সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট বাংলাদেশের ৪র্থ তম সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।সম্প্রতি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় জব সার্কুলার প্রকাশ করেছে।আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার আহব্বান করা হচ্ছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
১. পদের নাম ও সংখ্যাঃ সহকারি পরিচালক(০১)
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
২. পদের নাম ও সংখ্যাঃ পাবলিক রিলেশন অফিসার(০১)
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
- বেতন স্কেলঃ ২০,০০০-৫৩,০৬০
৩. পদের নাম ও সংখ্যাঃ প্রকিউমেন্ট অফিসার(০১)
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
- বেতন স্কেলঃ ২০,০০০-৫৩,০৬০
৪. পদের নাম ও সংখ্যাঃ সহকারি রেজিস্ট্রার(১)
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
৫. পদের নাম ও সংখ্যাঃ সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
৬. পদের নাম ও সংখ্যাঃ হিসাব রক্ষন কর্মকর্তা(০১)
- বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
৭. পদের নাম ও সংখ্যাঃ উপ-সহকারি প্রকৌশলী
- বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর
- বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০
৮. সহকারি পরিচালক (প.ও.উ) (০১)
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
৯. সহকারি পরিচালক (হিসাব) (০১)
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
১০. সহকারি কলেক পরিদর্শক (০১)
- বয়সঃ সর্বনিন্ম ৩৭ বছর
- বেতন স্কেলঃ ২৯,০০০-৬৩,৪১০
সরকারি,কোম্পানি,সংস্থা,এনজিও সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে sottotv.com। তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন –
বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আবেদন শেষঃ ২৫ জুলাই ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.smu.edu.bd
বাণিজ্যিক কারণে দেশে অনেক মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। আদালতের নির্দেশের কারণে অনেক বন্ধ মেডিকেল কলেজ চালু করা হয়েছে। মেডিকেল কলেজগুলোতে চিকিৎসার মান ঠিকমত পালন করা হচ্ছে কিনা তা কঠোরভাবে মনিটরিং করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ অনুসারে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী ইতোমধ্যে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই নির্দেশ এর ৪র্থ মেডিকেল বিশ্ববিদ্যালয়।
শর্তাবলিঃ
নির্ধারিত আবেদন গণম নিজ হাতে গগনে পূরণপূর্বক ০৮/০৭/২০১১ইং হতে ২৫/০৭/২০১১ইং তাণিখো মগে অফিল লােকাল নলে সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.৩০ ঘটিকা, ডাকলোগেনির সহিত হত আমা/গজাতে হবে। নির্ধাণিত তলিখেন পথে প্রান্ত আবেদনপত্র নানাৰি নতিমা গা গণ্য হবে।
আবেদনকার লাল আবেদনের শেষ তারিখে চলেবিত সাবান, প্রযােভ্য ক্ষেত্রে, ব্যানার মধ্যে হতে হবে।
সত্যাণ/বিভীছ গ্রামের ক্ষেত্রে এক-একণিক শর্ত শিলটে এই নগা ক্ষেত্রবিহীন প্রাণ অধিকক্ষণ মণ্ডা হয়।
চলাতে থাকে সৰশাহ মণণ কক্ষের মাধ্যমে তানাে নত হবে। অন্যথায় তাকে চান নাতি বঢ়া গণ্য হবে।
সাতকতা কলতে কানা/সধা-সরকার||স্বত্তশাসিত/স্বীকৃত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাকে বুঝালে। শিষ্ট প্রতিষ্ঠানের | পাড়ে প্রতিষ্ঠা প্রশানিলাহী কতৃক স্বাক্ষরিত অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে হবে।
বিলপ্তিতে উল্লেখিত পদ জখ্যা হাদ্ধি লাল ক্ষমতাপদ থাঙ্গা উপক্ষে, কর্তৃপক্ষ সংরক্ষণ করা।
কোন কারণ দর্শায়ে লাতিরেকে কতৃপক্ষ যে কো তবেদপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদনপত্রের খামের উপর পদের নাম, প্রের েনাম, যোগাযোগের ঠিকানা ও মােবাইল নম্বর যথাযথভাবে লিখতে হবে।
সংযুক্ত লবন লালগুত্র, জানি ইত্যাদি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।