বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত বেশ কয়েকটি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে লোকবল নেওয়া হবে: জিআইএস স্পেশালিষ্ট, সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (অর্থ), সহকারী প্রকৌশলী, অর্থনীতিবিদ, সহকারী প্রোগ্রামার, উপ-সহকারী প্রকৌশলী, সহকারী হিসাবরক্ষক, ওয়্যারলেস টেকনিশিয়ান/ ওয়্যারলেস টেকনিশিয়ান, তত্ত্বাবধায়ক (সম্পত্তি), লাইন নির্মাণ পরিদর্শক, লাইন নির্মাণ ইন্সপেক্টর, ওয়্যারলেরস অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, ভেহিক্যাল মেকানিক, জেনারেটর অপারেটর, ইকুইপমেন্ট মেকানিক, স্টোর হেলপার পদে লোকবল নিয়োগ দেবে।
পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থাকতে হবে। এছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অভিজ্ঞতাও থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে https://brebr.teletalk.com.bd/।
আবেদন ফি : ১১২-২২৩ টাকা।
আবেদনের সময়সীমা : ১৫ সেপ্টেম্বর, ২০২২ থেকে ৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত
শর্তাবলী:
০১। Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৫-০৯-২০২২ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা হতে।
০২। ০৬-১০-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
০৩। ১৮ বৎসরের কম বয়সীদের আবেদন করার প্রয়ােজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযােগ্য হবে না।
০৪। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
০৫। প্রার্থী মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা অথবা মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে অথবা অন্য কোন কোটায় আবেদন করতে হলে Online-এ আবেদন ফরমের নির্ধারিত ঘর পূরণ করতে হবে।
০৬। নিয়ােগের ক্ষেত্রে সরকারী নির্দেশাবলী, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে।
০৭। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদন ফরম পূরণ করা যাবে না।
০৮। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
০৯। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী বাপবিবাে’র সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা/ কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়ােজিত ছিলেন তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের ইস্যুকৃত প্রত্যয়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তারা আইন অনুযায়ী বয়স শিথিলকরণ সুবিধা পাবেন।
১০। মহামান্য আদালতের নির্দেশনা মােতাবেক প্রয়ােজনীয় সংখ্যক পদ সংরক্ষণ করা হয়েছে।
১১। আবেদনে উল্লিখিত তথ্য প্রমাণের জন্য মুল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। বাপবিবাে কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস্য বৃদ্ধি এবং নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়ােগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। প্রার্থীদের লিখিত ও মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযােজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যােগ্য বিবেচিত হবেন।
১৪। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
১৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাবলী অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ থাকলে এবং পরবর্তী যে কোন সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড কর্তৃপক্ষের গোচরীভূত | হলে তাকে চাকুরী হতে বিনা নােটিশে বরখাস্ত করণসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬। চাহিত শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষায় অ্যাপিয়ার্ড প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে না। ১৭। চাকুরীর জন্য যে কোন ব্যক্তিগত যােগাযােগ বা তদবির বা সুপারিশ চাকুরী লাভের ক্ষেত্রে প্রার্থীর অযােগ্যতা বলে গণ্য হবে।
১৮। কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৯। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী :
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://brebr.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ : i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৫-০৯-২০২২ খ্রি., সকাল ১০:০০ ঘটিকা।
ii) Online- এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ; ০৬-১০-২০২২ খ্রি., বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। | প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান ; Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থীর একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১ থেকে ০৮ এ উল্লিখিত পদের জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং- ০৯ থেকে ১৮ এ বর্ণিত পদের জন্য ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS : BREBR User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : BREBR ABCDEF Reply : Applicant’s Name, Tk …………… will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BREBR Yes PIN and send to 16222. দ্বিতীয় SMS : BREBR Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : BREBR YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BREBR Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX). |
চ) পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মােবাইল ফোনে SMS এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর ওয়েবসাইট www.reb.gov.bd এ নােটিশের মাধ্যমে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID GTA4461: BREBR Help User User ID & send to 16222 Example : BREBR Help User ABCDEF & send to 16222.
ii) PIN Number জানা থাকলে : BREBR Help PIN PIN No & send to 16222. Example: BREBR Help PIN 12345678 & send to 16222.
ঝ) Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন লাের্ট ০৩ টি সহকারী হিসাবরক্ষক | ১১০০০-২৬৫৯০/= (গ্রেড- ১৩) ০৯ ওয়্যারলেস টেকনিশিয়ান ওয়্যারলেস মেকানিক , ১০২০০-২৪৬৮০/= (গ্রেড- ১৪) অনূর্ধ্ব ৩০ | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোন বিষয়ে দ্বিতীয় বৎসর। শ্রেণির স্নাতক ডিগ্রি।
১) কোন স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ব | |
সমমান পরীক্ষায় উত্তীর্ণ; এবং
২) সরকারি বা স্বায়ত্তশাসিত কোন প্রতিষ্ঠান, টেলিফোন সংস্থা, মােবাইল | ফোন অপারেটরে সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অন্যন ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা। = = = = = = = ০৪ টি। অনূর্ধ্ব ৪০ বৎসর = = = = = = তত্ত্বাবধায়ক (সম্পত্তি) ১০| ১০২০০-২৪৬৮০/= (গ্রেড-১৪) = = = = = = = = । । । । । লাইন নির্মাণ পরিদর্শক। লাইন নির্মাণ ইন্সপেক্টর ৫, ৯৭০০-২৩৪৯০/= (গ্রেড- ১৫) | ০৯ টি । = = = ওয়্যারলেস অপারেটর। t, ৯৩০০-২২৪৯০/= (গ্রেড- ১৬)
অনূর্ধ্ব ৩৫ ইমারত বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে অন্যূন ৩ (তিন) বৎসরের | ০১ টি। বৎসর। বাস্তব অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। কোন স্বীকৃত বাের্ড হইতে ২ (দুই) বৎসর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন এন্ড | মেইনটেন্যান্স বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) (ভােকেশনাল) পাশ।। অনূর্ধ্ব ৩০ | অথবা বৎসর কোন স্বীকৃত বাের্ড হইতে ২ (দুই) বৎসর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স,
(ক) ফরিদপুর, গােপালগঞ্জ, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল শরিয়তপুর, কিশােরগঞ্জ, মেইনটেন্যান্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) (ভােকেশনাল) | জামালপুর, নেত্রকোনা, সহ অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব অভিজ্ঞতা। চাঁদপুর, রাঙ্গামাটি, কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র জয়পুরহাট, সিরাজগঞ্জ, অনূর্ধ্ব ৪০। দাখিল সার্টিফিকেট (জেডিসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সলিড স্টেট | নাটোর, দিনাজপুর, | বৎসর। ট্রান্সমিটার ও রিসিভার পরিচালনায় অন্যূন ১০ (দশ) বৎসরের বাস্তব গাইবান্ধা, কুড়িগ্রাম, অভিজ্ঞতা। নীলফামারী, পঞ্চগড়,
১) কোন স্বীকৃত বাের্ড হইতে অন্যন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে ঠাকুরগাঁও, খুলনা, অনূর্ধ্ব ৩০ | উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ঝিনাইদহ, মাগুরা, বৎসর |
২) কম্পিউটার ব্যবহারের দক্ষতা; এবং নড়াইল, চুয়াডাঙ্গা,
৩) প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে গতি ২০ শব্দ থাকতে হবে। মেহেরপুর, বরিশাল, ||
১) কোন স্বীকৃত বাের্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)। ভােলা, ঝালকাঠি, বরগুনা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং ও পটুয়াখালী জেলা বৎসর।
২) ডাটা এন্ট্রি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ। ব্যতীত সকল জেলা।
১) কোন স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) | সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; |
অথবা।
(খ) সকল জেলার এতিম ও কোন স্বীকৃত বাের্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র | শারীরিক প্রতিবন্ধীগণ অনূর্ধ্ব ৩০ | দাখিল সার্টিফিকেট (জেডিসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন | আবেদন। বৎসর স্বনামধন্য প্রতিষ্ঠানে মােটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণে অন্যূন ১৫ পারবেন। (পনের) বৎসরের বাস্তব অভিজ্ঞতা; এবং
২) স্বনামধন্য কোন ওয়ার্কশপে মােটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ | সংক্রান্ত কাজে অনুন ৫ (পাঁচ) বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা। | /13 কম্পিউটার মুদ্রাক্ষরিককাম-অফিস সহকারী। t. ৯৩০০-২২৪৯০/= (গ্রেড- ১৬) ডাটা এন্ট্রি অপারেটর ১৪ | , ৯৩০০-২২৪৯০/= | (গ্রেড- ১৬) | ০৪ টি । =
০২ টি পরিচালক ভেহিক্যাল মেকানিক TI|১৫|১ ৯৩০০-২২৪৯০/= (গ্রেড- ১৬) | ০১ টি | করতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোের্ড BANGLADESH RURAL ELECTRIFICATION BOARD ISO 9001, ISO 14001 & ISO 45001 Certified www.reb.gov.bd ৰাপৰিবােজন (২২০১-২০ ) ২০২২-২০২৩ কর্মচারী প্রশাসন পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।