প্রথম স্বামীর শক্তি বেশি তাই আবার ফিরতে চান শ্রাবন্তী

টালিউডের অ’ভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। নিজের ব্যক্তিগত কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন এই অ’ভিনেত্রী। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আব’দ্ধ হন তিনি। এই অ’ভিমন্যু নামে এক পুত্রসন্তান রয়েছে।

চলতি বছরই আইসিএসই পাস করেছেন অ’ভিমন্যু। পড়াশোনা শেষ করে বাবা-মায়ের মতো ফিল্ম দুনিয়াতেই আসতে চান ছেলে। তবে অ’ভিনয় নয়, বাবা রাজীবের মতো সেও পরিচালনা করতে চায়। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, ঝিনুক পরিচালনায় আসতে চায়। আর তাতে আমা’র কোন আপ’ত্তি নেই। ওর পরিচালনার প্রথম ছবিতে আমি করবো বলে ভেবে রেখেছি।

এ আলোচনায় প্রাক্তন স্বামী রাজীব বিশ্বা’সের কথাও উঠে আসে। এ সময় রাজীবের প্রশংসা করে শ্রাবন্তী বলেন- স্বামী হিসেবে হয়তো আমা’র সঙ্গে মতানৈক্য হয়েছে, কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভালো কাজ করছে। এমনকি, আমা’দের বিচ্ছেদ চলাকালীন ‘বিন্দাস’ ও ‘মজনু’ সিনেমায় অ’ভিনয় করেছি। সুযোগ পেলে ফের ওর সঙ্গে কাজ করতে চাই।

রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আব’দ্ধ হন তিনি। এ সম্পর্কেও ভালো নেই তিনি। কারণ দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। এ জটিলতা গড়িয়েছে আ’দালত পর্যন্ত।

Check Also

Health for Life Nutrition A Guide to Living Well

Health for Life Nutrition A Guide to Living Well

In today’s fast-paced world, maintaining good health can seem overwhelming. But the truth is, a …