ্মা সেতু প্রকল্পে প্রায় ৭ লক্ষ টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে।
৬০. পদ্মা সেতু প্রকল্পে কত টন রড ব্যবহৃত হয়েছে?পদ্মা সেতু প্রকল্পে ১ লক্ষ ৮ হাজার টন রড ব্যবহৃত হয়েছে।
৬১. পদ্মা সেতুতে কয়টি ল্যাম্পপোস্ট আছে?পদ্মা সেতুতে মোট ৪২৫ টি ল্যাম্পপোস্ট আছে।
৬২. পদ্মা সেতুর নদীশাসনে কতগুলো জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে?পদ্মা সেতুর নদীশাসনে প্রায় ২ কোটি ১৭ লক্ষ জিও ব্যাগ‌ ব্যবহৃত হয়েছে।
৬৩. পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় কবে?২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়।
৬৪. পদ্মা সেতু নির্মাণ করতে কতদিন লেগেছে?পদ্মা সেতু নির্মাণ করতে ২ হাজার ৭৬৮ দিন সময় লেগেছে।
৬৫. পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশে?বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে।
৬৬. পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিত করে কখন?২০১১ সালের ১০ অক্টোবরে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংক।
৬৭. পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য ২০০৯ সালের ২৮ এপ্রিল বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে।
৬৮. পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?২০০৫ সালে জাপানিদের সহায়তায় পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয।
৬৯. পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় কবে?পদ্মা সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় ১৯৯৯ সালে।
৭০.পদ্মা সেতুর কারণে প্রতিবছর কত শতাংশ জিডিপি বাড়বে? পদ্মা সেতুর কারণে প্রতিবছর ১.২ শতাংশ জিডিপি বাড়বে।
৭১. পদ্মা সেতুর ধরন কেমন?পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।
৭২. পদ্মা সেতু কয়টি জেলাকে যুক্ত করেছে?পদ্মা সেতু দক্ষিণের ২১ টি জেলাকে যুক্ত করেছে।
৭৩. পদ্মা সেতুর প্রথম স্প্যান কোথায় বসানো হয়?পদ্মা সেতুর প্রথম স্প্যান ৩৭ ও ৩৮ নম্বর খুটির পিলারের উপর বসানো হয়।
৭৪. প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর টোলের ট্রানজেকশন নাম্বার কতো?ট্রানজেকশন নাম্বার – 0.0001
৭৫. পদ্মা সেতুর ৪১‌টি স্প্যান বসাতে কতদিন সময় লাগে?পদ্মা সেতুর ৪১ টি স্প্যান বসাতে তিন বছর দুই মাস দশ দিন সময় লাগে।
৭৬. পদ্মা সেতুর টোল কত? পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু বিভাগ কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নিম্নরূপঃমোটরসাইকেল ১০০ টাকা। কার ও জিপের জন্য ৭৫০ টাকা আর পিকআপের জন্য ১২০০ টাকা দিতে হবে। মাইক্রোবাসে লাগবে ১৩০০ টাকা। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) ১৬০০ টাকা, মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) ২১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) ২৮০০ টাকা, ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা এবং ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) পার হতে ৬০০০ টাকা টোল দিতে হবে। আর হ্যাঁ, পায়ে হেটে পদ্মা সেতু পার হওয়া যাবে না।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান Mcq

পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞান হিসেবে পরীক্ষার মূলত mcq অর্থাৎ বহুনির্বাচনী আকারে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। আর আপনি যদি ইতোমধ্যে আমাদের উল্লেখিত ইনফরমেশন গুলো ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান mcq সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আপনি।

About admin

Check Also

বিখ্যাত ব্যাক্তিদের কিছু উক্তি – একবার হলেও আপনার পড়া উচিত

আজ আপনাদের জন্যে নিয়ে এলাম বিখ্যাত ব্যাক্তিদের কিছু উক্তি। উক্তিগুলো একবার হলেও পড়া উচিত আপনার। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *