লোকবল নিচ্ছে নৌবাহিনী, নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন চলছে বাংলাদেশ নৌবাহিনী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৪-এ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
শাখার নাম: ডিই বা ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস হতে হবে। তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেডপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
শাখার নাম: মেডিক্যাল
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-৩.৫০ নিয়ে পাস করতে হবে। প্যাট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ) ও টোপাস পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাইটার ও স্টোর পদে পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শাখার নাম: প্যাট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে জিপিএ-৩.০০ নিয়ে এসএসসি বা সমমান পাস হতে হবে। কুক ও স্টুয়ার্ড পদের জন্য যেকোনও বিভাগ থেকে কমপক্ষে জিপিএ-২.৫০ নিয়ে এসএসসি বা সমমান পাস এবং টোপাস পদের জন্য কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা
আগ্রহী প্রার্থীরা: https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২০০ টাকা।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন