সাধারণ জ্ঞান – জেনে নিন কোথায় কি নেই
প্রশ্ন: কোন দেশে এবং কোন অঞ্চলে সাপ নেই?
উত্তর: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, আইসল্যান্ড, গ্রীনল্যাণ্ড এবং এন্টার্কটিকা।
প্রশ্ন: কোন দেশে নদী নেই?
উত্তর: সৌদিআরব।
প্রশ্ন: কোন নদীতে মাছ নেই?
উত্তর: জর্ডান নদী।
প্রশ্ন: বৃটিশ উপনিবেশ নয় কিন্ত কমনওয়েলথের সদস্য কোন দেশ?
উত্তর: মোজাম্বিক।
প্রশ্ন: সার্কভুক্ত কোন কোনদেশে সমুদ্র বন্দরনেই ?
উত্তর: আফগানিস্তান,নেপাল,ভুটান।
প্রশ্ন: কোন দেশের ডাকটিকেটে সেই দেশের নাম নেই?
উত্তর: বৃটেন।
জেনে নিন কোথায় কি নেই
প্রশ্ন: বাংলাদেশের কোন বিভাগে রেল যোগাযোগ নেই?
উত্তর: বরিশাল।
প্রশ্ন: NAM এর সদর দপ্তর কোথায়?
উত্তর: নেই।
প্রশ্ন: সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?
উত্তর: মালদ্বীপ।
প্রশ্ন: মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ তারা আছে কোন দেশের?
উত্তর: সিঙ্গাপুর।
প্রশ্ন: ইসলামি রাষ্ট নয় কিন্তু OIC এর সদস্য কোন দেশ?
উত্তর: উগান্ডা।
প্রশ্ন: বাংলাদেশের সাথে বানিজ্য সম্পর্ক আছে কিন্ত কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের?
উত্তর: তাইওয়ান।
প্রশ্ন: বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক নেই?
উত্তর: ইসরাইল।