রাজধানীল ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় করিম হোসেনের (১৮) মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে ধারণা করা হচ্ছে সে বিষ পানে আত্মহত্যা করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত করিম হোসেন ইডেন মহিলা কলেজের ক্যান্টিন বয় হিসেবে কাজ করতেন। বিকেল ৩টায় খাবার খেয়ে করিম হোস্টেল থেকে বের হয়। এর ঠিক ১৫ মিনিট পর আবার হোস্টেলে ঢোকার সময় গেটেই অচেতন হয়ে পড়েন। তখন করিমকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পকেটে তরল জাতীয় প্লাস্টিকের কৌটা পাওয়া গেছে। সে ‘আত্মহত্যা’ করে থাকতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
চলতি মাসেই নামতে পারে শীত
শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে আগাম বার্তা দিল শীত। উত্তরের শৈত্যপ্রবাহের ভৌগোলিক বৈশিষ্ট্য এবং ঋতু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভোরে ঘন কুয়াশা দেখা মিলেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ঠাণ্ডা বাতাস বইছে, সাথে কুয়াশার লুকোচুরির খেলাও শুরু হয়েছে। আবহাওয়াবিদরা আগামী দুই-এক দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন।
আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের গতিবেগ পরিবর্তনের ফলে চলতি মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে। তবে রাজধানীসহ বড় শহরে শীত পড়তে সময় লাগে বলে জানান তারা। এর কারণ ব্যাখ্যা করে তারা বলেন, যানবাহন ও জনসংখ্যার ঘনত্বের কারণে শহরের তাপমাত্রা তুলনামূলকভাবে সবসময়ই একটু বেশি থাকে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশে সার্বিক বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।