বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক

বিশ্বের বিভিন্ন বিষয়ের জনক আসুন জেনে নিই কে কোন বিষয়ের জনক।

জীব বিজ্ঞানের জনক —

এরিস্টটল।

প্রাণী বিজ্ঞানের জনক —

এরিস্টটল।

রসায়ন বিজ্ঞানের জনক —

জাবির ইবনে হাইয়ান।

পদার্থ বিজ্ঞানের জনক —

আইজ্যাক নিউটন।

মেডিসিনের জনক —

হিপোক্রেটিস।

জ্যামিতির জনক —

ইউক্লিড।

জীবাণু বিদ্যার জনক —

লুই পাস্তুর।

গণতন্ত্রের জনক —

জন লক।

ব্যবস্থাপনার জনক —

হেনরী ফেওল।

মানব সম্পদ ব্যবস্থাপনার জনক —

জর্জ এলটন ম্যায়ো।

প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক —

হেনরী ফেওল।

আধুনিক ইংরেজি সাহিত্যের জনক —

জর্জ বার্নার্ড শ।

রুশসাহিত্যের জনক —

ম্যাক্সিম গোর্কি।

পারমানবিক বোমার জনক —

ওপেন হাইমার।

সনেটের জনক —

পের্ত্রাক।

সামাজিক বিবর্তনবাদের জনক —

হার্বাট স্পেন্সর।

বিশ্বের বিভিন্ন বিষয় জনক

শ্রেণীকরণ বিদ্যার জনক —

কারোলাস লিনিয়াস।

শরীর বিদ্যার জনক —

উইলিয়াম হার্ভে।

হিসাব বিজ্ঞানের জনক —

লুকাপ্যাসিওলি।

চিকিৎসা বিজ্ঞানের জনক —

ইবনে সিনা।

দর্শন শাস্ত্রের জনক —

সক্রেটিস।

ইতিহাসের জনক —

হেরোডোটাস।

ভূগোলের জনক —

ইরাটস থেনিস।

গণিতের জনক —

আর্কিমিডিস।

গতি বিদ্যার জনক —

গ্যাল।

তেজস্ক্রিয়তার জনক —

হেনরি বেকরেল।

ক্যালকুলাসের জনক —

আইজ্যাক নিউটন।

বাংলা উপন্যাসের জনক —

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

বিশ্বের বিষয়ের জনক

ইংরেজী কবিতার জনক —

জিওফ্রে চসার।

মুসলিম জাতির জনক —

হযরত ইব্রাহীম (আ:)।

About admin

Check Also

নিহত হয়েছেন হাসান নাসরাল্লাহ, নিশ্চিত করল হিজবুল্লাহ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। একটি বিবৃতিতে, লেবাননের গোষ্ঠীটি ইসরায়েলি দাবির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *