পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -PGCB Job Circular

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(Power Grid Company Of Bangladesh PGCB Job Circular 2024): পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষন ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামপাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)
ওয়েবসাইটhttps://www.pgcb.gov.bd/
পদ সংখ্যা০৪ টি
খালি পদ১৬৩ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
আবেদনের প্রক্রিয়াpgcb.teletalk.com.bd
আবেদনের শুরু তারিখ০৭ জুলাই, ২০২৪
আবেদনের শেষ তারিখ৩১ জুলাই, ২০২৪
আবেদনের মাধ্যমটেলিটক/অনলাইনে

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ ২০২৪

পদের নামঃ জুনিয়র হিসাব সহকারী
পদসংখ্যাঃ ০৫ টি।
যোগ্যতাঃ একাউন্টিং/ফাইন্যান্স/ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে বিবিএ/বিবিএস ডিগ্রী।
বেতনঃ ২৩,০০০ টাকা।

পদের নামঃ জুনিয়র প্রশাসনিক সহকারী
পদসংখ্যাঃ ০৪ টি।
যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতনঃ ২৩,০০০ টাকা।

পদের নামঃ কারিগরী সহায়ক (ওএন্ডএম)
পদসংখ্যাঃ ১৫০ টি।
যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (বিজ্ঞান)/ এসএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ।
বেতনঃ ১৪,৫০০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদসংখ্যাঃ ০৪ টি।
যোগ্যতাঃ এসএসসি/ দাখিল/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতনঃ ১৪,৫০০ টাকা।

Power Grid Company Of Bangladesh Job Circular 2024

  • আবেদন শুরুর তারিখ০৭ জুলাই, ২০২৪ তারিখ সকাল ০৯:০০ টা।
  • আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৪ বিকাল ০৫:০০ টা।
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে (online) http://pgcb.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন….

নির্দেশাবলী/শর্তাবলীঃ

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি (300 X 300
pixel) ও স্বাক্ষর (300 X 80 pixel) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট http://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবি’র ওয়েব সাইট www.pgcb.gov.bd উল্লেখিত নির্ধারিত লিংক এর মাধ্যমে ০৭/০৭/২০২৪ হতে ৩১/০৭/২০২৪ তারিখের (রাত ১১:৫৯ টা পর্যন্ত) মধ্যে প্রকাশিত “আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণ পূর্বক আবেদন করা যাবে।

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সার্টিফিকেট পাননি/এ্যাপিয়ার্ড
(ফলাফল প্রত্যাশী) প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে ৮০০/- (আটশত) টাকা টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মোবাইল সংযোগ হতে এসএমএস এর মাধ্যমে http://pgcb.teletalk.com.bd অথবা www.pgcb.gov.bd ওয়েব সাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রীধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। (৫) প্রার্থী। আবেদনকারীর শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না। বেতন গ্রেড ১১ এর ক্ষেত্রে সিজিপিএ/জিপিএ ৫.০০ স্কেলে নূন্যতম ২.৮২ ও ৪,০০ স্কেলে নূন্যতম ২.২৫ থাকতে হবে এবং বেতন গ্রেড ১৫ এর ক্ষেত্রে জিপিএ ৫.০০ স্কেলে নূন্যতম ২.০০ থাকতে হবে। এর নীচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।

PGCB Job Circular 2024

০১/০৭/২০২৪ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত বা সরকারী মালিকানাধীন কোম্পানিতে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে।

About admin

Check Also

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ মেয়েদের যোগ্যতা – নতুন সার্কুলার।

আজ আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ মেয়েদের যোগ্যতা ও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *