বাংলা শতকিয়া শুদ্ধ বানান সহ এক থেকে একশো পর্যন্ত: বাংলা ভাষা পৃথিবীর মধ্যে ৭ ম সবচেয়ে বেশি কথা বলা ভাষা। এই ভাষাটি সমগ্র বাংলাদেশ ও ভারতের পূর্বের কিছু রাজ্যের প্রধান ভাষা। প্রায় ২৩০ মিলিয়ন বা ২৩ কোটি লোক প্রধান ভাষা রূপে বাংলা ভাষা কে ব্যবহার করে। আজকের এই পোস্টটিতে বাংলা ও ইংরেজি ভাষায় ১ থেকে ১০০ পর্যন্ত বানান সহ দেওয়া হল।
সংখ্যা | সংখ্যাবাচকপদ | পূরণবাচকপদ | সংখ্যা | সংখ্যাবাচকপদ | পূরণবাচকপদ | সংখ্যা | সংখ্যাবাচকপদ | পূরণবাচকপদ |
১ | এক | প্রথম | ৩৫ | পঁয়ত্রিশ | পঞ্চত্রিংশ | ৬৯ | ঊনসত্তর | ঊনসপ্ততি |
২ | দুই | দ্বিতীয় | ৩৬ | ছত্রিশ | ষট্ত্রিংশ | ৭০ | সত্তর | সপ্ততি |
৩ | তিন | তৃতীয় | ৩৭ | সাঁয়ত্রিশ | সপ্তত্রিংশ | ৭১ | একাত্তর | একসপ্ততি |
৪ | চার | চতুর্থ | ৩৮ | আটত্রিশ | অষ্টাত্রিংশ | ৭২ | বাহাত্তর | দ্বিসপ্ততি |
৫ | পাঁচ | পঞ্চম | ৩৯ | ঊনচল্লিশ | ঊনচত্বারিংশ | ৭৩ | তিয়াত্তর | ত্রিসপ্ততি |
৬ | ছয় | ষষ্ঠ | ৪০ | চল্লিশ | চত্বারিংশ | ৭৪ | চুয়াত্তর | চতুঃসপ্ততি |
৭ | সাত | সপ্তম | ৪১ | একচল্লিশ | একচত্বারিংশ | ৭৫ | পঁচাত্তর | পঞ্চসপ্ততি |
৮ | আট | অষ্টম | ৪২ | বিয়াল্লিশ | দ্বিচত্বারিংশ | ৭৬ | ছিয়াত্তর | ষট্সপ্ততি |
৯ | নয় | নবম | ৪৩ | তেতাল্লিশ | ত্রয়শ্চত্বারিংশ | ৭৭ | সাতাত্তর | সপ্তসপ্ততি |
১০ | দশ | দশম | ৪৪ | চুয়াল্লিশ | চতুঃচত্বারিংশ | ৭৮ | আটাত্তর | অষ্টসপ্ততি |
১১ | এগারো | একাদশ | ৪৫ | পঁয়তাল্লিশ | পঞ্চচত্বারিংশ | ৭৯ | ঊনআশি | ঊনাশীতি |
১২ | বারো | দ্বাদশ | ৪৬ | ছেচল্লিশ | ষট্চত্বারিংশ | ৮০ | আশি | অশীতি |
১৩ | তেরো | ত্রয়োদশ | ৪৭ | সাতচল্লিশ | সপ্তচত্বারিংশ | ৮১ | একাশি | একাশীতি |
১৪ | চোদ্দ | চতুর্দশ | ৪৮ | আটচল্লিশ | অষ্টচত্বারিংশ | ৮২ | বিরাশি | দ্ব্যশীতি |
১৫ | পনেরো | পঞ্চদশ | ৪৯ | ঊনপঞ্চাশ | ঊনপঞ্চাশৎ | ৮৩ | তিরাশি | ত্র্যশীতি |
১৬ | ষোল | ষোড়শ | ৫০ | পঞ্চাশ | পঞ্চাশৎ | ৮৪ | চুরাশি | চতুরশীতি |
১৭ | সতেরো | সপ্তদশ | ৫১ | একান্ন | একপঞ্চাশৎ | ৮৫ | পঁচাশি | পঞ্চাশীতি |
১৮ | আঠারো | অষ্টাদশ | ৫২ | বাহান্ন | দ্বিপঞ্চাশৎ | ৮৬ | ছিয়াশি | ষড়শীতি |
১৯ | উনিশ | ঊনবিংশ | ৫৩ | তিপ্পান্ন | ত্রিপঞ্চাশৎ | ৮৭ | সাতাশি | সপ্তাশীতি |
২০ | কুড়ি | বিংশ | ৫৪ | চুয়ান্ন | চতুঃপঞ্চাশৎ | ৮৮ | অষ্টআশি | অষ্টাশীতি |
২১ | একুশ | একবিংশ | ৫৫ | পঞ্চান্ন | পঞ্চপঞ্চাশৎ | ৮৯ | ঊননব্বই | ঊননবতি |
২২ | বাইশ | দ্বাবিংশ | ৫৬ | ছাপ্পান্ন | ষট্পঞ্চাশৎ | ৯০ | নব্বই | নবতি |
২৩ | তেইশ | ত্রয়োবিংশ | ৫৭ | সাতান্ন | সপ্তপঞ্চাশৎ | ৯১ | একানব্বই | একনবতি |
২৪ | চব্বিশ | চতুর্বিংশ | ৫৮ | আটান্ন | অষ্টপঞ্চাশৎ | ৯২ | বিরানব্বই | দ্বিনবতি |
২৫ | পঁচিশ | পঞ্চবিংশ | ৫৯ | ঊনষাট | ঊনষষ্টি | ৯৩ | তিরানব্বই | ত্রিনবতি |
২৬ | ছাব্বিশ | ষট্বিংশ | ৬০ | ষাট | ষষ্টি | ৯৪ | চুরানব্বই | চতুর্নবতি |
২৭ | সাতাশ | সপ্তবিংশ | ৬১ | একষট্টি | একষষ্টি | ৯৫ | পঁচানব্বই | পঞ্চনবতি |
২৮ | আঠাশ | অষ্টাবিংশ | ৬২ | বাষট্টি | দ্বিষষ্টি | ৯৬ | ছিয়ানব্বই | ষন্নবতি |
২৯ | ঊনত্রিশ | ঊনত্রিংশ | ৬৩ | তেষট্টি | ত্রিষষ্টি | ৯৭ | সাতানব্বই | সপ্তনবতি |
৩০ | ত্রিশ | ত্রিংশ | ৬৪ | চৌষট্টি | চতুঃষষ্টি | ৯৮ | আটানব্বই | অষ্টনবতি |
৩১ | একত্রিশ | একত্রিংশ | ৬৫ | পঁয়ষট্টি | পঞ্চষষ্টি | ৯৯ | নিরানব্বই | নবনবতি |
৩২ | বত্রিশ | দ্বাত্রিংশ | ৬৬ | ছেষট্টি | ষট্ষষ্টি | ১০০ | একশো | একশত |
৩৩ | তেত্রিশ | ত্রয়োত্রিংশ | ৬৭ | সাতষট্টি | সপ্তষষ্টি | |||
৩৪ | চৌত্রিশ | চতুর্ত্রিংশ | ৬৮ | আটষট্টি | অষ্টষষ্টি |
ভিডিওতে আরও দেখুন:বাংলা শতকিয়া।১ থেকে ১০০ বানান
১ থেকে ১০০ ইংরেজি বানান
1 – one
2 – two
3 – three
4 – four
5 – five
6 – six
7 – seven
8 – eight
9 – nine
10 – ten
11 – eleven
12 – twelve
13 – thirteen
14 – fourteen
15 – fifteen
16 – sixteen
17 – seventeen
18 – eighteen
19 – nineteen
20 – twenty
21 – twenty-one
22 – twenty-two
23 – twenty-three
24 – twenty-four
25 – twenty-five
26 – twenty-six
27 – twenty-seven
28 – twenty-eight
29 – twenty-nine
30 – thirty
31 – thirty-one
32 – thirty-two
33 – thirty-three
34 – thirty-four
35 – thirty-five
36 – thirty-six
37 – thirty-seven
38 – thirty-eight
39 – thirty-nine
40 – forty
41 – forty-one
42 – forty-two
43 – forty-three
44 – forty-four
45 – forty-five
46 – forty-six
47 – forty-seven
48 – forty-eight
49 – forty-nine
50 – fifty
51 – fifty-one
52 – fifty-two
53 – fifty-three
54 – fifty-four
55 – fifty-five
56 – fifty-six
57 – fifty-seven
58 – fifty-eight
59 – fifty-nine
60 – sixty
61 – sixty-one
62 – sixty-two
63 – sixty-three
64 – sixty-four
65 – sixty-five
66 – sixty-six
67 – sixty-seven
68 – sixty-eight
69 – sixty-nine
70 – seventy
71 – seventy-one
72 – seventy-two
73 – seventy-three
74 – seventy-four
75 – seventy-five
76 – seventy-six
77 – seventy-three
78 – seventy-eight
79 – seventy-nine
80 – eighty
81 – eighty-one
82 – eighty-two
83 – eighty-three
84 – eighty-four
85 – eighty-five
86 – eighty-six
87 – eighty-seven
88 – eighty-eight
89 – eighty-nine
90 – ninety
91 – ninety-one
92 – ninety-two
93 – ninety-three
94 – ninety-four
95 – ninety-five
96 – ninety-six
97 – ninety-seven
98 – ninety-eight
99 – ninety-nine
100 – one hundred
আরও পড়ুন: শতকিয়া বানান, শতকিয়া ১ থেকে ১০০, ইংরেজি শতকিয়া, শতকিয়া কথায়, শতকিয়া কি, 1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা, শতকিয়া সুবোধ ঘোষ, একে চন্দ্র বানান, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবাণ, হিন্দি একে চন্দ্র, ১ থেকে ১০০ পর্যন্ত বানান pdf, এক থেকে একশ বানান ছবি, ১ থেকে ১০০ পর্যন্ত বানান ইংরেজি, ৫৩ বানান, শতকিয়া ১ থেকে ১০০, এক থেকে একশ বানান