সাধারণ জ্ঞান ( বাংলা সাহিত্য) বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রশ্ন ১। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস
উত্তর: গ. ছোটগল্প
প্রশ্ন ২। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ
উত্তর: গ. রাজা প্রতাপাদিত্য চরিত
প্রশ্ন ৩। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী
খ. রামায়ণ
গ. মহাভারত
ঘ. চর্যাপদ
উত্তর: ঘ. চর্যাপদ
প্রশ্ন ৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা
খ. লুইপা
গ. সরহ পা
ঘ. শবর পা
উত্তর: খ. লুইপা
প্রশ্ন ৫। চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর: ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
প্রশ্ন ৬। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?
ক. চর্যাপদাবলি
খ. চর্যাগীতিকা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর: ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
প্রশ্ন ৭। ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?
ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
খ. বাংলা একাডেমি
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. শ্রীরামপুর মিশন
ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তর: ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
প্রশ্ন ৮। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তর:গ. ৬টি
প্রশ্ন ৯ । ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত
উত্তর: ঘ. কানাহরি দত্ত
প্রশ্ন ১০ । ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?
ক. কানা হরিদত্ত
খ. শাহ মুহম্ম সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর: গ. মুকুন্দরাম চক্রবর্তী
সাধারণ জ্ঞান ( বাংলা সাহিত্য) বিভিন্ন নিয়োগ পরীক্ষার
প্রশ্ন ১১। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত
উত্তর: খ. ভারতচন্দ্র রায়গুণাকর
প্রশ্ন ১২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য
খ. পুঁথি সাহিত্য
গ. বাংলা গীতিকা
ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
উত্তর: ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
প্রশ্ন ১৩। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. দৌলত কাজী
খ. সৈয়দ সুলতান
গ. আলাওল
ঘ. নাসির মাহমুদ
উত্তর: গ. আলাওল
প্রশ্ন ১৪। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি
উত্তর: গ. চণ্ডীদাস
প্রশ্ন ১৫। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন ১৬। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল
উত্তর: গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
প্রশ্ন ১৭। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?
ক. ২৩টি
খ.১০টি
গ. ২৫টি
ঘ. ৩০টি
উত্তর: খ.১০টি
প্রশ্ন ১৮ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ
উত্তর: খ. গৃহদাহ
প্রশ্ন ১৯। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?
ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ
উত্তর: ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
প্রশ্ন ২০। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ুন আহমেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তর: ঘ. আলাউদ্দিন আল আজাদ