পার্ক থেকে পুলিশের হাতে আটক ২৫ ছাত্র-ছাত্রী

ফেনীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ার সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী। রবিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে বিজয়সিং দিঘীর পড় পুলিশের স্পেশাল টিম তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে ১০ জন ছাত্র ও ১৫ জন ছাত্রী।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল বিজয় সিংহ দিঘীর পাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ ছাত্রী-ছাত্রীকে আটক করা হয়। যদিও অভিভাবকদের খবর দিয়ে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, স্কুল-কলেজে ক্লাস না করে পার্কে ঘুরতে যান শিক্ষার্থীরা। অনেক সময় নোংরামিতেও জড়িয়ে পড়েন। মা-বাবারা সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে নিশ্চিন্তে থাকেন। কিন্তু স্কুল-কলেজে না গিয়ে তারা ভিন্ন স্থানে সময় কাটান। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও অধিক সচেতন হওয়া উচিত।

About admin

Check Also

পদত্যাগ চাইলে রাগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা

দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পরেই ২০০৯ সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল …