সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
১. প্রশ্ন : মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কী?
উত্তর : বর্ডার গার্ড পুলিশ।
২. প্রশ্ন : মালয়েশিয়ার বর্তমান রাজা কে?
উত্তর : ইব্রাহীম সুলতান।
৩. প্রশ্ন : আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : নাওয়াফ সালাম (লেবানন)।
৪. প্রশ্ন : গাযায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) মামলা করে কোন দেশ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা।
৫. প্রশ্ন : ২০২৪ সালের বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : ১. ওয়ায়েল হাল্লাক। ২. মোহাম্মাদ সাম্মাক। ৩. জেরি মেন্ডেল, ৪. হাওয়ার্ড ইউয়ান, ৫. হাও চ্যাং।
৬. প্রশ্ন : চাঁদে সফলভাবে নাভোযান পাঠানোয় পঞ্চম দেশ কেনটি?
উত্তর : জাপান।
৭. প্রশ্ন : কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়?
উত্তর : সৌদী আরব।
৮. প্রশ্ন : স্থলভাগে প্রথম ক্ষুদ্র পারমাণবিক বিদুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
উত্তর : রাশিয়ায়।
৯. প্রশ্ন : আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৬৪টি।
১০. প্রশ্ন : ১৪ই মে ২০২১ কোন দেশ IRENA’-এর ১৬৪তম সদস্যপদ লাভ করে?
উত্তর : কিরগিজিস্তান।
১১. প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসন জ্বালানি সংস্থার (IOM) বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৭৪টি।
১২. প্রশ্ন : গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
১৩. প্রশ্ন : গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মিসর।
১৪. প্রশ্ন : ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৫. প্রশ্ন : ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।
১৬. প্রশ্ন : ভুট্টা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৭. প্রশ্ন : চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ভারত।