৪৫তম বিসিএসে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ। বাংলাদেশ পাবলিক ওয়ার্ক কমিশন (পিএসসি) জানিয়েছে যে প্রায় তিন লাখ প্রার্থী 10 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, 2022 পর্যন্ত, অর্থাৎ আবেদনের শেষ দিনে সকাল 11টা পর্যন্ত অনলাইনে তাদের আবেদন জমা দিয়েছেন। আবেদনের শেষ সময় ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। কর্তৃপক্ষ এবার আবেদনের মেয়াদ বাড়ায়নি। উল্লেখ্য, পিএসসি 30 নভেম্বর 2022 তারিখে বিসিএস সার্কুলার প্রকাশ করেছিল।
45তম বিসিএস বিজ্ঞপ্তি 2022
কর্তৃপক্ষ: | বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) |
বিসিএস আদেশ: | ৪৫তম বিসিএস |
মোট ক্যাডার পদঃ | 2309 |
নন-ক্যাডার পদ: | 1022 |
ক্যাডার ক্যাটাগরি: | 23 |
দরখাস্তের তারিখ: | 10-31 ডিসেম্বর 2022 |
প্রাথমিক পরীক্ষা: | মার্চ 2023 এর ২য় সপ্তাহ |
ওয়েবসাইট: | http://www.bpsc.gov.bd |
৪৫তম বিসিএসে মোট ক্যাডার পদ ২৩০৯, নন-ক্যাডার পদ ১০২২
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। প্রার্থীরা নন-ক্যাডার পদের পাশাপাশি ক্যাডার পদের জন্য পছন্দের তালিকা নির্দিষ্ট করতে পারেন।
৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে মেডিকেলে। মোট 539 জন সহকারী এবং ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে। চিকিৎসা শেষে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা ক্যাডারে ৪৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া পুলিশে ৮০ জন, কাস্টমস ৫৪ জন ও প্রশাসনে ২৭৪ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি Rs.700. তবে কোটাধারীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট নম্বর থেকে 0.50 নম্বর কাটা হবে।
৪৫তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। আবেদনের সময়, প্রার্থীরা যেমন ক্যাডার পদের জন্য তাদের পছন্দ উল্লেখ করতে পারেন, প্রার্থীরাও নন-ক্যাডার পদের জন্য তাদের পছন্দ উল্লেখ করতে পারেন।
৪৫তম বিসিএসে কোড রিভিশন
কিন্তু আবেদনকারীরা আবেদন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হন। এর পরিপ্রেক্ষিতে পিএসসি ক্যাডার ও নন-ক্যাডার পদের কোড সংশোধন করেছে। এ ক্ষেত্রে ক্যাডার পদের একটি কোড এবং নন-ক্যাডার পদের দুটি কোড নম্বর পরিবর্তন করা হয়েছে। রেলওয়ে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী পোস্ট কোড বাদ দেওয়া হয়েছে.
এছাড়া ক্যাডার ও নন-ক্যাডারের কিছু পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এবং লিখিত পরীক্ষার পদের বিষয় কোড নম্বর পরিবর্তন করা হয়েছে।
৪৫তম বিসিএসে কোন ক্যাডারে কতজন?
- স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন (৪৫০ সহকারী সার্জন এবং ৭৯ জন ডেন্টাল সার্জন)
- শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন
- প্রশাসন ক্যাডারে ২৭৪ জন
- পুলিশ ক্যাডারে ৮০ জন
- কাস্টমস ক্যাডারে ৫৪ জন
- আনসার ক্যাডারে ২৫ জন
- কর ক্যাডারে ৩০ জন এবং
- বাকি ক্যাডারে পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ ৮৭০ জনকে নেওয়া হবে।
কোন বিসিএসে কত পদ
- ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৩টি পদ
- ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি পদ
- ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬ জন
- 2024 38 তম বিসিএসে
- ৪০তম বিসিএসে ১ হাজার ৯০৩টি পদ
- ৪১তম বিসিএস ক্যাডারে পদ ২ হাজার ১৩৫
- ৪৩তম বিসিএস ক্যাডারে পদ ১ হাজার ৮১৪
- ৪৪তম বিসিএস ক্যাডারে পদ ১ হাজার ৭১০
- ৪৫তম বিসিএসে ২৩০৯টি ক্যাডার পদ রয়েছে
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তি অনুসারে, 45তম বিসিএসের জন্য আবেদন 10 ডিসেম্বর থেকে শুরু হবে। এই অনলাইন আবেদনটি 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের MCQ প্রশ্ন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর থাকবে এবং থেকে 0.50 নম্বর কাটা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর।