সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মিনিস্ট্রিয়াল সম্মেলন অনুষ্ঠিত হবে- ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর (জেনেভা, সুইজারল্যান্ড)। বিশ্বব্যাপী জলবায়ু ক্ষতি তদারকি করার জন্য কপ-২৬ সম্মেলনে যে সংস্থা প্রতিষ্ঠার কথা ঘােষণা দেয়া হয়-

International Sustainability Standards Board (ISSB)।

বর্তমানে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী-

চীনের।

বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ-

চীন।

কপ-২৬ সম্মেলনে ২০০টি দেশের যতজন রাষ্ট্র বা সরকার প্রধান বক্তব্য উপস্থাপন করেন-

১২০টি।

এশিয়ায় বজ্রপাতের ভূমি বলা হয়-

ভুটানকে।

বায়ুমণ্ডল থেকে কার্বন শােষণে এক অভিনব বেলুন আবিষ্কার করেছে

ইসরায়েল (হাই হােপস ল্যাব)।

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের উদ্যোগে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে- দ্য সামিট ফর ডেমােক্রেসি (১০০টি দেশ নিয়ে)। সম্প্রতি সৌদি আরবের মদিনা নগরীর পূর্বে হেইল অঞ্চলের বালুতে পাওয়া মরুভূমির সভ্যতার নিদর্শনের নাম-

মরুভূমির ঘুড়ি।

সম্প্রতি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্যোগে নয়াদিল্লিতে যতটি দেশের নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করে-

৭টি (ইরান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান; আয়ােজক দেশ ভারতসহ ৮টি)।

২০২০ সালের মধ্যে জলবায়ু তহবিলে ধনী দেশগুলরে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি যত সাল পর্যন্ত বাড়ানাে হয়-

২০২৩ সাল।

২০৩০ সাল নাগাদ জলবায়ু তহবিলে অর্থায়নের পরিমাণ হবে-

১৭০ বিলিয়ন ডলার।

প্রথম ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার পান-

এমওটিআইভি ক্রিয়েশন্স লি. (উগান্ডা, ৫০ হাজার ডলার)।

সম্প্রতি পাকিস্তানে যে ভাইরাসের সন্ধান পাওয়া গেছে-

আর্বোভাইরাস।

পাথরের বৃত্ত ও ত্রিকোণ আকৃতির কাঠামােকে বলা হয়-

মরুভূমির ঘুড়ি (কাইট নামেও পরিচিত)।

বিশ্বে এ পর্যন্ত মরুভূমির ঘুড়ি পাওয়া গেছে-

৫ হাজার ৮০০টি (বেশি সিরিয়ায় ২৫০০টি)।

অর্থনীতিবিদদের তথ্যমতে, আগামী ২০৩০ সাল পর্যন্ত জলবায়ুর ক্ষয়ক্ষতি মােকাবিলায় বছরে প্রয়ােজন-

৪০০ বিলিয়ন ডলার।

‘অশােক জাতির প্রথম ধর্মগুরু’ এই উক্তিটি কার –

স্মিথ।

পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত –

১৭৫ সেন্টিমিটার।
বিবেকানন্দকে ভারতের কি বলা হয় –

রুশাে।

‘World Bank’-এর সদর দপ্তর কোথায় অবস্থিত –

ওয়াশিংটন।

ভারতের প্রথম জরুরি অবস্থা ঘােষণা করা হয় কবে –

১৯৬২ সালে।

ভারতের দেশপ্রিয় নামে অভিহিত করা হয় কাকে –

যতীন্দ্রমােহন সেনগুপ্ত।

ব্রাজিলের সরকারি ভাষা কী –

পর্তুগিজ।

ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন –

মহাপদ্মনন্দ।

গােবি মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে –

মঙ্গোলিয়ায়।

বায়ুমণ্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী –

এক্সোস্ফিয়ার।

সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

ফুন্টশলিং সীমান্তে কোন কোন দেশের সংযােগ রযেছে –

ভারত ও ভুটান।

বয়কটের আহ্বান সর্বপ্রথম কে জানান –

কৃষ্ণ কুমার মিত্র।

বিপ্লবী গণেশ ঘােষের জন্ম কবে –

১৯০০ সালে।

নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু হয় কবে –

১৯২৯ সালে।

শিবালিক পাহাড়ের উপত্যকায়গুলি কী নামে পরিচিত –

দুন।

‘প্রত্ন’ শব্দের অর্থ কী –

প্রাচীন।

পৃথিবীর সবথেকে প্রাচীন ফুটবল ক্লাব কোনটি –

ইংল্যান্ডের শেফিল্ড।।

ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত –

দক্ষিণ আফ্রিকায়।

ভারতের প্রথম আই সি এস উত্তীর্ণ হয় কে –

সত্যেন্দ্রনাথ ঠাকুর।

‘Mother India’ বইটির রচয়িতা কে –

ক্যাথরিন মেয়ে।

আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত –

ক্ষয়িষ্ণু পর্বত।

পরিবেশ সুরক্ষা আইন প্রণয়ন করা হয় কত সালে –

১৯৮৬ সালে।

NATO সদর দপ্তর কোথায় অবস্থিত –

ব্রাসেলস।

জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল –

অমৃতসরে।

কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রােগ হয় –

ভিটামিন D।

ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ –

১৪৯৮ সালে।

মানুষের বৈজ্ঞানিক নাম কী –

হােমাে স্যাপিয়েন্স।

ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে –

১৭০৭ খ্রিস্টাব্দে।

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি –

‘প্যারীচাঁদ মিত্রের’ আলালের ঘরের দুলাল(১৮৫৮)।

প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় –

১৯৭৫ সালে।

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘পদ্মা নদীর মাঝি’। কত সালে প্রকাশিত হয়েছে –

২৮শে মে ১৯৩৬ সালে।

বীরবল কার ছদ্মনাম –

প্রমথ চৌধুরী।

‘World Refugee Day’ পালন করা হয় কবে –

20 জুন।

আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র –

ভূমি থেকে আকাশে।

ভারতের সর্বপ্রথম ব্যাংক কোনটি –

ব্যাঙ্ক অব হিন্দুস্তান।

রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু হয় কত সালে –

২০০২।

ফসফরাস সর্বপ্রথম কে আবিষ্কার করেন –

জার্মান বৈজ্ঞানিক ব্রান্ড।

IPL চেন্নাই সুপার কিংস দলের বর্তমান কোচ কে-

স্টিফেন ফ্লেমিং।

চাঁদের পাহাড় বইটির লেখক কে –

বিভূতিভূষণ । বন্দ্যোপাধ্যায়।

মেঘালয়ের রাজধানী কোথায় –

শিলং।

বিশ্বজুড়ে ‘অলিম্পিক দিবস’ পালন করা হয় কবে। –

23 জুন।

ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় –

ব্রোসেন্স।

খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত –

দাবা।

‘ক্যাবিনেট মিশন’ কে প্রথম প্রস্তাব করেন কে –

ক্লিমেন্ট এটলি।

সত্যসুন্দর দাস কার ছদ্মনাম –

মােহিতলাল মজুমদার।

সংবিধানের কত নং ধারায় ‘ক্যাবিনেট’ কথাটির উল্লেখ আছে –

৩৫২ নং ধারায়।

মগধের প্রাচীনতম রাজধানীর নাম কি ছিল –

গিরিব্রজ।

ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত। হয়েছিল –

১৫ই মার্চ ১৯৫০ সালে।

ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে – ১৭৬৯ সালে।

About admin

Check Also

সাধারণ জ্ঞান - বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

সাধারণ জ্ঞান – বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর প্রশ্ন: কোন গ্রন্থি হরমোন উৎপাদন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *