বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) প্রধান প্রকাশনা কর্মকর্তা পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: প্রধান প্রকাশনা কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: গবেষণা অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পাবলিকেশন/ইনফরমেশন ডিভিশনে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে আট বছরের অভিজ্ঞতাসহ গণযোগাযোগ/সাংবাদিকতা/পাবলিক রিলেশনস অথবা এক্সটেনশন এডুকেশনে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। ইংরেজি বা বাংলা ভাষা-সম্পর্কিত বিশুদ্ধ জ্ঞান এবং একইভাবে প্রকাশনা, সম্পাদনা ও মুদ্রণ-সম্পর্কিত জ্ঞান থাকা আবশ্যক। অথবা সাংবাদিকতা/পাবলিক রিলেশনস/এক্সটেনশন এডুকেশনের যেকোনো শাখায় বিদেশি স্নাতকোত্তর ডিগ্রি অথবা গবেষণা বা শিক্ষাপ্রতিষ্ঠানে পাবলিকেশন অফিসার বা ইনফরমেশন অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতাসহ সামাজিকবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির এমএ অর্থনীতি বা ইংরেজি সাহিত্যে ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
বয়স
সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর। তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যেভাবে আবেদন
জাতীয় পরিচয়পত্র নম্বর, পরীক্ষায় পাসের প্রাপ্ত বিভাগ/শ্রেণি/জিপিএ/পাসের সাল উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন ফি
‘সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ঢাকা’ শিরোনামে অগ্রণী ব্যাংক লিমিটেড, প্রধান শাখা, ঢাকার অনুকূলে ৫০০ টাকার পে-অর্ডার/ডিডি জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২৪।