বর্ডার গার্ড বাংলাদেশ ভর্তি প্রস্তূতি। বিজিবি ভর্তি প্রস্তূতি প্রশ্ন ও সমাধান

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর বর্তমান নাম কী?
উত্তরঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ এর পুরাতন নাম কি ছিল?

উত্তরঃ বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

বর্ডার গার্ড বাংলাদেশ বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন কবে?

উত্তরঃ ২১ ডিসেম্বর ২০১০।

বর্ডার গার্ড বাংলাদেশ কার্যকর হয় কবে থেকে?

উত্তরঃ ২৩ জানুয়ারি ২০১১।

বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে?

উত্তরঃ ২০ ডিসেম্বর।

বর্ডার গার্ড বাংলাদেশ বিলে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা নেওয়া হয় কি?

উত্তরঃ মৃত্যুদণ্ড।

বাংলাদেশ রাইফেলস এর পূর্ব নাম কি?

উত্তরঃ রামগড় লোকাল ব্যাটালিয়ন (১৭৭৫ সালে)

স্পেশাল রিজার্ভ কোম্পানি (১৮৭৯ সালে)

স্পেশাল রিজার্ভ কোম্পানি কত সালে ঢাকার পিলখানায় প্রথম ঘাঁটি স্থাপন করে?

উত্তরঃ ১৮৭১ সালে ।

বাংলাদেশ রাইফেলস নামকরণ হয় কত সালে?

উত্তরঃ ৩ মার্চ, ১৯৭২ সালে।

স্বাধীনতা যুদ্ধে কত জন বিডিআর সদস্য শহীদ হন?

উত্তরঃ ৮১১ জন।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন বিডিআর সদস্য বিভিন্ন বীরত্ব পদক পান?

উত্তরঃ ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম এবং ৭৮ জন বীর প্রতীক।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিডিআর (ই.পি.আর) থেকে দুইজন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া ব্যক্তি কে কে?

উত্তরঃ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ, ল্যান্স নায়েক নুর মােহাম্মদ শেখ।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ পিলখানা, ঢাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর বর্তমান মহাপরিচালক কে?

উত্তরঃ মেজর জেনারেল আনােয়ার হােসেন।

বাংলাদেশ রাইফেলস-এর ভিত্তি সংস্থার নাম কী?

উত্তরঃ রামগড় লােকাল ব্যাটালিয়ন (প্রতিষ্ঠিতঃ ১৭৭৫)।

সীমান্ত সংঘর্ষে নিহত বিডিআর এর তিনজন সিপাহী ‘বাংলাদেশ রাইফেলস পদক’ ও ‘প্রেসিডেন্ট পদকে ভূষিত হন, তাঁরা কে কে?

উত্তরঃ ১, সিপাহী নায়েক মােহাম্মদ ওয়াহিদ মিয়া,

২. সিপাহী মােঃ আব্দুল কাদের ও

৩. সিপাহী মােঃ মাহফুজুর রহমান।

অপারেশন রেবেল হান্ট কি?

উত্তরঃ পিলখানা বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিদেরকে ধরার জন্য দেশব্যাপী পরিচালিত অভিযান ।

পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?

উত্তরঃ ২৫ ফেব্রুয়ারি, ২০০৯।

পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানরা অস্ত্র সমর্পণ করে কবে?

উত্তরঃ ২৬ ফেব্রুয়ারি, ২০০৯।

প্রিয় পাঠক আপনি যেন এই প্রশ্ন-উত্তর গুলো সৃতিতে ধরে রাখতে পারেন এবং এই প্রশ্ন-উত্তর গুলো যাতে আপনার নিত্য দিনের চলার পথে সাহায্য করতে পারে সেই দোয়া রইলো। আপনার জ্ঞান হক অসিম।

বিজিবি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন: বাংলা (৪০) বাগধারা ৫, এক কথায় প্রকাশ ৫, পত্র ৫, অনুবাদ ১০, রচনা ১৫। English (30) Application 10 paragraph 10 Fill in the gap 10. গনিত (20) Gun 5. Patigonit 10 Sutro সাধারন জ্ঞান ১০।