২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত গেজেটবঞ্চিত ১১১ জন চিকিৎসককে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৭ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘২৮ হতে ৪২তম বিসিএস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখার ১৪ আগস্ট এবং ২০ আগস্ট (২০২৪) তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে ১০৭ (এক শ সাত) জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ০৪ (চার) জন, সর্বমোট ১১১ (এক শ এগারো) জনকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২,০০০-৫৩,০৬০/- বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত চিকিৎসকদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
প্রজ্ঞাপনে কিছু শর্তের কথা বলা হয়েছে। সেগুলো হলো—
১. জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ অধিশাখার ১৪ আগস্ট ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৮৭.১১.০৩.২৩-৮৭ নম্বর ও এবং ২০ আগস্ট ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১১.২১-৩০২ নম্বর প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলি প্রযোজ্য হবে;
২. স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য তারিখের কল্যাণ মন্ত্রণালয়ের ৩১ জানুয়ারি ২০২১ তারিখ ৪৫.১৪৩.৯২২.০০.০০.০০১.২০১৬-৮৩ নম্বর পত্রে জারিকৃত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের পদায়ন নীতিমালা ২০২১ বদলি/পদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে;
৩. নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আগামী ১ সেপ্টেম্বরে আবশ্যিকভাবে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন, নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে;
৪. পদায়িত প্রতিষ্ঠান যোগদানকৃত নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সকল তথ্য পূরণপূর্বক এইচআরআইএস সফটওয়্যারে প্রোভাইডার অ্যাড রিকোয়েস্ট পাঠাবেন এবং পরবর্তিতে বর্ণিত পদে মুভইন সম্পন্ন করবেন;
৫. নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না মর্মে ৩০০/- (তিন শ) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকারনামা সম্পাদনপূর্বক যোগদানপত্রের সঙ্গে দাখিল করবেন;
৬. নবযোগদানকৃত চিকিৎসকেরা The Government Servants (Conduct) Rules 1979–এর ১৩ (১) উপবিধি অনুযায়ী, সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক পূরণ করে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে দাখিল করবেন;
৭. চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা পাবেন না;
৮. নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকের পদায়নকৃত পদে কোনো কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকিলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরে স্বয়ংক্রিয়ভাবে ন্যস্ত হবেন।
প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন।