যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন – ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম অধ্যায়

যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন – ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম অধ্যায় আস-সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম অধ্যায় থেকে যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন বিস্তারিত আলোচনা করব। নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয়, ছোটো ছোটো দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি। সারাদিন কে কী করেছি, তা নিয়ে কথা হচ্ছে। মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করাতে গিয়েছি। একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন। তাঁর সাথে আমার ও মায়ের কথা হচ্ছে।

যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন

যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন

নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয়, ছোটো ছোটো দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো।

১. রাতের খাওয়া শেষে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন

রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি। সারাদিন কে কী করেছি, তা নিয়ে কথা হচ্ছে। এখানে রাতের খাওয়া শেষে এমন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন যেভাবে।

উত্তর : [রাত। বাড়ির সবাই একসাথে খাচ্ছি।]

মাসুম : আজ ক্লাসে অনেক মজা হয়েছে।

বাবা : কী হয়েছে?

মাসুম : আজ শিক্ষক ‘পণ্ডশ্রম’ কবিতাটি খুব মজা করে পড়িয়েছেন।

আমরা সুর করে ছন্দ মিলিয়ে একসাথে আবৃত্তি করেছি।

বাবা : এ তো খুব ভালো কথা।
মা : কালকের মাদরাসার পড়া শেষ করেছ?

মাসুম : হ্যাঁ মা, মাদরাসার সকল পড়া বিকালেই শেষ হয়েছে।

শ্রীমা : তোমার পড়া কখন শেষ করেছ, আবিদা?

আবিদা : আমার পড়া মাদরাসা থেকে এসেই শেষ করেছি মা।

মা : আচ্ছা, ঠিক আছে। খাওয়া শেষ করে দাঁত ব্রাশ করে ঘুমোতে যাবে।

মাসুম : ঠিক আছে মা।

২. মুচির সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করাতে গিয়েছি। একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন। তাঁর সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। এখানে মুচির সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ যেভাবে করবেন তা তুলে ধরা হলো। 

উত্তর: আহসান: মা, আমার জুতা ছিড়ে গেছে।

মা : মেইন রোডে একজন মুচি বসে। আমি তোমাকে সাথে নিয়ে যাচ্ছি, চলো।

আহসান : চলো মা। আমি জুতাটি ব্যাগে ভরে নিয়েছি।

[রাস্তার পাশে মুচির কাছে গিয়ে…!

মা : আপনি ভালো আছেন?

মুচি : জি, ভালো আছি। আপনি?

মা : হ্যাঁ, আমি ভালো আছি আমার ছেলের জুতাটা ছিঁড়ে গেছে। একটু সেলাই/মেরামত করে দিন।

মুচি : জি, অবশ্যই আমাকে দিন। মুচি জুতা সেলাই করতে লাগলেন; মা এবং আহসান তা দেখতে লাগল।

মা : হয়ে গেছে?

মুচি : জি, এই নিন।

মা : কত দিতে হবে?

মুচি : ২০ টাকা

মা : এই নিন।

মুচি : ধন্যবাদ। আবার আসবেন।

৩. অসুস্থ রোগীর সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন। বাবার সঙ্গে তাঁকে দেখতে গিয়েছি এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। যেভাবে অসুস্থ রোগীর সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন। 

উত্তর:

মিতু : আমরা হাসপাতালে যাচ্ছি কেন বাবা?

বাবা : তোমার মামা বাইক অ্যাকসিডেন্ট করেছেন। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি।

মিতু : আচ্ছা।

[হাসপাতালে পৌঁছানোর পর]

বাবা : মাসুদ, তোমার পায়ের এখন কী অবস্থা?

মাসুদ মামা: ডাক্তার প্লাস্টার করে দিয়েছেন। নিয়মিত তত্ত্বাবধান করছেন। আর বলেছেন পূর্ণ বিশ্রামে থাকতে। মিতু : মামা, তুমি অ্যাকসিডেন্ট কীভাবে করলে?

মাসুদ মামা: বৃষ্টি হওয়ার কারণে রাস্তা অনেক পিচ্ছিল ছিল ব্রেক করার পর আর হোন্ডার ভারসাম্য (ব্যালেন্স) বজায় রাখতে পারিনি

মিতু: ও! মামা তুমি শরীরের যত্ন নাও। আর চিকিৎসক যেসব ঔষধ গ্রহণ করতে বলেছেন তা নিয়মিত যথাসময়ে গ্রহণ করো। তুমি দ্রুতই সেরে উঠবে।

বাবা : যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে কোনো দ্বিধা করো না। আজ আসি।

মিতু: আসি মামা।

মামা : ঠিক আছে, সাবধানে যেও

যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন | ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম অধ্যায়

৪. দোকানদারের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে। দোকানদারের সাথে কথা বলছি। এখানে যেভাবে দোকানদারের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন তা পাবেন। 

উত্তর:

যায়েদ : আপনার কাছে চাল আছে?

দোকানি: হ্যা, আছে

যায়েদ: আমাকে দুই কেজি চাল দিন

দোকানি: এই নাও বাবা।

যায়েদ: কত দিতে হবে আপনাকে?

দোকানি: ৫০ টাকা করে দুই কেজি ১০০ টাকা

যায়েদ: এই নিন চাচা।

দোকানি: ধন্যবাদ বাবা। আবার এসো

৫. অপরিচিত লোকের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

কয়েকজন বন্ধু (মাদরাসা) স্কুল থেকে বাসায় ফিরছি একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। কিভাবে অপরিচিত লোকের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন? 

উত্তর:

আলম : আজ টিফিন পিরিয়ডে অনেক মজা হয়েছে।

আতিক: মতিউর আমাকে দৌঁড়ে ধরতেই পারেনি।

মতিউর: কাল দেখবি ঠিকই ধরে ফেলব।

একজন অপরিচিত লোক ওদের দিকেই এগিয়ে আসছিল। কাছে আসতেই হাতে থাকা একটি কাগজ বাড়িয়ে জিজ্ঞেস করলেন-।

আগন্তুক: দেখোতো বাবা, এ ঠিকানাটা কোথায়?

আতিক: দেখি [আতিক কাগজে লেখা দেখল ৫৮, রূপচান দাশ লেন, ঢাকা-১১০০।] আপনি কিছুদূর হাঁটলেই একটি হাসপাতাল দেখতে পাবেন। তারপর একটু সামনে এগুলেই হাতের ডানে একটি গলি পড়বে। সেটিই রূপচান দাশ লেন। আর ৫৮ নং বাড়িটি সম্ভবত কাগজিটোল’ সোশ্যাল ক্লাবের পাশেই হবে।

আগন্তুক: ধন্যবাদ।

আতিক: ঠিক আছে। আপনার দিন শুভ হোক।

৬. স্কুলের শিক্ষকের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ

কিছুদিন অসুস্থ থাকায় (মাদরাসায়) স্কুলে যেতে পারিনি। শ্রেণি- শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। স্কুলের শিক্ষকের সাথে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করার নিয়ম। 

উত্তর:

আসমা: আসসালামু আ’লাইকুম, স্যার

শিক্ষক: ওয়া আলাইকুমুস সালাম, কেমন আছো আসমা?

আসমা : আল্লাহর রহমতে ভালো আছি, স্যার। আপনি কেমন আছেন, স্যার?

শিক্ষক: লআল হামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কয়েকদিন হলো তুমি মাদরাসায় আসছ না, তাই ফেন করেছি।

আসমা : দুঃখিত স্যার, আমার জ্বর হয়েছিল, তাই মাদরাসায় যেতে পারিনি।

শিক্ষক: আল্লাহ শেফা দান করুন তুমি অসুস্থ হয়েছো তা একবার ফোন করে তো জানাতে পারতে।

আসমা : দুঃখিত স্যার, প্রচণ্ড জ্বরে আমি একেবারে অচেতন হয়ে পড়েছিলাম আর আমার মা-বাবাও আমাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে ফোন করার কথা ভুলে গিয়েছিলেন।

শিক্ষক: ঠিকমতো চিকিৎসা নিয়েছো, এখন সুস্থ হয়েছো?

আসমা : পাশের বাড়ির ডাক্তার বাবু এসে ঔষধপত্র দিয়েছেন এখন আমি একটু সুস্থ হয়েছি, তবে শরীর খুব দুর্বল।

শিক্ষক: চিন্তা করো না আসমা, নিয়মিত ওষুধ খাও, বিশ্রাম নাও। পূর্ণ সুস্থ হলে পড়ে ক্লাসে আসবে। আসমা জি, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ।

যেভাবে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করবেন ভিডিও দেখুন…

পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এর ক্ষেত্রে বিবেচ্য  

পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ এর ক্ষেত্রে বিবেচ্য বিষয়। বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বেসব বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তোমার মনে হয়, সেগুলো নিচে লেখো।

জরুরি যোগাযোগ 

অনেক সময়ে জুররি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো। এমন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো।

জরুরি পরিস্থিতিকার সঙ্গে যোগাযোগ করবে
১. তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে।
২. খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।
৩. ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে।
৪. হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে।

উত্তর:

জরুরি পরিস্থিতিযার সঙ্গে যোগাযোগ করব
১. তোমার এলাকার কোনো বাড়িতে আগুন লেগেছে।ফায়ার সার্ভিস অফিসের ফোন নম্বরে কল করব।
২. খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।ডাক্তার ডাকব। প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাব এবং অভিভাবককে জানাব।
৩. ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে।বিদ্যুৎ অফিসের ফোন নম্বরে কল করে তাদেরকে জানাব।
৪. হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে।স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাইকে প্রচারণা করব।

About admin

Check Also

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে কিভাবে পাবেন

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে কিভাবে পাবেন

সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে কিভাবে পাবেন চাকরির নিরাপত্তার কারণে সরকারি চাকরিতে বাড়ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *