স্বামী প্রবাসে, বাতাসে গর্ভবতী হয়ে সন্তান জন্মদানের দাবি তরুণীর

বিয়ের পর, নারীদের সাধারণত অনেক শা’রী’রি’ক পরিবর্তন দেখা দেয়। এ ছাড়া, নতুন অবস্থায় অনেক কিছু বুঝে উঠতে পারেন না মেয়েরা। তবে, বিয়ে ছাড়া গ’র্ভব’তী হওয়ার খবর খুব কমই শোনা যায়। নতুন, খবর হচ্ছে, বাতাসের মাধ্যমে গর্ভবতী হয়েছেন এমন এক দা’বি, করে হইচই ফেলে দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। এরপর এ ঘটনার, তদন্তে নেমেছে ইন্দোনেশিয়ার পু’লিশ।

২৫, বছর,, বয়সী, সিতি জাইনাহ নামের ওই নারীর দাবি, তিনি গর্ভবতী, বুঝতে, পারার এক ঘণ্টা পর সন্তান জন্ম দিয়েছেন।

ভালোবাসা, কি আর বয়স মানে? যখন কাউকে ভালো লেগে যায়, তখন, প্রিয় মানুষটির বয়স কতো সেটা হিসেব কষার অবকাশ থাকে, না।শুধু তাই নয় বিয়ের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় স্বামী-স্ত্রী,র বয়সের ব্যবধান একটু বেশিই থাকে।

বর্তমানে, স্বামী-স্ত্রীর বয়সটা মিলিয়ে দেখলেও আগের দিনে সাত বছরের, শি’শুর স’ঙ্গে ৭০ বছরের বুড়োর বিয়ে হতেও দেখা গেছে। এছাড়া বাবা-মা বা নানা-নানী বা দাদা-দাদীর মধ্যে বয়সের পার্থক্যটা, বেশি থাকতো। কিন্তু, তারপরও তারা বেশ সুখেই জীবন কা’টিয়েছেন।তবে স’ম্প্রতি এক, গবেষণায় দেখা গেছে, প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী মধ্যে যদি, বয়সের পার্থক্য খুব বেশি থাকে,

তাহলে, সেই স’স্পর্ক একবারেই স্থিতিশীল হয় না। বিশেষজ্ঞরাও মনে, করেন, বিয়ের আগে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত? সেটা মিলি,য়ে দেখাটা জ’রুরি।

এখন, প্রশ্ন, আসতে পারে বয়সটা বেশি হলে স’মস্যা কোথায়? ইউনিভার্সিটি, অব কলোরাডোর বিজ্ঞানীদের করা এক গবেষণায় দেখা, গেছে, সম বয়সী অথবা একটু কম

বয়সী, পাত্রীর স’ঙ্গে বিয়ে করার পর বৈবাহিক জীবনে সুখের সন্ধান, পেয়ে থাকেন ছেলেরা। কিন্তু খুব কম বয়সী মেয়েকে বিয়ে করলে, একেবারেই তা সম্ভব হয় না। মেয়েদের, ক্ষেত্রেও একই লক্ষণ দেখা গেছে। তাদের থেকে বেশি বয়সের, কারো স’ঙ্গে বিয়ে হলে প্রথম প্রথম সবকিছু ভালো লাগে। কিন্তু, কিছু বছর যাওয়ার পর স’স্পর্কে ভা’ঙন ধ’রতে শুরু করে। সেই স’ঙ্গে বাড়তে শুরু করে স্ট্রেস এবং মানিসক অবসাদও। vairal news

About admin

Check Also

পদত্যাগ চাইলে রাগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা

দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পরেই ২০০৯ সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল …