বাংলাদেশ ব্যাংক 922 জনকে নিয়োগ দেবে: সম্প্রতি, বাংলাদেশ ব্যাংক লোক নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংক সিনিয়র অফিসার (জেনারেল) পদে (2021 সালের ভিত্তিতে) 922 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। 31-01-2023 খ্রি. অনলাইন আবেদন সম্পূর্ণ করার তারিখ।
