পরীমণির কোটিপতি হতে লেগেছিলো ১৭ মাস মাত্র

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণির ভক্তদের জন্য সুখবর। তার ‘ডানা কাটা পরী’ গানটি ইউটিউবে

২ কোটির ঘরে পৌঁছেছে। এতে উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে দর্শককে ভালবাসাও জানিয়েছেন পরী।

‘রক্ত’ ছবির আলোচিত এই আইটেম গানটি ২০১৬ সালের ৬ আগস্ট প্রকাশিত হয়। পরে ২০১৭ সালে এপ্রিলে এটি এক কোটির ঘর স্পর্শ করে। ১৪ জানুয়ারি পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ২ কোটি ৩ লাখেরও বেশিবার।

প্রিয় চট্টপাধ্যায়ের লেখা এবং আকাশের সঙ্গীত পরিচালনায় ‘ডানা কাটা পরী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর এবং আকাশ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …