প্রতিশোধের মিশন শেষে হাসপাতালে রিজওয়ান

দুঃসংবাদ অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট দলের জন্য। আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের পরের ম্যাচে শারযায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা।

কিন্তু রবিবার ভারতের সাথে খেলার সময় চোট পান দুর্দান্ত ফর্মে থাকা রিজওয়ান। চোট নিয়েই খেলেছেন ম্যাচ জিতিয়েছেন দলকে খেলেছেন ৭১ রানের ইনিংস।

ভারতকে হারানোর দিন স্টেডিয়াম থেকে সরাসরি হাসপাতালে যান রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সোমবার (৫ সেপ্টেম্বর) চোটের গভীরতা বুঝতে তার এমআরআই স্ক্যান কয়া হবে।

এশিয়া কাপের দল ঘোষণার আগে থেকেই চোটের সঙ্গে লড়ছে পাকিস্তান। ফর্মে থাকা পেসার শাহিন শাহ আফ্রিদি টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন।

এরপর অনুশীলনের চোট পেয়ে আসর শেষ হয়ে যায় আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমের। এদিকে সাইড স্ট্রেইনের কারণে ভারতের সাথে খেলা হয়নি পেসার শাহনেওয়াজ দাহানির।

About admin

Check Also

বিসিবির প্রস্তাব প্রত্যাখান করেন মাহমুদউল্লাহ রিয়াদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির এমন সিদ্ধান্তে কার্যত বিশ ওভারের ক্যারিয়ার …