বাংলাদেশ বিমান বাহিনীর পদসমূহ বেতন ভাতা ও শ্রেণীবিন্যাস

বাংলাদেশ বিমান বাহিনীর পদ সমূহ বেতন ভাতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে অনেকেই আগ্রহী। আর তাই যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। তো পাঠক বন্ধুরা, আসুন আমাদের আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে জেনে নেই– বাংলাদেশ বিমান বাহিনীতে মোট কতটি পদ রয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করার মাধ্যমে আপনি কি পরিমান অর্থ উপার্জন করতে পারবেন এবং আপনার দক্ষতা, যোগ্যতা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত।

বিমান বাহিনীর পদ সমূহ কয়টি ও কি কি

বাংলাদেশ বিমান বাহিনীর পদ সমূহ কে মোট দুই ভাগে বিভক্ত করা হয়।

যথাঃ-

বিমান অফিসার (কর্মকর্তা)
বিমান সেনা(এয়ারম্যান)
বিমান বাহিনীতে অফিসার পদ কয়টি ও কি কি?
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার হিসেবে আপনি মূলত নিম্নে উল্লেখিত পদ সমূহে যোগদান করতে পারবেন।

যথাঃ-

এয়ার মার্শাল
ফ্লাইং অফিসার
স্কোয়াড্রন লিডার
ফ্লাইট লেফটেন্যান্ট

বাংলাদেশ বিমান বাহিনীর পদসমূহ বেতন ভাতা ও শ্রেণীবিন্যাস

গ্রুপ ক্যাপ্টেন
উইং কমান্ডার
এয়ার ভাইস মার্শাল
এয়ার কোমোডোর
এয়ার চিফ মার্শাল
বিমান বাহিনীতে বিমান সেনাদের পদ কয়টি ও কি কি?

বিমান বাহিনীতে বিমান সেনাদের পদ হিসেবে অনেকগুলো রয়েছে।

যেমনঃ-

মাস্টার ওয়ারেন্ট অফিসার
সিনিয়র ওয়ারেন্ট অফিসার
ওয়ারেন্ট অফিসার
এন এ সি (লিডিং এয়ার ক্র্যাফট ম্যান)

এসি-১(এয়ার ক্র্যাফট ম্যান-১)
এসি-২ (এয়ার ক্র্যাফট ম্যান-২)
কর্পোর‍্যাল
সার্জেন্ট

বিমানবাহিনী অফিসার পদে নিযুক্ত কর্মীদের কাজ কি

ইতিমধ্যে আমরা বিমান বাহিনীতে অফিসার পদের বেশ কয়েকটি নাম উল্লেখ করেছি। যেগুলোর মধ্যে সর্বোচ্চ পদ হলো এয়ার চিফ মার্শাল। আর আমাদের উল্লেখিত অফিসার পদ সমূহে বাংলাদেশী নারী পুরুষ উভয়েই যোগদান করার সুযোগ ভোগ করতে পারবেন। মূলত বিমানবাহিনী অফিসার পদ সমূহে যে সকল নারী-পুরুষ কর্মরত থাকেন তাদেরকে বাংলাদেশের প্রথম শ্রেণীর সরকারি গ্যাজেটেড কর্মকর্তা ধরা হয়।

যারা বিমান বাহিনী একাডেমিতে তিন বছর প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে ভূষিত হন। এছাড়াও আরো অসংখ্য পদ রয়েছে যেগুলোতে যোগদানের জন্য সেই কর্মীকে আরো বেশি দক্ষ ও যোগ্য হিসেবে পরীক্ষা দিতে হয়। মূলত বিমান বাহিনীর অফিসার পদে নিযুক্ত কর্মীদের কাজ হচ্ছে বিমান বাহিনীর প্রতিষ্ঠানগুলো ভালোভাবে পরিচালনা করা। আর এই কাজটি সম্পাদনের জন্য মূলত তাদেরকে যে সকল কাজ করতে হয় সেগুলো হলো:-

  • বিমান বাহিনী চলাচল সম্পর্কে যাবতীয় বিষয়ের নজর রাখা
  • বিমান বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নেওয়া এবং তা পরিচালনা করা
  • বিমানবাহিনীর ব্যবস্থাপনা ও পরিকল্পনা বাস্তবায়ন করা
  • বিমান বাহিনীর পাইলট এবং মেম্বারদের সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং তাদের প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা
  • বিমান বাহিনী সংক্রান্ত নীতিমালা ও গাইড লাইন তৈরি করা
  • বিমান বাহিনীর সংক্রান্ত অনুসন্ধান ও উন্নয়ন এবং
  • বিমান বাহিনীর সামগ্রিক বাজেট পরিচালনা ও অর্থ ব্যবস্থাপনা হলো এ সকল পদে নিয়োজিত কর্মীদের প্রধান কাজ।

বিমান বাহিনীতে নিযুক্ত বিমান সেনাদের কাজ কি?

মূলত বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসেবেও নারী পুরুষ উভয়ে যোগদান করতে পারেন। আর তাদের মূল চালিকাশক্তি হচ্ছে, যুদ্ধবিমানকে সার্বক্ষণিক সচল রাখা এবং সার্বক্ষণিক দেশের আকাশ সীমা রক্ষায় তথা দেশ রক্ষায় বিমানবাহিনীকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার লক্ষ্যে যুদ্ধবিমানের টেকনিক্যাল ত্রুটি সমাধান এবং, বিমান চালু হবার পূর্বে পরিদর্শন সেই সাথে বিমানের অভার হলেন কাজ সম্পাদন করা।

মোটকথা বিমান বাহিনীতে নিযুক্ত বিমান সেনাদের প্রধান কাজ হচ্ছেঃ- বিমান ও বিমান ভিত্তিক সেনাবাহিনী অপারেশন চালানো। তাদের কাজ মূলত বিভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সংক্ষেপেই বললে বলা যায়– বিমান সনাদের প্রধান কাজ হচ্ছে বিমান বাহিনীর সফল অপারেশন ও সেনাবাহিনীর নিরাপত্তা ও প্রতিষ্ঠান পরিচালনা সম্পর্কে সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা।

বিমান বাহিনীর বেতন স্কেল ও ভাতা

পদের নাম মোট বেতন 
লেফটেন্যান্ট (সেনা)/সাব লে. ও ফ্লাইং অফিসার২৫,০০০ টাকা 
ক্যাপ্টেন/লেফটেন্যান্ট (নৌ) ও ফ্লাইট লে২৯,০০০ টাকা 
অনারারি (সেনা) ও অনারারি সাব লে.৩৮,৪৮০ টাকা 
অনারারি ক্যাপ্টেন ও অনারারি লে. (নৌ)৪২,৮৯০ টাকা 
মেজর/লে. কমান্ডার/স্কোয়াড্রন৪৩,০০০ টাকা 
লে. কর্নেল/কমান্ডার/উইং কমান্ডার৫০,০০০ টাকা 
কর্নেল/ক্যাপ্টেন (নৌ)/গ্র“প ক্যাপ্টেন৬১,০০০ টাকা 
ব্রিগেডিয়ার জেনারেল/কমডোর/এয়ার কমডোর৬৩,৫৭০ টাকা 
মেজর জেনারেল/রিয়ার অ্যাডমিরাল/এয়ার ভাইস মার্শাল৭৮,০০০ টাকা 
লে. জেনারেল/ভাইস অ্যাডমিরাল/এয়ার মার্শাল ৮২,০০০ টাকা 
জেনারেল/অ্যাডমিরাল/এয়ার চিফ মার্শাল ৮৬,০০০ টাকা 
সেকেন্ড লে., অ্যাক্টিং সাব লে. ও পাইলট অফিসার২৩,১০০ টাকা 
সিপাহি, রিক্রুট (এমওজিটি) ৮,৮০০ টাকা 
ল্যান্স নায়েক, ওডি এবং এসি-১ রিক্রুট৯,০০০ টাকা 
চিফ আর্টিফিসার অফিসার২২,৪০০ টাকা 
মাস্টার চিফ পেটি অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসার২২,৫০০ টাকা 
সিনিয়র চিফ পেটি অফিসার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার২২,২৫০ টাকা 
চিফ পেটি অফিসার ও ওয়ারেন্ট অফিসার২০,০০০ টাকা 
সার্জেন্ট ও পেটি অফিসার১৬,০০০ টাকা 

এছাড়াও সুবেদার মেজর পদের বেতন ১৫,৭০০ টাকা। তাই আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বাংলাদেশ বিমান বাহিনীতে উক্ত পদ সমূহের উল্লেখিত বেতনের চাকরি করতে পারবেন।

বিমান বাহিনীর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল সমূহ

শাখাঃ ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি
শিক্ষাঃ নির্ধারিত জিপিএসহ এসএসসি, এইচএসসি/সমমান
বেতনঃ প্রশিক্ষণকালীন ১০,০০০ টাকা

পদের নামঃ ট্রেডসম্যান (ওয়্যারলেস মেকানিক)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ ধর্মীয় শিক্ষক
শিক্ষাঃ ফাজিল/সমমান
বেতনঃ ১৪,৯২০ থেকে ৩৩,৯৭০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (মেটাল ওয়ার্কার)
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ লস্কর
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ লস্কর (এন্টি-ম্যালেরিয়া)
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ বাবুর্চি
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ লস্কর স্পোর্টস মার্কার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ মেস ওয়েটার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (কার্পেন্টার)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (গ্রাউন্ড সিগন্যালার)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (এয়ারফ্রেম মেকানিক)
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ লস্কর বার্ডশ্যুটার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ ওয়াচম্যান
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ অফিস করণিক
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

বিমান বাহিনীর পদ সমূহ

পদের নামঃ ওয়াশারআপ
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ মালী
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ অফিস সহায়ক
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার)
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (ইলেকট্রিক মেকানিক)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা

পদের নামঃ ট্রেড্সম্যান (গ্রাউন্ড সিগন্যালার)
শিক্ষাঃ এসএসসি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ মেকানিক ট্রান্সপোর্ট গ্রিজার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ কম্পিউটার অপারেটর
শিক্ষাঃ স্নাতক (সম্মান)/সমমান পাস হতে হবে।
বেতনঃ ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা

পদের নামঃ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি
বেতনঃ ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা

পদের নামঃ স্টোরম্যান
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

পদের নামঃ আয়া
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ পরিচ্ছন্নতা কর্মী
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ লস্কর ফায়ার ফাইটার
শিক্ষাঃ অষ্টম শ্রেণি/সমমান
বেতনঃ ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা

পদের নামঃ মিডওয়াইফ
শিক্ষাঃ এসএসসি
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

পদের নামঃ ফায়ার ফাইটার
শিক্ষাঃ এসএসসি/ট্রেড কোর্স
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নামঃ মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার)
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা

পদের নামঃ মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক)
শিক্ষাঃ এইচএসসি/সমমান
বেতনঃ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা

বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির জন্য মহিলা প্রার্থীদের যোগ্যতা কি কি

বাংলাদেশ বিমান বাহিনীতে যখন সার্কুলার প্রকাশিত হয় তখন প্রত্যেকটি সারকুলারে মহিলা প্রার্থীদের যোগ্যতা হিসেবে সকল বিষয়বস্তু তুলে ধরা হয়। তবুও আপনাদের জানার আগ্রহকে প্রাধান্য দিয়ে আমরা এ পর্যায়ে মহিলাদের বিমান বাহিনীতে চাকরির জন্য শারীরিক যে যে যোগ্যতাগুলো প্রয়োজন সেগুলো উল্লেখ করছি।

যথাঃ–

বুকের মাপঃ কমপক্ষে ২৮ ইঞ্চি

প্রসারণঃ ২ ইঞ্চি

উচ্চতাঃ জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি

অন্যান্যঃ কমপক্ষে ৬২ ইঞ্চি

চোখঃ জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু চোখের দৃষ্টশক্তি হতে হবে ৬/৬

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে।

নাগরিকত্বঃ বাংলাদেশী মহিলা /পুরুষ নাগরিক।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত /অবিবাহিত পদ অনুযায়ী

বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরির জন্য পুরুষ প্রার্থীদের যোগ্যতা কি কি

বিমান বাহিনীতে চাকরির ক্ষেত্রে পুরুষ-প্রার্থীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সমূহ হলো:-

বুকের মাপঃ কমপক্ষে ৩২ ইঞ্চি

প্রসারণঃ ২ ইঞ্চি

উচ্চতাঃ জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি

চোখঃ জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু চোখের দৃষ্টশক্তি হতে হবে ৬/৬

ওজনঃ বয়স ও উচ্চতা অনুযায়ী থাকতে হবে।

নাগরিকত্বঃ বাংলাদেশী মহিলা /পুরুষ নাগরিক।

বৈবাহিক অবস্থাঃ বিবাহিত /অবিবাহিত পদ অনুযায়ী

পাশাপাশি নারী ও পুরুষ উভয়কেই পদ অনুযায়ী ১৬ থেকে ২২ বছর বয়সী হতে হবে।

সেই সাথে প্রয়োজনীয় কাগজ হিসেবে জমা দিতে হবেঃ-

  • আবেদন ফরম
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও কাগজপত্রের ফটোকপি
  • নাগরিকত্ব সনদপত্র
  • চারিত্রিক সনদপত্র এবং
  • পাসপোর্ট সাইজের একটি সদ্য তোলা ফটো।

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির জন্য পরীক্ষা গ্রেড কত থাকা প্রয়োজন

বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরবর্তীতেই আপনি যোগদান করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার জিপিএ গ্রেড কত থাকতে হবে এটাই জানার বিষয়।মূলত আপনি যদি বিজ্ঞান শাখা থেকে পড়াশোনা করেন তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ এর মতো থাকতে হবে এবং পদার্থ, বিজ্ঞান ও সাধারণ গণিতে ন্যূনতম এ গ্রেড আবশ্যক। আর এটা মূলত জিডি (পি), জিডি (এন) এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য গ্রহণযোগ্য।

অপরদিকে জিসিই – ও এবং ও লেভেল এর ক্ষেত্রেঃ

  • জিডি(পি)ঃ ও লেভেলে সাধারণ গণিত ও পদার্থ বিজ্ঞান -সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে এবং এ লেভেলে সাধারণ গণিত ও পদার্থ বিজ্ঞান-এ ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে।
  • জিডি(এন)ঃ ও লেভেলে পদার্থ বিজ্ঞান ও সাধারন গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে এবং এ লেভেলে পদার্থ বিজ্ঞান ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি থাকতে হবে।
  • ইঞ্জিনিয়ারিংঃ ও লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও সাধারণ গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে পদার্থ বিজ্ঞান, রসায়ন ও সাধারণ গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি থাকতে হবে।

তাই আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তারা নিয়মিত বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্প্রতি প্রকাশিত চাকরি বিজ্ঞপ্তি অনুসরণ করুন এবং আপনার দক্ষতা যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে আবেদন কার্য সম্পন্ন করে ফেলুন।

About admin

Check Also

বিদায় অনুষ্ঠানের বক্তব্য

বিদায় অনুষ্ঠানের বক্তব্য

বিদায় অনুষ্ঠানের বক্তব্য সম্পর্কে জানতে ইচ্ছুক পাঠক বন্ধুদের জানাই স্বাগতম। কেননা আজ আমরা– বিদায় অনুষ্ঠানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *