অসুস্থ বাবার ইচ্ছায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াংকা!

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস। ইনস্টাগ্রামে খোদ প্রিয়াংকাই জানিয়েছেন সে কথা। তাদের বিয়ে ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়ল বলেই মনে করছেন অনেকে। প্রিয়াংকার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। কিন্তু সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা শোনা যায় তার নাম শাহরখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে- বলিউডে তার কেরিয়ারের শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা। শোনা যায়, শাহরুখের সঙ্গে কাজ করার আগে থেকেই নাকি তাঁর প্রতি টান ছিল প্রিয়াংকা। যদিও প্রকাশ্যে এ নিয়ে কোনও কথা বলেননি তিনি। প্রিয়াংকা সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াংকাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। আবার বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখের খেদ ছিল, ইন্ডাস্ট্রির সকলেই তাকে স্টার মনে করেন। একমাত্র প্রিয়াংকার কাছে তিনি শুধুই ‘কো-স্টার’!

আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয়েছে-২০০৬ সালে প্রিয়াংকার সঙ্গে প্রথম বড়পর্দায় জুটি বাঁধেন শাহরুখ। সেটি ছিল ফারহান আখতারের ‘ডন’। যদিও বলিউডের নানা পার্টিতেই তাদের আগে থেকেই পরিচয় ছিল। তবে ফারহানের ‘ডন’-এর পর তাঁর সিক্যুয়েলের সেটেই নাকি শাহরুখ এবং প্রিয়ঙ্কা কাছাকাছি এসেছিলেন। সেটি ছিল ২০১১ সাল। ‘ডন-২’ ফিল্মের খাতিয়ে দু’জনকে বিভিন্ন ফোটোশ্যুটে একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে শ্যুটিংয়ের বাইরেও নাকি তাঁদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সে সব ছবিও ধরা পড়েছিল বলিউডের ক্যামেরায়।

‘ডন টু’-এর পর প্রিয়াংকার প্রতি শাহরুখের আচরণ নাকি পুরোপুরি বদলে গিয়েছিল। ইন্ডাস্ট্রির বহু পরিচালক-প্রযোজকের প্রিয়াংকাকে তাদের ফিল্মে নেওয়ার জন্য নাকি অনুরোধও করেছিলেন শাহরুখ। একসময় আইপিএলে তার মালিক শাহরুখের পাশেও ঘন ঘন দেখা গিয়েছিল প্রিয়াংকাকে। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই দলকে উৎসাহ দিতে শাহরুখের কাছাকাছি তাকে দেখা যেত। এমনকি শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ প্রিয়াংকা প্রায় যেতেন বলে দেখা যেত। ফলে দুজনে যতই অস্বীকার করুন না কেন, তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় লাগেনি। বলিউডে গুঞ্জন আছে, শাহরুখের কথায় নাকি নিজের জন্মদিনের পার্টিতে প্রিয়াংকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন করণ জোহর। অথচ সেই সময় করণের ঘনিষ্ঠ বৃত্তে নাকি প্রিয়াংকা আদৌ ছিলেন না। সে পার্টিতে প্রিয়াংকাকে স্বাগত জানাতে তার গালে চুম্বন একে দিয়েছিলেন শাহরুখ। সে ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। এসব দেখে নাকি রেগে গিয়েছিলেন শাহরুখপত্নী গৌরী। পার্টিতে কেন প্রিয়াংকার সঙ্গে বেশি সময় কাটান শাহরুখ? তা নিয়ে প্রকাশ্যেই নাকি স্বামী-স্ত্রী কথা কাটাকাটি শুরু করে দিয়েছিলেন।

আরও জানা যায়, প্রিয়াংকার সঙ্গে শাহরুখের সম্পর্কের কথা সামনাসামনি না বলেও এ নিয়ে তাদের মধ্যে কম জলঘোলা হয়নি। অনেকে বলেন, গৌরীর কথাতেই নাকি করণ জোহরসহ বলিউডের একাংশ প্রিয়াংকাকে বয়কটও করেন। ডন-২তে প্রিয়াংকার সঙ্গে জুটি বাঁধেননি শাহরুখ। এর পেছনেও নাকি গৌরীর হাত রয়েছে। এমনকি প্রিয়াংকার সঙ্গে ফের বড়পর্দায় দেখা গেলে বিবাহবিচ্ছেদের হুমকিও নাকি দিয়েছিলেন গৌরী। বলিউডের বাদশা নাকি নিজের ভাবমূর্তির খাতিরেই গৌরীর দাবি মেনে নিয়েছিলেন। একসময় তো শাহরুখের সঙ্গে প্রিয়াংকার ‘সালুট’ নামে একটি বায়োপিক করার কথাও উঠেছিল। তবে সে ফিল্মে শাহরুখকে দেখেই নাকি পিছিয়ে যান প্রিয়াংকা।

বলিউড ছেড়ে হলিউডেও কম সাফল্য পাননি প্রিয়াংকা। ২০১৫ সালে কোয়েন্টিকো সিরিজের হাত ধরে তার যাত্রা শুরু। তার পর থেকে দুই-একটি বাদে হলিউডেই কাজ করছেন তিনি। হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা একসময় একটি চ্যাট শোয়ে কার্যত স্বীকার করে নেন প্রিয়াংকা। সেই সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন। কী আশ্চর্য! ওই একই রকম জ্যাকেট তো তার আগে শাহরুখকেও পরতে দেখা গেছে।বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ ও প্রিয়াংকা। প্রিয়াংকার অসুস্থ বাবা নাকি চেয়েছিলেন নিজের মেয়ের বিয়ে দেখে যেতে। তবে সত্যি-মিথ্যে যাই হোক না কেন— ‘ডন-২’-এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।

About admin

Check Also

নিপুণের জন্য একরাতে ১৭ বার কল দেন শেখ সেলিম

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী …