৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবারের বিসিএসটি হবে সাধারণ (জেনারেল) ক্যাডারের। এতে ১ হাজার ৭১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে সবচেয়ে বেশি ৭৭৬ জনকে নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। বিভিন্ন পদের মধ্যে নেওয়া হবে—
প্রশাসন ক্যাডারে ২৫০ জন
পুলিশ ক্যাডারে ৫০ জন
পররাষ্ট্র ক্যাডারে ১০ জন
আনসার ক্যাডারে ১৪ জন
নিরীক্ষা ও হিসাবে ৩০ জন
করে ১১ জন
সমবায়ে ৮ জন
রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিকে ৭ জন
তথ্যে১০ জন
ডাক ২৩ জন
বাণিজ্যে ৬ জন
পরিবার পরিকল্পনায় ২৭ জন
খাদ্যে ৩ জন
টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন
শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২১ সালের ১ নভেম্বর হিসাবে সর্বোচ্চ ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী প্রার্থী এবং বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের জন্য বয়সসীমা ২১-৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা http://bpsc.teletalk.com.bd/-এ ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এর আগে ৪৩তম বিসিএসে চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসের অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল এখনও প্রকাশ করেনি পিএসসি।