বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা: নিজের বা স্বামী-স্ত্রীরির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস, এসএমএস: আজকাল আমারা অনেকেই জীবিকার তাগিদে পরিবার ছেড়ে দেশে বিদেশে কর্মস্থলে অবস্থান করি বা করে থাকনে। বিশেষ এই দিনে অনেক সময় ছুটি নিয়ে বাড়িতে বা প্রিয় জীবন সঙ্গীনির সাথে দেখা করার সুযোগ হয় না। নিজের বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে বা স্বামীকে ছোট একটি এসএমএস বা তাকে নিয়ে দু-চার লাইনের একটি ফেসবুক স্ট্যাটাস লিখে তার দিনটিকে আরও করে তুলতে পারেন আনন্দের। আর যাদের এক সাথে থাকা হয় এক সাথে বিশেষ দিনটি উদযাপনের পাশাপাশি ছোট একটি এসএমএস বা শুভেচ্ছা স্ট্যাটাস লেখা যেতেই পারে।
১. আমার জীবনের সবচেয়ে স্মার্ট কাজটি হলো তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেঁছে নেওয়া।
২. যদি আমাকে আবার পুনরায় জীবনসঙ্গী/সঙ্গিনী বেঁছে নিতে বাধ্য করা হয়, তাহলে সেবারও আমি তোমাকে/আপনাকে জীবন সঙ্গী/সঙ্গিনী হিসেবেই বেঁছে নিবো।
৩. শুভ ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম,………১০ম বিবাহ বার্ষিকী প্রিয়তমা/প্রিয়।
৪. বিশেষ এই দিনে সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা রইলো মরন পর্যন্ত যেন তোমার কাধে কাঁধ রেখে, হাতে হাত রেখে থাকতে পারি।
৫. আজ আমাদের ___তম বিবাহ বার্ষিকী, সেই যেদিন থেকে তুমি আমার জীবনে এলে নতুন করে বাঁচতে শিখলাম, আসলে আমার বাচার জন্য তোমার
৬. তুমি এখনও আমার কাছে সবচেয়ে প্রিয় মুখ।
৭. আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই।
৮. তুমি আমার হৃদয়ের মালিক হয়ে গেছ, সেদিন যেদিন আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, মহান আল্লাহকে সাক্ষী রেখে এক অপরকে গ্রহণ করেছিলাম।
৯. তোমাকে পাওয়ার দামি মুহূর্তটি আজ _ বছর পূর্ণ হল। আরও সহস্র বছর তোমাকে চাই শুধু আমার জন্য।
১০. আজকের এই দিনের জন্য আমি সৃষ্টিকর্তা মহান রবের কাছে কৃতজ্ঞ, অনেক দূর পারি দিতে চাই তোমাকে সাথে নিয়ে প্রিয়।
বড় ভাইয়ের বা বোনের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্ট্যাটাস
বড়-ছোট ভাইয়ের বিবাহ বার্ষিকীতে ভাই-ভাবিকে এবং বোনের বিবাহ বার্ষিকীতে বোন-দুলাভাইকে শুভেচ্ছা জানাতে পারেন। লিখতে পারেন ফেসবুকে কিংবা ফোন কলের মাধ্যমে উইস করাও যেতে পারে।
১১. আপু দুলাভাই ___তম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আরও বেশি সুখি হও, পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিন আরও বেশি আনন্দে কাটুক।
১২. ভাইয়া-ভাবি তোমাদের বিবাহ বার্ষিকীতে অনেক অনেক দোয়া রইলো। আরও বেশি সুখি হও।
১৩. বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, দোয়া করি আগামী দিনগুলোতে যে আরও বেশি সুন্দর ও সঠিকভাবে সকল দায়িত্ব পালন করতে পারো।
১৪. চাঁদের হাট হয়ে উঠুক আমার প্রিয় ভাই-ভাবির সংসার।
১৫. আপনাদের পবিত্র বন্ধন চিরকাল অটুট থাকুক। সুখী হও, অনেক অনেক শুভ কামনা।
মা বাবার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস: মা-বাবা দুনিয়ার সবচেয়ে আপন মানুষ। দুনিয়ায় আসার আগে থেকেই কত না কষ্ট-যন্ত্রণা আর ত্যাগ স্বীকার করেছেন আমাদের জন্য। আমরা বুড়ো হতে হতে আমাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। অনেকের আবার মা বাবার মুখ দেখাই হয় না। তাদের মা-বাবার জন্য দোয়া রইলো। যাদের মা বাবা বেঁচে আছে আপনার যদি তাদের বিবাহ বার্ষিকীর কথা মনে থাকে তবে তাদের নিয়ে ঘরোয়া ভাবে বিশেষ দিনটি উদযাপন করতে পারেন। ফোন করে বা আপনার মা বাবা যদি ফেসবুক ব্যবহার করে তাহলে তাদের নিয়ে ছোট সুন্দর করে একটি স্ট্যাটাস দিতে পারেন।
১৬. আজ আমার আব্বু-আম্মুর ___তম বিবাহ বার্ষিকী। মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া তিনি আমাকে উনাদের মাধ্যমে দুনিয়ার আলো দেখিয়েছেন।
১৭. আব্বু-আম্মু শুভ বিবাহ বার্ষিকী আরও হাজার বছর বেঁচে থাকুন।
১৮. আমার সালাম নিবেন। আমার মনে হয় আপনারা সবচেয়ে সুন্দর দম্পতি। শুভ বিবাহ বার্ষিকী আব্বু-আম্মু।
১৯. এত সুন্দর ও সুখি একটি পরিবার উপহার দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
২০. প্রিয় মা-বাবা, আপনাদের কাছ থেকে শিখেছি। কিভাবে এক একে অপরকে বুজে সাংসারিক জীবনের চ্যালেঞ্জগুলো পার হতে হয়। আমি সত্যিই ধন্য আপনার মতো মা-বাবার স্নেহ সোহাগ পেয়ে।
২১. আমার মা-বাবা, সত্যিই আপনারা বিধাতার সবচেয়ে সেরা উপহার। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিবেন।
বন্ধুর কিংবা বান্ধুবির বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা: বন্ধু বান্ধুবীর বিয়ে নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। বিয়ে শাদি করার আগেই প্রেমিকাকে ভাবি বলে ডাকা আর প্রেমিককে দুলাভাই বলে ডাকা শুরু করে দেয়। বিয়ের পরে সাংসারিক এবং কর্ম ব্যাস্ততার কারনে বন্ধু-বান্ধুবীদের সাথে সেই আগের মতো আড্ডা দেওয়া হয়ে ওঠে না। তবে প্রিয় বন্ধু বা বান্ধুবীর প্রতি ভালোবাসা কি আর কমে যায়। বিশেষ দিনে তাদের জন্য দুই লাইন না লিখলে কেমনে হয়। বিবাহ বার্ষিকীর কথা মনে না থাকলেও ফেসবুকের কল্যানে জানা অনেক সহজ। যাহোক বন্ধু বান্ধুবীর বিবাহ বার্ষিকীতে এসএমএস, শুভেচ্ছা বার্তা কিংবা ফেসবুক স্ট্যাটাস লিখে তাদের উইস করতে পারেন।
২২. বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বন্ধু/বান্ধুবি তোদের/তোমাদের দাম্পত্য জীবন সুখ-সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠুক।
২৩. দাম্পত্য জীবনের জন্য রইলো শুভ কামনা।
২৪. আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত সুন্দর দিন, তোমাদের দুজনের জন্য রইলো শুভ কামনা ও শুভেচ্ছা।
২৫. পরিবার সংসার নিয়ে অনেক বেশি ভালো থাক।
২৬. প্রিয় বন্ধু/বান্ধুবি, আজকের দিনটি নিশ্চয়ই তোদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন। পরস্পরের প্রতি আরও ভালোবাসা জন্মাক আরও বেশি সুখী হও। শুভ কামনা।
২৭. হ্যাপি ম্যারেজ ডে। তোদের দেখে সত্যিই ভালো লাগে। সুন্দর ও পবিত্র সম্পর্ক আরও বেশি মধু হোক দোয়া করি।
২৮. একটি নিখুঁত জুটি। হ্যাপি ম্যারেজ ডে, মনা।
মামা মামি, চাচা-চাচি, ফুপু-ফুফা, খালা-খালুর ম্যারেজ ডে শুভেচ্ছা: মামা মামি, চাচা-চাচি, ফুপু-ফুফা, খালা-খালু আমাদের খুবই কাছের ও আপন মানুষজন। তবে দিন দিন আধুনিকাতার দোহাই দিয়ে আমরা আত্মীয়-স্বজন থেকে দূরে সরে যাচ্ছি। আগে যোগাযোগের এতো মাধ্যম না থাকলেও সম্পর্ক বেশ ভালো ছিল। এখন টাকার সাথে সম্পর্ক বাড়ছে আর বিপরীতে মানুষের সাথে সম্পর্ক কমছে। আপন মানুষদের তুলনায় পর মানুষকে বেশি গুরুত্ব দেওয়া শুরু করছি। এই মানুষগুলোর প্রতি আমাদের সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দায়বদ্ধতা আছে। অন্যথায় পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
বিবাহ বার্ষিকীতে মামা মামি, চাচা-চাচি, ফুপু-ফুফা, খালা-খালুকে নিয়ে ছোট একটা ফেসবুক স্ট্যাটাস লিখেতে পারেন কিংবা তাদের ফোন করে বা তাদের বাড়িতে গিয়ে চমকে দিতে পারেন।
২৯. বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা নিবেন মামা-মামি। আল্লাহর নিকট দোয়া করি আপনারা আরও বেশি সুখি হন, সুস্থ থাকুন।
৩০. আমার কলিজার মামা-মামি। আমার দেখা সবচেয়ে সেরা জুটি। তোমাদের এই বিশেষ দিনে শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
Marriage Anniversary Wishes | বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ভিডিও:
More>>>
অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন…কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অংশ…আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো…
শুভ বিবাহবার্ষিকী…
আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট Messageটার হয়তো আর অস্তিত্বও থাকবে না, শুধু থাকবে আমাদের ভালবাসা…আজকের মতই…
শুভ বিবাহবার্ষিকী…
আজ সেই বিশেষ দিনটি আমাদের জীবনে আবার ফিরে এসেছে…যেদিন আমরা সাত পাকে বাঁধা পড়েছিলাম…তুমি আমার কাছে এখনও তেমন বিশেষ জায়গাতেই আছো…আর চিরকাল থাকবেও…
শুভ বিবাহবার্ষিকী..
আজকের এই বিশেষ দিনে আমি তোমায় বলতে চাই, তুমিই আমার সব খুশীর কারণ,
যে ভালবাসা তুমি দিয়েছ আমায়,তা যেন এমনই থাকে সারা জীবন…
শুভ বিবাহবার্ষিকী সোনা…
আজকের এই বিশেষ দিনে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা..এই দিনটি বছর বছর ফিরে আসুক তোমাদের জীবনে..
শুভ বিবাহবার্ষিকী..
আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই…আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে…কারণ আমরা শুধু স্বামী-স্ত্রীই না..আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু….
শুভ বিবাহবার্ষিকী..
আমার জীবনে হয়তো অনেক না-পাওয়া আছে…কিন্তু তা সত্ত্বেও আমি খুশী এবং সুখী,কারণ আমার জীবনের সেরা পাওয়া তো আমি তোমায় পেয়েই পেয়ে গেছি…
লাভ ইউ ফরেভার…
শুভ বিবাহবার্ষিকী…
এনিভার্সারি স্ট্যাটাস বাংলা
আমার মনের সব অনুভূতি সেদিন যেন হঠাৎ করে তাদের চেতনা ফিরে পেল…
যেদিন আমি পেলাম তোমায় আমার করে,যেদিন আমার আকাশে খুশীর বৃষ্টি এল…
শুভ বিবাহবার্ষিকী…
আমার সবটুকু ভালবাসা তোমার জন্যে বিনামূল্যে..
তোমায়
জানাই
শুভ
বিবাহবার্ষিকীর
অনেক অনেক শুভেচ্ছা..
আমি সেই দিনটা কখনো ভুলবো না যেদিন আমি তোমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম…
কারণ সেই দিন থেকে আমি বুঝতে পেরেছিলাম কারো জন্যে চিন্তা কাকে বলে..
কাউকে বারবার দেখার ইঅছা হওয়া কাকে বলে…
বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালবাসা কাকে বলে…
শুভ বিবাহবার্ষিকী সোনা…
স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
ঈশ্বর তোমাদের জীবন ভরে দিক আরো অনেক অনেক খুশিতে..
শুভ বিবাহবার্ষিকী..
এই শুভেচ্ছা পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতির জন্যে,
সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশীর অরণ্যে…
শুভ বিবাহবার্ষিকী…
একটি বাড়ি তৈরী হয় ইঁট, বালি দিয়ে…কিনতু সেটি প্রকৃত অর্থে বাড়ি হয়ে ওঠে হৃদয়ের পরশে…আমার বাড়িকে Home Sweet Home করে তোলার জন্যে ধন্যবাদ…
শুভ বিবাহবার্ষিকী…
চিরকাল এমনভাবেই আমার হাতটা শক্ত করে ধরে রেখো…তাহলেই আমরা আমাদের সামনে আসা সব বাঁধা-বিপত্তি ঠেলে এগিয়ে যেতে পারবো আরো অনেক বছর..
শুভ বিবাহবার্ষিকী..
জীবন আমাকে হয়ত আরও অনেক কারণ দিয়েছে খুশি থাকার..
কিন্তু আমি সবথেকে খুশি কারণ জীবন আমাকে তোমার মতন একট উপহার দিয়েছে…
শুভ বিবাহবার্ষিকী..
জীবনে যা কিছু তোমরা চাও তা খুঁজতে গিয়ে লক্ষ্য রেখো কখনো যেন তোমাদের মাঝের ভালবাসার নদীটি শুকিয়ে না যায়-তোমাদের প্রথম বিবাহবার্ষিকীতে এটাই আমার কামনা..
শুভ বিবাহবার্ষিকী..
জীবনের আমায় দেওয়া সবচেয়ে দামী উপহার হল তোমার স্ত্রী হওয়ার সৌভাগ্য পাওয়া…সেই দামী মুহূর্তটার আজ এক বছর সম্পূর্ণ হল যখন আমরা পরস্পরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম..
শুভ বিবাহবার্ষিকী…
যখন আমরা একসাথে নতুন জীবন শুরু করেছিলাম,আমরা পরস্পরের কাছে ছিলাম অজানা…কিন্তু আজ আমরা পরস্পরের বেস্ট ফ্রেন্ড যারা একসাথে জীবনের অনেক ভালো সময় কাটিয়ে এসেছি..
কামনা করি আমরা যেন চিরকাল এমন একসাথে থাকতে পারি..
লাভ ইউ…
শুভ বিবাহবার্ষিকী সোনা…
মা বাবার বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
যেদিন থেকে তোমরা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ,দ্সেদিন থেকে তোমাদের একার আর কিছু নেই…সব কিছু দুজনের…অনিন্দ হোক বা দুঃখ…হাসি হোক বা কান্না..
সব কিছুই তোমাদের ভাগ করে নিতে হবে..
কামনা করি জীবনের বন্ধুরতম রাস্তাতেও যেন তোমরা পরস্পরের হাত না ছাড়ো …
শুভ বিবাহবার্ষিকী…
যেমনভাবে আমরা একসাথে সব সমস্যার সমাধান করতে করতে আমরা এগিয়ে চলছি তেমনভাবেই যেন চিরটাকাল যেন আমরা এভাবেই এগিয়ে চলি…
শুভ বিবাহবার্ষিকী
যদি আমাদের আগে দেখা না হয়ে আগামীকাল হত, তবে আমি আবার তোমায় আমার মন দিয়ে বসতাম…কারণ আমরা পরষ্পরের পরিপূরক…
শুভ বিবাহবার্ষিকী…
যদি তুমি আমায় জিজ্ঞেস কর যে আমি এখনও তোমায় আগের মতন ভালবাসি কিনা;
আমি বলব, হ্যাঁ সোনা…যতই সময় যাক…কিম্বা বয়স বাড়ুক, শেষ দিন অবধিও ভালবাসব তোমায়…তুমি আমার চিরনতুনা…
শুভ বিবাহবার্ষিকী…
বিবাহ বার্ষিকী উপলক্ষে মেসেজ:
তোমাদের জীবন ভরে উঠুক আরো অনেক এমন বিশেষ মূহুর্তে…তোমরা হয়ে ওঠো চিরন্তন সুখী..
শুভ বিবাহবার্ষিকী..
তোমাদের জীবন হয়ে উঠুক মধুময়. প্রতি বছর তোমাদের প্রেম আগের থেকে যেন হয়ে ওঠে দ্বিগুন..
শুভ বিবাহবার্ষিকী..
তোমাদের জীবনের আকাশে ভালবাসার চাঁদ সবসময় উজ্জ্বলভাবে ছড়াক শুভ্র শীতল জোছনা..
শুভ বিবাহবার্ষিকী..
তোমাদের জীবনের প্রতিদিন হয়ে উঠুক আরো মধুময়…তোমাদের বিবাহবার্ষিকীতে এই কামনা করি…
শুভ বিবাহবার্ষিকী…
তোমাদের জীবনের বাকি বছরগুলো যেন এমনই একসাথে হেসে খেলে তোমরা কাটিয়ে দিতে পারো…
ঈশ্বর তোমাদের মঙ্গল করুন…
শুভ বিবাহবার্ষিকী…
তোমাদের দুজনকে একসাথে রাজযোটক মনে হয়…এভাবেই যেন তোমাদের ভালবাসা ক্রমশ বৃদ্ধি পায়…
শুভ বিবাহবার্ষিকী..
তোমাদের বিবাহিত জীবনের আরো একটা সুখময় বছর শুরু হতে চলেছে..এরকম অনেক অনেক বছর তোমরা একসাথে ভাগ করে নাও জীবনের সব খুশী..
শুভ বিবাহবার্ষিকী..
More>>
স্বামী-স্ত্রীর বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা –
১. “ বিশেষ এই দিনে সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা রইলো মরন পর্যন্ত যেন তোমার কাধে কাঁধ রেখে, হাতে হাত রেখে থাকতে পারি। ”
২. “ আমার জীবনের সবচেয়ে স্মার্ট কাজটি হলো তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে বেঁছে নেওয়া। ”
৩. “ নতুন অধ্যায়ের প্রথম দিনে তোমাকে শুভেচ্ছা জানাই। ”
৪. “ তুমি এখনও আমার কাছে সবচেয়ে প্রিয় মুখ। ”
৫. “ অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন…কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অংশ…আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো। ”
৬. “ আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। ”
৭. “ যেমনভাবে আমরা একসাথে সব সমস্যার সমাধান করতে করতে আমরা এগিয়ে চলছি তেমনভাবেই যেন চিরটাকাল যেন আমরা এভাবেই এগিয়ে চলি… শুভ বিবাহবার্ষিকী ”
৮. “ আজ থেকে [আট] বছর আগে, আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানিয়েছেন। এবং আমি এখনও মনে করি যে আমি সবচেয়ে ভাগ্যবান। ”
৯. “ প্রতিদিন আমি এখনও আপনার সম্পর্কে নতুন জিনিস আবিষ্কার করছি ভালোবাসি। ”
১০. “ এটি একটি কঠিন বছর হয়েছে, কিন্তু আমাদের ভালবাসা আরও কঠিন। এটা সব মাধ্যমে এত শক্তিশালী থাকার জন্য ধন্যবাদ. এখানে আমাদের জন্য…এবং সামনের একটি উজ্জ্বল বছরের জন্য। ”
১১. “ ভালোবাসি যদিও আমার মাঝে মাঝে এটি দেখানোর একটি মজার উপায় আছে। ”
১২. “ আমার বেটার-ইন-এভরি-ওয়ে হাফকে শুভ বার্ষিকী। সিরিয়াসলি, আপনি আশ্চর্যজনক। ”
১৩. “ তুমি আমার হৃদয়ের মালিক হয়ে গেছ, সেদিন যেদিন আমরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, মহান আল্লাহকে সাক্ষী রেখে এক অপরকে গ্রহণ করেছিলাম। ”
১৪. “ আজকের এই দিনের জন্য আমি সৃষ্টিকর্তা মহান রবের কাছে কৃতজ্ঞ, অনেক দূর পারি দিতে চাই তোমাকে সাথে নিয়ে প্রিয়। ”
১৫. “ আমার জীবনে আসার জন্য এবং আমাকে আরও ভাল ব্যক্তি করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে ছাড়া আমি ভাবতে পারি না। ”
১৬. “ আমার ভালোবাসার সঙ্গীকে বিবাহ বার্ষিকীর শুভ কামনা জানাই। আমি প্রমিস করছি বাকিদিনগুলো তোমার বিপদে আপদে এইভাবে পাশে থাকব। আই লাভ ইউ মাই লাভ। ”
১৭. “ প্রতিটি মুহূর্ত আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য ধন্যবাদ। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো। ”
১৮. “ আমি যখন আপনার দিকে তাকাই তখন আমি এই পৃথিবীর সমস্ত নেতিবাচকতা ভুলে যাই। আপনার হাসি আমাকে বার বার আপনার প্রেমে পড়তে বাধ্য করে। ”
১৯. “ প্রতিটি মুহূর্ত আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য ধন্যবাদ। সারাজীবন এইভাবে আমার পাশে থেকো। ”
২০. “ পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যময় সম্পর্ক হলো স্বামী স্ত্রীর। সৃষ্টি কর্তা কত সুন্দর করে তৈরী করেছেন এই সম্পর্ক। আজকের এই সুন্দর মুহূর্তে তোমাকে বিবাহ বার্ষিকীর অজস্র ভালবাসা ও শুভকামনা জানাই। ”
২১. “ এক বছর কেটে গেছে, কিন্তু আমি আমার জীবনের সেই মুহূর্তটি কখনই ভুলব না যখন আপনি হ্যাঁ বলেছিলেন। আমি খুব খুশি আমার প্রিয়তম কারণ আপনি আমার জীবন সম্পূর্ণ করেছেন! ”
২২. “ যখন আমি তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, আমি তোমাকে একটি আংটি দিয়েছিলাম। যখন তুমি ‘হ্যাঁ’ বলেছিলে, তুমি আমার জীবনকে ডানা দিয়েছিলে। শুভ প্রথম বার্ষিকী! ”
২৩. “ আমরা সবসময় একমত কিনা তা কোন ব্যাপার না। কি ব্যাপার আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো। ”
২৪. “ আমার পার্শ্বকিককে শুভ বার্ষিকী, আমার কফিতে চিনি, আমার দুর্বলতার শক্তি, আমার সেরা বন্ধু, আমার স্ত্রী! ”
২৫. “ একজন নারী পারে তার পরিবার কে আগলে রাখতে। ”
২৬. “ একজন সুন্দরী মহিলার জন্য একটি সুন্দর গোলাপ যে আমাকে একটি সুন্দর জীবন দিয়েছে। শুভ বার্ষিকী ”
২৭. “ এটি একসাথে জীবনের স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল – এবং স্বপ্নটি আরও ভাল হতে থাকে (একটি মাঝে মাঝে দুঃস্বপ্ন সত্ত্বেও)। শুভ বার্ষিকী! ”
২৮. “ তুমি আমার স্বপ্নের নারী। শুভ বার্ষিকী আমার স্ত্রী! ”
২৯. “ তোমার হাতে হাত রেখে বহু বছর কাটিয়েছি।
আমি চাই আর বহু বছর তোমার হাতে হাত রেখে বাঁচতে। ”
৩০. “ আমার জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে হয়। আরও অনেক দিন একসাথে বাঁচতে চাই। ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। ”
বন্ধুর বিবাহ বার্ষিকী শুভেচ্ছা –
৩১. “ আশা করি এই বিবাহ বার্ষিকীতে আপনার ভালবাসা দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং বন্ধন আরও শক্তিশালী হবে, বন্ধু। ”
৩২. “ এই বিশেষ দিনে আপনাকে সর্বকালের সেরা বার্ষিকী কামনা করছি। আপনার দাম্পত্য জীবন জুড়ে ভালবাসার অবিচ্ছেদ্য বন্ধন থাকুক। ”
৩৩. “ অভিনন্দন, তোমরা দুজন একে অপরের জন্য তৈরি। এই বার্ষিকী, আপনার জন্য সেরা হতে পারে। ”
৩৪. “ আপনি দুজন জীবনের সমস্ত উত্থান-পতনের মধ্য দিয়ে একে অপরকে সাহায্য করতে সক্ষম হয়েছেন এবং আমি আপনাকে সেলাম জানাই। একটি দীর্ঘ এবং সুন্দর বিবাহিত জীবন। ”
৩৫. “ প্রেম আপনার জীবনকে আলোকিত করে এমন আলো হতে পারে, যা আপনাকে আগামী বছরের জন্য আশা দেয়। শুভ বার্ষিকী. ”
৩৬. “ ভালবাসা শব্দটি অনেক বেশি অর্থবোধক হয়ে উঠেছে কারণ আমি দেখেছি এটি আপনাকে অনেক জীবন দিয়ে অন্য একজনের মধ্যে রূপান্তরিত করেছে। আমি খুশি যে আপনি আপনার ভাল অর্ধেক খুঁজে পেয়েছেন. সুখী দাম্পত্য জীবন। ”
৩৭. “ ওঠার সাথে সাথে আপনি আরও ভালবাসায় উঠতে পারেন প্রিয়তমা! ভাল থাকুন বন্ধু। ”
৩৮. “ আপনি উভয়ের যে ভালবাসা ভাগ করে নেন তা কোনও সীমাবদ্ধতা জানে না তবে উভয়কে একসাথে আবদ্ধ করেছে। সেই ভালবাসা যেন কখনই কমে না যায়। সুখী বিবাহিত জীবন, আমার প্রিয়তম। ”
৩৯. “ বিশ্বের সবচেয়ে কল্পিত বন্ধুর কাছে, আমি আপনাকে প্রচুর সুখ এবং বাচ্চাদের কামনা করছি। ”
৪০. “ প্রিয়তম, আরও ভালবাসা এবং একটি পরিপূর্ণ পরিবার উপভোগ করুন। আরেকবার, অভিনন্দন! ”
৪১. “ গৌরবময় স্বপ্ন এবং দর্শন একসাথে পূরণ করুন; আপনার আজীবন সুখ এবং আগামী দিনগুলি পরিপূর্ণ হোক এই কামনা করি। ”
৪২. “ আজ আমাদের সকলের জন্য একটি বিশেষ দিন কারণ আপনার সুখ আমাদের কাছে অনেক কিছু। আপনি এবং আপনার প্রিয়তম আপনার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক বছরগুলি একসাথে কাটান এবং প্রমাণ করুন যে সত্যিকারের ভালবাসা বিদ্যমান। ”
৪৩. “ আমি অবশ্যই স্বীকার করতে পারি যে আপনি এবং আপনার প্রিয়তম আমি দেখেছি সবচেয়ে সুখী দম্পতি। আমি আশা করি আপনি দুজনেই আপনার আশেপাশের সবাইকে এই অবিশ্বাস্য সম্প্রীতি এবং শান্তিতে বাস করার মাধ্যমে কখনও আনন্দ এড়াতে থামান না। ”
৪৪. “ ভালবাসা, যত্ন, সমর্থন, উদারতা, ধৈর্য, এবং বোঝাপড়া হল মূল্যবোধ যা একটি সুখী এবং সুস্থ পরিবারকে টিকিয়ে রাখে। এই কারণেই আমি আপনাকে উপরের সমস্ত কামনা করতে চাই। আপনার পরিবার সমৃদ্ধ হোক এবং একটি আদর্শ হতে পারে! শুভ বিবাহ দিবস! ”
৪৫. “ আপনার পরিবার দু: সাহসিক কাজ এবং অকৃত্রিম ভালবাসায় পূর্ণ একটি আকর্ষণীয় যাত্রা হতে বাঁচুক! শুভ বিবাহ দিবস। ”
৪৬. “ আমি আশা করি আপনার ভালবাসা প্রতিদিন আরও দৃ stronger়তর হয় এবং আপনার বিবাহের দীর্ঘকাল দীর্ঘকালীন থাকে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় বন্ধু। ”
৪৭. “ দুটি সুন্দর মানুষের মধ্যে একটি দুর্দান্ত বিবাহের চেয়ে দেখার মতো সুন্দর আর কিছুই নেই। শুভ বার্ষিকী, আমার বন্ধুরা। ”
৪৮. “ আমি তোমার ভালবাসার প্রশংসা করি প্রতিদিন আপনি আমাকে প্রমাণ করেন যে সত্যিকারের ভালবাসা বিদ্যমান। আমি আপনাকে শুভ কামনা করি, এবং আপনার যদি কিছু দরকার হয় তবে আমি উভয়ের জন্য সর্বদা উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনার বার্ষিকীতে অভিনন্দন! ”
৪৯. “ আমি তোমার ভালবাসার প্রশংসা করি প্রতিদিন আপনি আমাকে প্রমাণ করেন যে সত্যিকারের ভালবাসা বিদ্যমান। আমি আপনাকে শুভ কামনা করি, এবং আপনার যদি কিছু দরকার হয় তবে আমি উভয়ের জন্য সর্বদা উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনার বার্ষিকীতে অভিনন্দন! ”
৫০. “ হ্যাপি ম্যারেজ ডে। তোদের দেখে সত্যিই ভালো লাগে। সুন্দর ও পবিত্র সম্পর্ক আরও বেশি মধু হোক দোয়া করি। ”
বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা –
৫১. “ এই বিশেষ দিনটি আবার ফিরে এসেছে। এই দিনটিই আপনি উভয়েই মানত করেছিলেন। আপনার বিবাহের দিনে আপনার উভয়ের একইরকম ভালবাসা দেখে আমি খুশি। ”
৫২. “ বার্ষিকীর শুভেচ্ছা, দোয়া করি আগামী দিনগুলোতে যে আরও বেশি সুন্দর ও সঠিকভাবে সকল দায়িত্ব পালন করতে পারো। ”
৫৩. “ ভাইয়া-ভাবি তোমাদের বিবাহ বার্ষিকীতে অনেক অনেক দোয়া রইলো। আরও বেশি সুখি হও। ”
৫৪. “ আমি আশা করি যে আপনার মধ্যে ভালবাসা একটি জীবনকাল স্থায়ী। আপনি যেমন নিখুঁত জুটি আমি কখনও দেখা। আপনি একটি দীর্ঘ প্রেমময় জীবনযাপন করতে পারেন। ”
৫৫. “ আরেকটি বছর কেটে গেল এবং আপনি বিশ্বকে দেখাতে থাকলেন যে সত্যিকারের ভালোবাসা আছে – শুভ বার্ষিকী! ”
৫৬. “ আপনি উভয় এই বিশেষ দিন ফিরে তাকান হিসাবে বছরের পর বছর ধরে, আপনি একসাথে কাটিয়েছেন। ”
৫৭. “ যে মুহুর্তগুলি আপনি হেসেছিলেন এবং একসাথে কেঁদেছিলেন
একে অপরের সাথে ভাগ করে নেওয়া সমস্ত সুখ এবং দুঃখ। ”
৫৮. “ তোমাদের একে অপরের মাঝে যে মিল তা মনে হয় পৃথিবীর আর কোথাও নেই। ”
৫৯. “ আমি তোমাদের ভালোবাসা দেখে মুগ্ধ।
তোমাদের ভালোবাসা এভাবেই যেন মজবুদ থাকে। ”
৬০. “ আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি।
যাতে তোমরা সুখী হও এবং তোমাদের সকল আশা যেন পূর্ন হয়। ”
৬১. “ আমি আশা করছি যে আপনি দু’জনের ভাগ করে নেওয়া ভালোবাসা বছরের আগে আগের মতোই দৃ strong় কারণ এটি আপনাকে সুখ, আনন্দ এবং অনেক ভালবাসা এনে দিয়েছে। এই বার্ষিকী, আমি আপনার সাথে উদযাপন। ? মিষ্টি দম্পতির শুভ বার্ষিকী। ”
৬২. “ ভাইয়া ও ভাবী যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার জন্য একটি শুভ বার্ষিকী রইল। আমরা একসাথে তৈরি সমস্ত বিশেষ স্মৃতি জন্য ধন্যবাদ। ”
৬৩. “ আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আপনি আমার ভাই। ভাই এবং বন্ধু হিসাবে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। শুভ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয় ভাই। ”
৬৪. “ পুরো মহাবিশ্বে তোমরা দুজন আমার সবচেয়ে প্রিয় মানুষ। দয়া করি তোমাদের জন্য। ”
৬৫. “ তোদের বিবাহ বার্ষিকীর দিনটি সর্বদা আনন্দে আপনার হৃদয়কে সন্তুষ্ট করুক এবং তোদের আগের জীবনকালের সুখী স্মৃতি একসাথে কাটুক। শুভ বার্ষিকী, ভাইয়া এবং ভাবী। ”
৬৭. “ চাঁদের হাট হয়ে উঠুক আমার প্রিয় ভাই-ভাবির সংসার। ”
৬৮. “ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা, দোয়া করি আগামী দিনগুলোতে যে আরও বেশি সুন্দর ও সঠিকভাবে সকল দায়িত্ব পালন করতে পারো। ”
৬৯. “ আপনাদের পবিত্র বন্ধন চিরকাল অটুট থাকুক। সুখী হও, অনেক অনেক শুভ কামনা। ”
৭০. “ আপনাদের জুটি দেখে মুগ্ধ। দোয়া করি তোমরা এভাবেই যেন একে অপরের সঙ্গে মিলে থাকতে পারো। ”
ইসলামিক বিবাহ বার্ষিকী শুভেচ্ছা –
৭১. “ মহানবী হজরত মোহাম্মদ (সা:) বলেন যে , ‘বিয়ে হল তার সুন্নাহ। যে ব্যক্তি বিশেষ তার সুন্নাহ থেকে বঞ্চিত হবে সে ”ব্যক্তি তার দলভুক্ত নয়। ”
৭২. “ বিয়ে নিয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ (সা:) বলেছেন “যে বিয়ে খরচ কম হয় ,সে বিয়ে বেশি বরকতময় হয়ে থাকে। ”
৭৩. “ একটি হাদিসে আমাদের প্রিয়নবী ইরশাদ করেছেন –‘বিয়ে হল দৃষ্টি নিয়ন্ত্রণকারী। তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য। ”
৭৪. “ হাদিসের মতে “বিয়েতে অনেক বেশি অর্থ অপচয় করা এবং সেই সাথে অতটুক বেপর্দাহীন চলাফেরা করা বিয়ের সুন্নাহ নয়। ”
৭৫. “ রাসূলুল্লাহ (সা:) বলেন –বিয়েতে অভিবাবক এবং দুইজন সাক্ষী ছাড়া কোন ধরণের বিবাহ গ্রহণযোগ্য নয়। ”
৭৬. “ দাউদ ও তিরমিজি শরীফে বলা হয় যে ‘ পুরুষের আয়ের উপর নির্ধারণ করে দেনমোহ নির্ধারণ করা সুন্নাহ। ”
৭৭. “ একটি হাদিসে এমনও আছে যে, স্বামী হচ্ছে স্ত্রীর
জান্নাতের চাবি। ”
৭৮. “ আমাদের নবী সাঃ একটি হাদিসে বলেছেন, হে জাবের! তুমি এমন নারীকে বিবাহ করো যে তোমাকে আনন্দ দেবে এবং তুমি ও তাকে আনন্দ দেবে। ”
৭৯. “ কুমারী মেয়েকে তার অনুমতি ছাড়া এবং বিধবা নারীকে তার মতামত ছাড়া বিয়ে দেওয়া যাবে না।
সহীহ বুখারী – ৬৯৭০ ”
৮০.বিয়ের সময় পাত্রী দেখা মুস্তাহাব।
বাবা মায়ের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা –
৮১.“ শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মা ও বাবা! আমার জীবনে আশ্চর্যজনক বাবা-মা পেয়ে আমি কতটা ধন্য তা বর্ণনা করতে শুরু করতে পারছি না। তোমাদের দুজনের মধ্য দিয়ে সত্যিকারের ভালোবাসা দেখে আমার মন সবময় আনন্দিত হয়ে ওঠে। ”
৮২. “ একে অপরকে ভালবাসতে এবং একসাথে স্মৃতি তৈরি করে আরও একটি বছর পার করার জন্য অভিনন্দন। শুভ বিবাহ বার্ষিকী প্রিয় মা বাবা! ”
৮৩. “ এটি একটি দীর্ঘ যাত্রা হয়েছে তবে অবশ্যই একসাথে অনেক সুখী স্মৃতিতে ভরা। মা-বাবা তোমাদের উভয়কে একটি শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা! আশা করছি তোমরা আরও কয়েক হাজার বছর ধরে আমাদের এইভাবে আশীর্বাদ করতে থাকবে! ”
৮৪. “ কেউ আমাদের মায়ের মতো যত্ন করেনি এবং কেউ বাবার মতো আমাদের রক্ষা করেনি। এই দিনে, আমরা তোমাদের উভয়কে একটি খুব সুখী বিবাহ বার্ষিকী কামনা করছি! ”
৮৫. “ আপনি সবার কাছে প্রমাণ করেছেন যে কোনও নিখুঁত বিবাহ নেই। তবে একটি অসম্পূর্ণ বিবাহ এখনও সবচেয়ে সুখী, দৃ stron় এবং সবচেয়ে প্রেমময় বিবাহ হতে পারে। আমি তোমার জন্য খুব গর্বিত, মা এবং বাবা। শুভ বার্ষিকী! ”
৮৬. “ আপনার দুজনের কারণে, আমি বিশ্বাস করি যে এখানে একটি ভালবাসা সত্য। একে অপরকে ভালবাসার জন্য এবং আমাদের বিবাহের আসল অর্থ শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। শুভ বার্ষিকী, মা এবং বাবা! ”
৮৭. “ বছরের পর বছর ধরে, আপনি নিজের সম্পর্কের ভাল যত্ন নিয়েছেন। আপনি কীভাবে আপনার বাচ্চাদের আমাদের যত্ন করেছিলেন। আপনি একসাথে প্রেমে এবং খুশি থাকতে পরিচালিত। এখন আপনি অন্য বার্ষিকী উদযাপন করছেন। শুভ বার্ষিকী, মা এবং বাবা! ”
৮৮. “ আমার কাছে এইরকম দুর্দান্ত বাবা-মা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে বিশ্বের সমস্ত সুখ কামনা করি। শুভ বার্ষিকী, মা এবং বাবা! ”
৮৯. “ বেদনা কখনো তোমার ঠিকানা জানে না, চাপ কখনো তোমার পায়ে স্পর্শ করে না, তুমি সুখে পরিবেষ্টিত থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ”
৯০. “ আমি প্রত্যক্ষ করেছি আপনি প্রতি বছর পরস্পরের ঘনিষ্ঠ হয়ে উঠছেন। আপনার ভালবাসা এবং যত্ন দিন দিন বৃদ্ধি. তোমরা দুজন এখন অবিচ্ছেদ্য। সর্বদা প্রেমে থাকুন এবং সুখী থাকুন, মা এবং বাবা। শুভ বার্ষিকী! ”
৯১. “ আপনার বার্ষিকীতে, আমি আপনাকে উপহার হিসাবে কী দিতে পারি, একটি দুর্দান্ত পার্টির মাধ্যমে, গয়না কিনতে পারি বা আপনার সাথে সময় কাটাতে পারি? আমি জানি তৃতীয় বিকল্পটি আপনি বেছে নেবেন। ”
৯২. “ আপনারা দুজনেই একে অপরের সঙ্গে সেরা জীবন উপভোগ করুন। সিম্ফনি দম্পতির জন্য এটাই আমার কামনা। ”
৯৩. “ আজ আমি তোমাকে বলতে চাই এমন অনেক কিছু আছে, কিন্তু আমি আমার আবেগের কথা শুধু এই কথাগুলো দিয়ে শেষ করব, প্রিয় মা বাবা, তুমি আমাদের অনেক কিছু দিয়েছ। আমরা আপনাকে অনেক ভালোবাসি! ”
৯৪. “ আমার সুখের জগতে, আমার বেঁচে থাকার পৃথিবী, সেরা দম্পতি, আমি তোমাকে ভালোবাসি মা-বাবা। শুভ বার্ষিকী! ”
৯৫. “ তোমার বিয়ের পর তোমার জন্য সবচেয়ে বড় উপহার ছিল আমার জন্ম। আমার জন্মের পরে আমার জন্য সবচেয়ে বড় উপহার ছিল আপনার মতো বাবা-মা। শুভ বার্ষিকী মা এবং বাবা। ”
৯৬. “একে অপরকে বিয়ে করার জন্য আপনাকে ধন্যবাদ কারণ আপনি যদি একে অপরকে বিয়ে না করেন তবে আমাদের কখনও এতো সুন্দর মা এবং দায়িত্ববান বাবা থাকতে হবে না। শুভ বার্ষিকী! ”
৯৭. “ কেউ আমাদের মায়ের মতো যত্ন করেনি এবং কেউ বাবার মতো আমাদের রক্ষা করেনি। এই দিনে, আমরা আপনাদের উভয়কে একটি খুব সুখী এবং রোমান্টিক বার্ষিকী কামনা করি! ”
৯৮. “ আপনি সমগ্র বিশ্বের কাছে প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালবাসার অস্তিত্ব রয়েছে এবং দুটি মানুষ একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে কিছুই এটিকে ক্ষতি বা ধ্বংস করতে পারে না। শুভ বার্ষিকী! ”
৯৯. “ বছরের পর বছর, আপনি যে ভালবাসা ভাগ করেন তা কেবল আরও শক্তিশালী এবং মজবুত হয়, পরিবারকে লালন-পালন করে এবং কাছাকাছি রাখে। শুভ বার্ষিকী, মা এবং বাবা। ”
১০০. “ আপনি দুজনে সবচেয়ে মজার বাবা-মা হতে পারেন। সব pranks এবং মজা ভরা অবকাশ আমরা আমাদের জীবনের আসল অর্থ শিখিয়েছি। আমার প্রেঙ্কস্টার বাবা-মাকে, শুভ বার্ষিকী বন্ধুরা! ”
১০১. “ বাবা, মায়ের সিদ্ধান্তে কখনই হাসবেন না, কারণ আপনি তার একজন। একসাথে থাকার সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং আমার অস্তিত্বের কারণ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ বার্ষিকী! ”
১০২. “ সমস্যা এসেছে এবং চলে গেছে, কিন্তু এখানে আপনি এখনও শক্তিশালী এবং আগের চেয়ে আরও বেশি ভালবাসায় দাঁড়িয়ে আছেন। বিশ্বের সেরা পিতামাতার জন্য শুভ বার্ষিকী! ”
১০৩. “ বছর কেটে যাবে এবং একের পর এক বার্ষিকী আসবে, কিন্তু একে অপরের প্রতি আপনার ভালবাসা চিরকাল থাকবে। শুভ বার্ষিকী। ”
১০৪. “ আপনার বিবাহের প্রতিষ্ঠান আমাদের জীবনের মূল মূল্যবোধ শিখিয়েছে, যা বিশ্বের অন্য কোনো প্রতিষ্ঠান শেখাতে পারে না। শুভ বার্ষিকী মা এবং বাবা। ”
১০৫.“ আজ তোমার বার্ষিকী! আপনি কেবল একটি বিজোড় দম্পতি, তবে আপনি একটি নিখুঁত জুটি তৈরি করেন। শুভ বিশেষ দিন! ”
১০৬. “ বিবাহ বার্ষিক এর শুভেচ্ছা। আর দোয়া করি তোমরা যেন এভাবেই যতোদিন বেচে আছো একসাথে
থাকতে পারো। প্রিয় বাবা মা দোয়া রইলো তোমাদের জন্য। ”
১০৭. “ আমি নিজেকে ধন্য মনে করি কারন আমি তোমাদের মতো বাবা মা পেয়ে। ”
১০৮. “ আমি বুঝিনি প্রেম এত মধুর হয়। তোমাদের জুটি দেখে তা বুঝিছি। তোমাদের মাঝে যে মিল বা ভালোবাসা তা আর কোথাও হতে পারে মনে হয় না। ”
১০৯. “ আমার মনে হয় আপনারা সবচেয়ে সুন্দর দম্পতি। শুভ বিবাহ বার্ষিকী আব্বু-আম্মু। ”
১১০. “ শুভ বিবাহ বার্ষিকী..
কামনা করি তোমাদের
এই বন্ধন যেন সময়ের
শেষ অবধিও একইরকম
অবিচ্ছেদ্য থাকে.. ”
Keyword: বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, বিবাহ স্ট্যাটাস বাংলা, বন্ধুর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস, নিজের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, প্রথম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, ৩য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, ২য় বিবাহ বার্ষিকী স্ট্যাটাস, বোনের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা, বিবাহ বার্ষিকী শুভেচ্ছা