প্রেমিক খুঁজছেন মিয়া খলিফা!

মিয়া খালিফার নামের সঙ্গে সবাই কম-বেশি পরিচিত। আর যদি তা না হয়, চলুন চট করে একবার পরিচয় করিয়ে দেই সবার আগে। সাবেক এই তরকার বর্তমান পরিচিতি সোশ্যাল মিডিয়া স্পোর্টস স্টার হিসেবেও। যদিও নেট মাধ্যমে নিজের ছবি এখনও শেয়ার করে থাকেন তিনি।
২০১৯ সালে সুইডিশ শেফের সঙ্গে অংটি বদল করেন মিয়া খলিফা। গত বছরের জুনে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা ভেস্তে যায়। আর চলতি বছরের জুলাইয় নিজেদের বিচ্ছেদের কথা জানালেন প্রাক্তন এই তারকা।

বিয়ে ভাঙার পর বেশ কিছুদিন হতাশ ছিলেন মিয়া খলিফা। তবে তিনি চান, নতুন করে সবকিছু শুরু করতো। সেই ধারাবাহিকতায় তার একজন খুব কাছের মানুষ প্রয়োজ বলে মনে করেন তিনি।

এদিকে মিয়া খলিফাকে খুশি করতে অনেকে নানাভাবে চেষ্টা করছেন। যেমন, এক ট্যাটু শিল্পী মিয়া খলিফার মুখ নিজের পায়ে ট্যাটু করিয়েছেন। ‘ট্যাটু আর্টিস্ট ০১’ নামের একটি ইনস্টা অ্যাকাউন্টে ওই ভিডিও পোস্ট করেছেন তিনি। শোনা যাচ্ছে, সেই ট্যাটু শিল্পী দিল্লির বাসিন্দা এবং মিয়ার প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করতেই এই কাজ করেছেন তিনি। অনেকেই তার এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন।

About admin

Check Also

‘আপা আপা’ বলা কে এই তানভীর

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি …