সাধারণ জ্ঞান – বিবিধ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান – বিবিধ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর: কঠিন।

প্রশ্ন: একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে কি বলে?

উত্তর: শব্দের গতি।

প্রশ্ন: বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে?

উত্তর: রোধ বাড়বে।

প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো।

প্রশ্ন: মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?

উত্তর: উত্তল।

প্রশ্ন: কোন ক্ষেত্রে প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য?

উত্তর: তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে।

প্রশ্ন: International System of Unite কে সংক্ষেপে কি বলে?

উত্তর: S.I পদ্ধতি।

প্রশ্ন: কেন রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমেনিয়াম ব্যবহার করা হয়?

উত্তর: এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।

প্রশ্ন: পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?

উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।

প্রশ্ন: কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়?

উত্তর: সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।

প্রশ্ন: নিউটন কি?

উত্তর: বলের একক।

প্রশ্ন: পাত্রে আবদ্ধ তরল পদার্থের কোন অংশে চাপ প্রয়োগ করলে কি ঘটবে?

উত্তর: পদার্থের সবদিকে চাপ সমানভাবে সঞ্চালিত হবে।

প্রশ্ন: দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে?

উত্তর: প্রতিসরণ।

প্রশ্ন: চুম্বকের আকর্ষন কোন অংশে বেশি?

উত্তর: দুই মেরুতে।

প্রশ্ন: কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

উত্তর: সূর্যরশ্মি।

প্রশ্ন: 20° সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট?

উত্তর: 68° F

প্রশ্ন: পানির তাপমাত্রা 0° থেকে 4° এ উন্নীত হলে পানির ঘনত্ব বাড়বে নাকি কমবে?

উত্তর: বাড়বে।

প্রশ্ন: কাজের একক কোনটি ?

উত্তর: জুল।

প্রশ্ন: লাল ও সবুজ রং মিশিয়ে কোন রং পাওয়া যায়?

উত্তর: হলুদ।

প্রশ্ন: ডায়নামো কি ?

উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

প্রশ্ন: কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?

উত্তর: পানি।

প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়?

উত্তর: ওজন।

প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?

উত্তর: প্লবতা।

প্রশ্ন: 0° c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?

উত্তর: 332 মিটার/সেকেন্ড।

সাধারণ জ্ঞান – বিবিধ প্রশ্ন

প্রশ্ন: শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে?

উত্তর: কম থাকে।

প্রশ্ন: আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক’কে কি বলে ?

উত্তর: কেলভিন।

প্রশ্ন: সূর্য থেকে হঠাৎ আলো আসা বন্ধ হয়ে গেলে তা আমরা অনুভব করতে পারি কতক্ষণ পর?

উত্তর: 8 মিনিট 32 সেকেন্ড পর।

প্রশ্ন: ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন?

উত্তর: কালো রং তাপ শোষন করে বলে।

প্রশ্ন: বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে?

উত্তর: টমাস আলভা এডিসন।

প্রশ্ন: কোনটি জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে ?

উত্তর: কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে।

প্রশ্ন: দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?

উত্তর: তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

প্রশ্ন: দৃশ্যমান আলোতে কোন রং আলোতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় ?

উত্তর: লাল।

প্রশ্ন: একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?

উত্তর: শোয়া অবস্থায়।

প্রশ্ন: সমুদ্র নীল দেখানোর কারন কি?

উত্তর: কারন হলো আপতিত সূর্য রশ্মির বিক্ষেপন।

প্রশ্ন: শব্দ বিস্তারের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয়?

উত্তর: বায়বীয় মাধ্যমের।

প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে কত সময় লাগে?

উত্তর: 8.32 মিনিট।

প্রশ্ন: সর্বোচ্চ কত শব্দের শ্রুতি সীমার উপর মানুষ বধির হতে পারে?

উত্তর: 105 ডেসিবেল।

প্রশ্ন: চাঁদে বা অন্য গ্রহে বস্তু নিলে বস্তুর কি রকম পরিবর্তন ঘটবে?
উত্তর: বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে।

প্রশ্ন: টেলিফোনের আবিস্কারক কে?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।

প্রশ্ন: সূর্য রশ্মি কি গতিতে গমন করে?

উত্তর: সেকেন্ডে 1,86,000 মাইল বেগে।

প্রশ্ন: কত সময়কে ন্যানো সেকেন্ড বলে?

উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।

প্রশ্ন: শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?

উত্তর: শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।

প্রশ্ন: “থিউরি অব রিলেটিভিটি” এর উদ্ভাবক কে?

উত্তর: আলবার্ট আইনস্টাইন।

প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন।

প্রশ্ন: বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?

উত্তর: লাল , নীল, সবুজ।

প্রশ্ন: কোথায় সাঁতার কাটা কম অসাধ্য?

উত্তর: সাগরে।

প্রশ্ন: উষ্ণতার একক কিভাবে পরিমাপ করা হয়?

উত্তর: কেলভিন।

প্রশ্ন: হীঁরা আঁধারে চক চক করে কেন?

উত্তর: উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।

প্রশ্ন: আবহাওয়ার 90% আদ্রতা বলতে কি বুঝায়?

উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%।

প্রশ্ন: ভূমিকম্প মাপার যন্ত্র কি?

উত্তর: সিসমোগ্রাফ বা সিসমোমিটার।

প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

উত্তর: সমান বা একই হয়।

প্রশ্ন: রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কি রশ্মি নির্গত হয়?

উত্তর: গামা রশ্মি।

প্রশ্ন: পানিকে বরফে পরিনত করলে এর আয়তন কেমন হয়?

উত্তর: আয়তন বাড়ে।

প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কি?

উত্তর: ট্যাকোমিটার।

সাধারণ জ্ঞান – বিবিধ

প্রশ্ন: কোন যন্ত্র দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয়?

উত্তর: অ্যামিটার।

প্রশ্ন: বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র কি?

উত্তর: হাইগ্রোমিটার।

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে কত হবে?

উত্তর: ৩২ ফারেনহাইট।

প্রশ্ন: বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন?

উত্তর: শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয়।

প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায়?

উত্তর: কালো দেখায়।

প্রশ্ন: মেঘাচ্ছন্ন আকাশের রাত অপেক্ষাকৃত উষ্ণ হওয়ার কারন কি?

উত্তর: মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকরণে বাধা দেয়।

প্রশ্ন: দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?

উত্তর: বেগুনি।

প্রশ্ন: ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য কি ব্যবহৃত হয়?

উত্তর: পেরিস্কোপ।

প্রশ্ন: পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কী ?

উত্তর: হীরক।

প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কি?

উত্তর: সাবান ও পাউটার।

প্রশ্ন: নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে?

উত্তর: ৫টি।

প্রশ্ন: কোন ধাতু পানিতে বাসে?

উত্তর: cu

প্রশ্ন: জিংক সালফেটের সংকেত কি?

উত্তর: Znso4

প্রশ্ন: কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?

উত্তর: চিনি।

প্রশ্ন: সার হিসেবে কোন পদার্থটি ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর: ইউরিয়া।

প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?

উত্তর: ৫টি।

প্রশ্ন: পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটে ?

উত্তর: 100°C তাপমাত্রায়।

প্রশ্ন: তরল মিশ্র পদার্থ থেকে ছেঁকে ভারী অদ্রবনীয় পদার্থ পৃথক কথার প্রনালীকে কি বলে?

উত্তর: পাতন।

প্রশ্ন: অসস্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি?

উত্তর: ইথিলিন।

প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায়?

উত্তর: এসিটিক এসিড।

প্রশ্ন: কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

উত্তর: কালো ।

প্রশ্ন: সবচেয়ে হালকা মৌল কি?

উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: তামা ও টিনের মিশ্রণে কি হয়?

উত্তর: ব্রোঞ্জ।

প্রশ্ন: কি কারণে শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়?

উত্তর: শুষ্ক খাদ্যে আবহাওয়া বিরুপ প্রবাহ বিরাজ করে।

প্রশ্ন: বায়ু মন্ডলে কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষন করে?

উত্তর: ওজোন।

প্রশ্ন: দুধে কোন ধরনের এসিড থাকে?

উত্তর: ল্যাকটিক এসিড।

প্রশ্ন: পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায়?

উত্তর: O2

প্রশ্ন: ঘর্ঘণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে কি নির্গত হয়?

উত্তর: ইলেট্রন।

প্রশ্ন: কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।

প্রশ্ন: কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

উত্তর: বায়োগ্যাস।

প্রশ্ন: কি কারনে হীরক উজ্জ্বল দেখায়?

উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে।

প্রশ্ন: সবচেয়ে মুল্যবান ধাতু কি

উত্তর: প্লাটিনাম।

প্রশ্ন: কি কারনে কচু খেলে গলা চুলকায়?

উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।

প্রশ্ন: কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?

উত্তর: বালি।

প্রশ্ন: কি কারনে এসিড বৃষ্টি হয়?

উত্তর: বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্য।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?

উত্তর: জিংক।

প্রশ্ন:শান্ত সাগর কোথায় অবস্থিত?

উত্তর: চাঁদে

প্রশ্ন:কোন গ্রহের আকাশ গোলাপী?

উত্তর: মঙ্গল গ্রহের

প্রশ্ন: একটি ডিমে কোন ভিটামিন বাদে সব কটি ভিটামিন আছে?

উত্তর: ভিটামিন সি।

প্রশ্ন:কোন গ্রহের হাজার হাজার বলয় আছে?

উত্তর: শনি

প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?

উত্তর: 98.4° ফারেনহাইট।

প্রশ্ন: কোন গ্রহকে লাল গ্রহ বলে?

উত্তর: মঙ্গল গ্রহকে

প্রশ্ন: কিসের লেজ কাটা পড়লে সেটি মারা যায়?

উত্তর: ঘোড়ার

প্রশ্ন: স্তন্যপায়ী জীবের দুধে কোন কার্বোহাইড্রেড পাওয়া যায়?

উত্তর: ল্যাক্টোজ

প্রশ্ন: মানুষের শরীরে কত রকম ভিটামিন আছে?

উত্তর: ১২ রকম।

প্রশ্ন: একটি মাছির গড় আর্য়ু কত দিন?

উত্তর: ১৭ দিন।

প্রশ্ন: ইংরেজিতে সবচেয়ে কম বর্ণ ব্যবহৃত হয় কোনটি?

উত্তর: Q

প্রশ্ন: কোন প্রানীর শরীরে হাড় নেই?

উত্তর: কেঁচো, জোক

প্রশ্ন: মানুষ খাটো হয় কোনটির অভাবে?

উত্তর: খনিজ লবণ

প্রশ্ন: মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরী হয়?

উত্তর: ভিটামিন-কে

প্রশ্ন: কৃষকের বন্ধু বলা হয় কাকে?

উত্তর: কেঁচোকে

প্রশ্ন: কোন প্রানীর মাংসে বেশি প্রোটিন থাকে?

উত্তর: মুরগি

প্রশ্ন: সূর্যের কন্যা বলা হয় কাকে?

উত্তর: তুলা গাছকে।

প্রশ্ন: স্বর্গীয় গাছ বলা হয় কোনটিকে?

উত্তর: নারিকেল গাছকে।

প্রশ্ন: আম ফলের জন্মস্থান কোথায়?

উত্তর: ভারত।

প্রশ্ন: কোন পাখির ঠৌট কন্কময়?

উত্তর: কাঠ ঠুকরা

প্রশ্ন: ধান গাছে কতটি ক্রোমোজোম থাকে?

উত্তর:২৪টি।

সাধারণ জ্ঞান – বিবিধ প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় কোন অংশ?

উত্তর: লিভার।

প্রশ্ন: জমদূত হিসেবে পরিচিত কোন ফল?

উত্তর: তেতুল।

Счастливая Рулетка Казино казино вулкан игровой центр золотой. Империя Джокеров Казино вулкан официальный сайт вход​ легендарные игры мир. Империя Удачи Казино вулкан россия играть онлайн​ рулетка и блэкджек. Блеск Казино Спин вулкан vegas​ игровой бум фортуны. Королевский Шанс Казино вулкан платинум вход​ букет фортуны зал. Империя Джокеров Казино вулкан делюкс супер империя развлечений. Бриллиантовая Удача Казино casino Lev официальный сайт счастливые игроки центр. Счастливая Рулетка Казино Лев казино света империя развлечений. Солнечный Фонтан Казино casino Lev официальный сайт vip лаунж игры. Золотой Шанс Казино Лев казино официальный сайт счастливые игроки центр. Премиум Беттинг Казино Лев казино зеркало игровой бумеранг центр. Беспроигрышный Клуб Казино Lev casino игровой дизайн центр. Платиновый Шанс Казино азино 777 онлайн на реальные деньги корона фортуны центр. Люксовый Джекпот Казино азино777 официальный сайт регистрация света империя развлечений. Премиум Спин Казино азино официальный сайт фортуна гранде зал. Империя Джокеров Казино азино мобайл фортуна гламур зал. Виктория Спин Казино azino777​ мир фортуны развлечений. Премиум Рулетка Казино азино официальный сайт фортуна лаунж развлечений. Платиновый Джекпот Казино 1 win сайт игровой лидер центр. Виват Казино Бет 1вин зеркало престижный зал развлечений. Золотой Шанс Казино ван вин вектор фортуны зал. Смарт Гейминг Казино 1вин игровой оазис центр. Элегант Спин Казино 1вин игровой фейерверк центр. Супер Казино Бет onewin​ галактика центр развлечений. Сияющий Спин Казино игровые автоматы бесплатно игровой потенциал центр. Фортуна Экспресс Казино игровые автоматы фортуна премиум зал. Звёздный Флэш Казино игровые автоматы фортуна мечта центр. Счастливая Звезда Казино игровые автоматы демо фортуна роял центр. Блеск Рулетки Казино игровые автоматы бесплатно vip лаунж игры. Супрем Спин Казино игровые автоматы играть бесплатно мечты центр игр. Réseau Vidéo Instantané coco chat interaction enrichissante. Hub Rencontre Vidéo coco chat échange en direct. Lieu Échange Instantané cocochat conversation stable. Forum Conversation Virtuelle coco fr discussion intuitive. Espace Vidéoconférence Virtuelle coco chat interaction efficace.

Check Also

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Where Do Health Care Assistants Work? A Comprehensive Guide

Health care assistants play a crucial role in the medical field, offering hands-on care to …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *