আমার নাম মোছা: রাবেয়া আক্তার । আমার পিতা নাম মো: স্বপ্ন বেপারি। আমার মায়ের নাম মোছা: হনুফা বেগম। গ্ৰাম:চর বায়রা গালি। থানা: সিরাজদিখান। জেলা: মুন্সীগঞ্জ।
দুই বসর হয়েছে বিয়ে হয়েছে আমার। একটি ছোট ছেলে আছে। আমার বাবা নেই মা ও দূরে থাকে। আমার তিন বোন কোন ভাই নেই।
আমার স্বামীর বাড়ির লোক আমার মায়ের কাছে থেকে যৌতুক চেয়েছিলো।
আমার মা তাদের এক লক্ষ টাকা দিয়েছে। আমার মায়ের কাছে যা ছিলো তা সব দিয়েছে, কিন্তু সেটাতেও আমার স্বামীর বাড়ির লোক খুশি নয়। তার থেকে আরো বেশি চায়। আমার মা দিতে না পারায় আমাকে আমার স্বামীর বাড়ির লোক অনেক মার ধর করতো।
আমি কাউকে কিছু জানাতাম না। এভাবে অনেক দিন কেটে যায়। আমার ছোট একটি ছেলে হয় ছেলে হওয়ার দুই মাস পর লিজা নামে এক মেয়েকে বিয়ে করে। আমাকে তাদের বাসা থেকে বের করে দেয়।
এখন আমি আমার বড় আপু বাসায় আছি আট মাস হয়ে গিয়েছে আমাদের কোনো খোঁজ খবর নেয় না।
আমাকে তারা নির্যাতন এবং খুব বাজে ভাবে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। আমি এখান আমার আপুর বাসায় আছি।
আমার স্বামীর নাম দীন ইসলাম শেখ। তার পিতার নাম ইউনুস শেখ। তার মায়ের নাম শিরিন বেগম। বিক্রমার পুর ডুলোগাও।
থানা লোহজং। জেলা মুন্সীগঞ্জ। তাঁর এক ভাই এক বোন।
আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করুন আমাকে এদের হাত থেকে বাচান। আমার হাজব্যান্ড আমাকে ফেরে ফেলবে। আমাকে অনেক নির্যাতন করে সবাই মিলে
আমি পুলীশকে ও যানাই কেউ আমার কোনো সাহায্য করেনি
যৌতুকের দায়ে এই পাষান্ডের নির্যাতনের শিকার আমি দয়া করে আমাকে কেউ সাহায্য করুন
যোগাযোগর ঠিকানা:
আমি মোছা: রাবেয়া আক্তার
01883179835