জাতীয় মানবাধিকার কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২4 – NHRC Job Circular 2024

জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: জাতীয় মানবাধিকার কমিশনে ০৩ ধরনের ০৭ টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছ। আবেদন করতে পারবেন ১০ আগস্ট পর্যন্ত। ১৮ থেকে ৩০ বছর বয়স হলে এইচএসসি,স্নাতক পাসে অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানঃ জাতীয় মানবাধিকার কমিশন

মোট পদ সংখ্যাঃ ০৪ ধরনের ১৫ টি পদ

পদ, যোগ্যতা ও বেতন কাঠামোঃ

1.গ্রন্থাগারিক (০১) – তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যাবস্থাপনাতে স্নাতক পাশে ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা মাসিক বেতন।

2.ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর (০২) – এইচ এস সি বা সমমান পাশে ৯,৩০০-২২,৪৯০/- টাকা মাসিক বেতন।

3.অফিস সহকারি কাম – কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৪) – এইচ এস সি পাশে ও অভিজ্ঞতার আলোকে ৯,৩০০-২২,৪৯০/- টাকা মাসিক বেতন।

আবেদনকারীর বয়সসীমার শর্তঃ ০১ জুলাই ২০২২ তারিখে মিনিমাম ১৮ আর ম্যাক্সিমাম ৩০ বছর বয়স হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এপিডেভিট গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমাঃ অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হবে ১৯ জুলাই ২০২২ সকাল ১০ টা থেকে। আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট বিকাল ০৫ টা পর্যন্ত।

জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Source: Bangladesh Pratidin, 19 July 2022

Application Deadline: 10 August 2022

অফিসিয়াল সাইট: www.nhrc.org.bd

মানবাধিকার কমিশন এর ঠিকানাঃ প্রধান কার্যালয়, বিটিএমসি ভবন, (৯ম তলা), ০৭-০৯ কাওরান বাজার,ঢাকা

ব্যাক্তিগত সহকারি( ০৩) – কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/ সমমান পাশে ১১,০০০-২৬,৫৯০/- টাকা মাসিক বেতন।

হিসাবরক্ষক ( ০১ ) – বাণিজ্য বিভাগের যে কোন বিষয়ে স্নাতক পাশে ১১,০০০-২৬,৫৯০/- টাকা মাসিক বেতন।

বেঞ্চ এসিস্ট্যান্ট (০৩) –কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক পাশে ৯,৭০০-২৩,৪৯০/- টাকা মাসিক বেতন।

মানবাধিকার কমিশন নিয়োগ, মানবাধিকার কর্মী নিয়োগ ২০২২, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি,মানবাধিকার কর্মী নিয়োগ ২০২২, মানবাধিকার, কমিশন এর ঠিকানা, মানবাধিকার কর্মী হতে চাই, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ২০২১, human rights job circular, human right commission, human rights helpline number, human rights bangla, bangladesh human rights council, bangladesh manobadhikar foundation, chairman human rights commission

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …