বিয়ের রাতে জুতা চুরি, সোজা থানায় ম্যাক্সওয়েল

বিয়ের দিন জামাইয়ের জুতা চুরি করা উপমহাদেশের রীতিতে খুবই পরিচিত এবং প্রচলিত একটা বিষয়। বিয়ে বাড়িতে এটাকে দেখা হয় বাড়তি বিনোদন হিসেবে। কিন্তু অস্ট্রেলিয়ান হওয়ায় সেটা বুঝতে পারেননি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আর সেই জুতার খোঁজে মামলা করতেই সোজা কিনা থানায় চলে গেছেন এই অজি তারকা। অস্ট্রেলিয়ান গণমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবিই করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে সেই ২০১৭ সাল থেকে প্রেম ম্যাক্সওয়েলের। অবশেষে তারা চলতি মাসে বিয়ের পিড়িতে বসেছেন। প্রথমে অস্ট্রেলিয়া রীতি মেনে বিয়ে হয়। পরে বিয়ের অনুষ্ঠান হয় তামিল রীতিতে।

ভারতীয় সেই বিয়ের অনুষ্ঠানেই মজা করে কেউ নতুন জামাই ম্যাক্সওয়েলের জুতা লুকিয়ে ফেলেন। বেচারা ম্যাক্সওয়েল ভেবেছিলেন, চুরি হয়ে গেছে তার জুতা। তাই সোজা গিয়ে অভিযোগ দেন থানায়। পরে অবশ্য ব্যাপারটি পরিষ্কার হয় ম্যাক্সওয়েলের কাছে। উপমহাদেশের বিয়েতে এমন মজার রীতি চালু আছে জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে নেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।