সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মিনিস্ট্রিয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে- ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর (জেনেভা, সুইজারল্যান্ড)। বিশ্বব্যাপী জলবায়ু ক্ষতি তদারকি করার জন্য কপ-২৬ সম্মেলনে যে সংস্থা প্রতিষ্ঠার কথা ঘােষণা দেয়া হয়-

International Sustainability Standards Board (ISSB)।

বর্তমানে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী-

চীনের।

বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ-

চীন।

কপ-২৬ সম্মেলনে ২০০টি দেশের যতজন রাষ্ট্র বা সরকার প্রধান বক্তব্য উপস্থাপন করেন-

১২০টি।

এশিয়ায় বজ্রপাতের ভূমি বলা হয়-

ভুটানকে।

বায়ুমণ্ডল থেকে কার্বন শােষণে এক অভিনব বেলুন আবিষ্কার করেছে

ইসরায়েল (হাই হােপস ল্যাব)।

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের উদ্যোগে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে- দ্য সামিট ফর ডেমােক্রেসি (১০০টি দেশ নিয়ে)। সম্প্রতি সৌদি আরবের মদিনা নগরীর পূর্বে হেইল অঞ্চলের বালুতে পাওয়া মরুভূমির সভ্যতার নিদর্শনের নাম-

মরুভূমির ঘুড়ি।

সম্প্রতি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্যোগে নয়াদিল্লিতে যতটি দেশের নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করে-

৭টি (ইরান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান; আয়ােজক দেশ ভারতসহ ৮টি)।

২০২০ সালের মধ্যে জলবায়ু তহবিলে ধনী দেশগুলরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি যত সাল পর্যন্ত বাড়ানাে হয়-

২০২৩ সাল।

২০৩০ সাল নাগাদ জলবায়ু তহবিলে অর্থায়নের পরিমাণ হবে-

১৭০ বিলিয়ন ডলার।

প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার পান-

এমওটিআইভি ক্রিয়েশন্স লি. (উগান্ডা, ৫০ হাজার ডলার)।

সম্প্রতি পাকিস্তানে যে ভাইরাসের সন্ধান পাওয়া গেছে-

আর্বোভাইরাস।

পাথরের বৃত্ত ও ত্রিকোণ আকৃতির কাঠামােকে বলা হয়-

মরুভূমির ঘুড়ি (কাইট নামেও পরিচিত)।

বিশ্বে এ পর্যন্ত মরুভূমির ঘুড়ি পাওয়া গেছে-

৫ হাজার ৮০০টি (বেশি সিরিয়ায় ২৫০০টি)।

অর্থনীতিবিদদের তথ্যমতে, আগামী ২০৩০ সাল পর্যন্ত জলবায়ুর ক্ষয়ক্ষতি মােকাবিলায় বছরে প্রয়ােজন-

৪০০ বিলিয়ন ডলার।

‘অশােক জাতির প্রথম ধর্মগুরু’ এই উক্তিটি কার –

স্মিথ।

পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত –

১৭৫ সেন্টিমিটার।
বিবেকানন্দকে ভারতের কি বলা হয় –

রুশাে।

‘World Bank’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত –

ওয়াশিংটন।

ভারতের প্রথম জরুরি অবস্থা ঘােষণা করা হয় কবে –

১৯৬২ সালে।

ভারতের দেশপ্রিয় নামে অভিহিত করা হয় কাকে –

যতীন্দ্রমােহন সেনগুপ্ত।

ব্রাজিলের সরকারি ভাষা কী –

পর্তুগিজ।

ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন –

মহাপদ্মনন্দ।

গােবি মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে –

মঙ্গোলিয়ায়।

বায়ুমণ্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী –

এক্সোস্ফিয়ার।

সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

ফুন্টশলিং সীমান্তে কোন কোন দেশের সংযােগ রযেছে –

ভারত ও ভুটান।

বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান –

কৃষ্ণ কুমার মিত্র।

বিপ্লবী গণেশ ঘােষের জন্ম কবে –

১৯০০ সালে।

নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু হয় কবে –

১৯২৯ সালে।

শিবালিক পাহাড়ের উপত্যকায়গুলি কী নামে পরিচিত –

দুন।

‘প্রত্ন’ শব্দের অর্থ কী –

প্রাচীন।

পৃথিবীর সবথেকে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি –

ইংল্যান্ডের শেফিল্ড।।

ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত –

দক্ষিণ আফ্রিকায়।

ভারতের প্রথম আই সি এস উত্তীর্ণ হয় কে –

সত্যেন্দ্রনাথ ঠাকুর।

‘Mother India’ বইটির রচয়িতা কে –

ক্যাথরিন মেয়ে।

আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত –

ক্ষয়িষ্ণু পর্বত।

পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে –

১৯৮৬ সালে।

NATO সদর দপ্তর কোথায় অবস্থিত –

ব্রাসেলস।

জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল –

অমৃতসরে।

কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রােগ হয় –

ভিটামিন D।

ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ –

১৪৯৮ সালে।

মানুষের বৈজ্ঞানিক নাম কী –

হােমাে স্যাপিয়েন্স।

ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে –

১৭০৭ খ্রিস্টাব্দে।

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি –

‘প্যারীচাঁদ মিত্রের’ আলালের ঘরের দুলাল(১৮৫৮)।

প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় –

১৯৭৫ সালে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘পদ্মা নদীর মাঝি’। কত সালে প্রকাশিত হয়েছে –

২৮শে মে ১৯৩৬ সালে।

বীরবল কার ছদ্মনাম –

প্রমথ চৌধুরী।

‘World Refugee Day’ পালন করা হয় কবে –

20 জুন।

আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র –

ভূমি থেকে আকাশে।

ভারতের সর্বপ্রথম ব্যাংক কোনটি –

ব্যাঙ্ক অব হিন্দুস্তান।

রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু হয় কত সালে –

২০০২।

ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন –

জার্মান বৈজ্ঞানিক ব্রান্ড।

IPL চেন্নাই সুপার কিংস দলের বর্তমান কোচ কে-

স্টিফেন ফ্লেমিং।

চাঁদের পাহাড় বইটির লেখক কে –

বিভূতিভূষণ । বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ের রাজধানী কোথায় –

শিলং।

বিশ্বজুড়ে ‘অলিম্পিক দিবস’ পালন করা হয় কবে। –

23 জুন।

ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় –

ব্রোসেন্স।

খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত –

দাবা।

‘ক্যাবিনেট মিশন’ কে প্রথম প্রস্তাব করেন কে –

ক্লিমেন্ট এটলি।

সত্যসুন্দর দাস কার ছদ্মনাম –

মােহিতলাল মজুমদার।

সংবিধানের কত নং ধারায় ‘ক্যাবিনেট’ কথাটির উল্লেখ আছে –

৩৫২ নং ধারায়।

মগধের প্রাচীনতম রাজধানীর নাম কি ছিল –

গিরিব্রজ।

ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত। হয়েছিল –

১৫ই মার্চ ১৯৫০ সালে।

ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে – ১৭৬৯ সালে।

About admin

Check Also

কিছু গুরুত্বপুর্ণ সাধারণ জ্ঞানের তথ্য

কিছু গুরুত্বপুর্ণ সাধারণ জ্ঞানের তথ্য

কিছু গুরুত্বপুর্ণ সাধারণ জ্ঞানের তথ্য বর্ণবাদ বিরোধী বিশ্ব সম্মেলন দক্ষিণ আফ্রিকার যে শহরে অনুষ্ঠিত হয়- …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *