বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিছু তথ্য জেনে রাখুন
বিশ্বে ইন্টারনেট চালু হয় —
১৯৬৯সালে।
Email আবিষ্কৃত হয় —
১৯৭১ সালে।
Hotmail আবিষ্কৃতহয় —
১৯৯৬ সালে।
Google আবিষ্কৃত হয় —
১৯৯৮ সালে।
Facebook আবিষ্কৃত হয় —
২০০৪ সালে।
Youtube আবিষ্কৃত হয় —
২০০৫ সালে।
Twitter আবিষ্কৃত হয় —
২০০৬ সালে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিছু তথ্য
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় —
১৯৯৩ সালে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় —
১৯৯৬ সালে।
বাংলাদেশে 3G চালু হয় —
১৪ অক্টোবর, ২০১২সালে।
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার “IBM-1620” যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে —
১৯৬৪ সালে।
২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন —
ড.মাকসুদুল আলম।
বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথম বারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন —
মহিষের।
১৯৮১ এপসন কোম্পানি সর্ব প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম —
অসবর্ন-১
বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর টি অবস্থিত —
যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
বাংলা সামাজিক মাধ্যম “বেশত” চালু হয় —
২৮ফেব্রুয়ারী, ২০১৩সালে।
বাংলাদেশের “টেলিফোন শিল্পসংস্থা লিমিটেড (টেশিস)” কর্তৃক তৈরীকৃত প্রথম ল্যাপটপ —
দোয়েল।