ভুল করে ফেলেছি, আবারও বাদাম বিক্রি করব’, নিজেই ক্ষমা চাইলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর সম্প্রতি সময়ে কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি তারকা খ্যাতি পান। তিনি শুধু সেলিব্রিটি হয়ে ওঠেন নি, পাশাপাশি তিনি অন্যান্যদের টেক্কা দিয়েছেন। গত কয়েক মাস ধরে যেভাবে তিনি নিজের ট্রেন্ডিং বজায় রেখেছেন তা সচরাচর দেখা যায় না। নিউজ১৮বাংলা।

স্রেলিব্রেটি বনে যাও ভুবন বাদ্যকরকে নিয়ে নেটজিনদের সমালোচনার শেষ নেই। ভুবন বাদ্যকর জনপ্রিয়তা লাভ করার পর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেকে বড় সেলিব্রিটি হিসাবে তুলে ধরতে শুরু করেন। এমনকি একাধিকবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আর বাদাম বিক্রি করবেন না।

তিনি একটি চ্যানেলে দেওয়া সাক্ষৎকারে জানিয়েছিলেন, সেলিব্রিটি মানুষ হয়ে কি আর বাদাম বিক্রি করা যায়! তবে এবার তার এই মন্তব্য নিয়ে তিনি ক্ষমা চেয়েছেন। শুক্রবার তিনি বীরভূমের শান্তিনিকেতনের একটি রিসোর্টে আসেন এবং সেখানে কথায় কথায় এই বাদাম বিক্রি না করার প্রসঙ্গ ওঠে। এই প্রসঙ্গ উঠতেই ভুবন বাদ্যকর ক্ষমা চেয়ে বলেন, “আগের ওই কথা বলা ভুল হয়ে গিয়েছিল, ক্ষমা করে দেবেন।

বাদাম বিক্রি না করলে খাব কি? আপনাদের পাশে এসেছি, এখন আপনারা যদি ঠেলে ফেলে দেন তাহলে আমি কোথায় যাব? আমার বাদাম তো আছেই, আমাকে বাদাম বিক্রি করেই খেতে হবে। বাদাম থেকেই আমার এত দূরে আসা, আপনাদের কাছে আসা।”

About admin

Check Also

সজিবকে তালাক দিয়ে মামুনকে বিয়ে করবো, বললেন গৃহবধূ

স্বামীর ফুপাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে বিয়ের দাবিতে প্রেমিকের বোনের বাড়িতে অবস্থান নিয়েছেন এক …