অর্ধেকটাও মুখে ঢুকাতে পারে না পরিমনি

প্রথমে আট’ক, তারপর গ্রে’ফতার। এখন তিনি কারা’গারে। কী ‘হতে চলেছে ঢাকাই চিত্রনায়িকা পরীমনির ভবি’ষ্যৎ? এ নিয়েই এখন সরগরম পুরো দেশ। তবে সেই আলোচনা এখন থাক। গ্রে’ফতারের পর এই নায়িকার বেশ কয়েকটি ছবি আলোচনায়, সেগু’লো নিয়েই কথা বলা যাক!

সিনেমা’র পর্দায় তার দু’ষ্টু-মি’ষ্টি হাবভাবের প্রেমে পড়েছেন অনেকেই। তবে শুধু অ’ভিনয় নয়, বাস্তব জীবনেও তিনি একইরকম দু’ষ্টি-মি’ষ্টি। গ্রে’ফতারের আগেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন অ’ভিনেত্রী। প্রায়ই নিজের ব্যক্তিগত জীবনের ছবি শেয়ার করে নেটিজেনদের রাতের ঘু’ম উড়িয়ে দেন তিনি। তবে তার কিছু ছবি নিয়ে হঠাৎই আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন : কোন মেয়েকে পটাতে হলে জিজ্ঞাসা করুন এই কথাগু’লি। প্রত্যেক মে’য়েই বিয়ের পর শুরু করতে চায় এক নতুন অধ্যায়। কারণ সব মে’য়ের মনেই বিয়ে জুরে থাকে অনেক স্বপ্ন, আশা ও আকাঙ্কা। এটা আলাদা ব্যাপার যে সে যেটা চায় সেটা সবসময় পেয়ে ওঠা হয় না। বিয়ের পর ঝুট ঝ্যামেলা তো লেগেই থাকে। ঝ’গড়া, অশান্তি সব সংসারেই চলে।

সব কিছু নিয়েই চলতে হয় একটি মে’য়েকে। তার ও’পর যদি তার স্বামি তাকে সেইরকম সময় না দেয় তাহলে তো হয়েই গেলো। এইরকম সময় একটি মে’য়ের নিজেকে খুবই একা মনে হয়। তার মনে হয় যে এই পৃথিবীতে তার থেকে দুর্ভাগ্যবতী ম’হিলা আর কেউ নেই।

বিভিন্ন প্রশ্ন উকি মা’রে তাদের একলা মনে। আর তাদের এই প্রশ্ন গু’লো আসাটাও স্বাভা’বিকয়। তবে এটাও জেনে নেওয়া দরকার যে কিরকম প্রশ্ন করলে তাদের মনের ও’পর প্রভাব পড়তে পারে বা কোন প্রশ্ন গু’লো তাদের মনে দুঃখ দিতে পারে। একটি সদ্য বিবা’হিত ম’হিলাকে কক্ষনই এই প্রশ্ন গু’’লি করা উচিৎ না।

জেনে নিন সেগু’’লি কি কি – অনেকদিন তো হল বিয়ে করেছো, বাচ্ছা কবে নিচ্ছ ? এই প্রশ্নটিও কিন্তু তাদের মনে আ’ঘা’ত পৌঁছানর জন্য যথে’ষ্ট। এতে মটেই খুশি হয় না একটা সদ্য বিবা’হিত মে’য়ে। তারপর এমন কিছু মুহুরত আসে যখন কেউ জিগেস করে বিয়ের পর অনুভুতি কেমন ?

মে’য়েটি কি বলবে কি না বলবে তা না ভেবে পেয়ে বোকার মত তাকিয়ে থাকে। তাছাড়া সে করবেটাই বা কি। তারপর যদি কেউ বলে যে অনেক বদলে গেছ তুমি। আরে এটাই তো স্বাভা’বিক ব্যাপার। বিয়ের পর একটা নয়, একটি মে’য়েকে তিনটি সংসারের ভার নিতে হয়। ফলে বাড়ে দায়িত্ব বোধ।

তো সেই ক্ষেত্রে বদলে যাওয়াটাই তো স্বাভা’বিক ব্যাপার। তাই না ? অনেকেই বিয়ের পর স্বা’মীর পদবি নিজের নামের সাথে যোগ করে না। তখনই অনেকে তাদের প্রশ্ন করে থাকে যে নাম পরিবর্তন করছও না কেন ? কেন ভাই বিয়ের পর যে নাম পরিবর্তন করতে হবে এটা কোন বইতে লেখা আছে ?

এসব প্রশ্ন করার কি আদৌ কোন দরকার আছে। তারপর আর একটি প্রশ্ন খুব বেশি শোনা যায় আজকাল। নিজেদের ফ্ল্যাট নিচ্ছ না কেন ? সব সংসারেই এখন খরচা বেশি। টাকা জমানোটা আজকাল হয়ে উঠেছে দুষ্কর। কখনো কখনো মনে হয় জিজ্ঞাসা করি দাদা টাকা’টা কি আপনি দিয়ে যাব’েন।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …